সুখবরঃ সবুজ সাথী প্রকল্পে ১২ লক্ষ সাইকেল স্কুল ছাত্রীদের খুব তাড়াতাড়ি দেবে রাজ্য সরকার।

You are currently viewing সুখবরঃ সবুজ সাথী প্রকল্পে ১২ লক্ষ সাইকেল স্কুল ছাত্রীদের খুব তাড়াতাড়ি দেবে রাজ্য সরকার।

সবুজ সাথী প্রকল্প রাজ্য সরকারের একটি ভীষণ কার্যকরী জনমুখী প্রকল্প । সবুজ সাথী স্কুল পড়ুয়া মেয়েদের কাছে একটি সাড়া জাগানো প্রকল্প। স্কুলপড়ুয়াদের সাইকেল তুলে দেওয়া হয় এই প্রকল্পে। চলতি আর্থিক বর্ষে মোট ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল বণ্টন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুলগুলি থেকে আসা রিপোর্টের ভিত্তিতেই এই সংখ্যা ধার্য হয়েছে। তবে এই কাজটি করার পুরো দায়িত্ব রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর কে দেওয়া হয়েছে।

প্রতি বছর এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়, তবে এবার স্কুলে স্কুলে সাইকেল বণ্টন শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। সাইকেলের সংখ্যা চূড়ান্ত করে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।টেন্ডারের মাধ্যমে সাইকেল উৎপাদক সংস্থাকে বেছে নেওয়া হবে। ওয়ার্ক অর্ডার পেলেও এই বিপুল সংখ্যক সাইকেল তৈরি করতে সংস্থা গুলি অনেকটা সময় নিয়ে নেয়। তারপর শুরু হবে স্কুলে স্কুলে বণ্টন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সুত্রে খবর সমস্ত কিছু ঠিক ঠাক থাকলেও পুরো কাজ সম্পন্ন করতে আরও ২ মাস সময় অন্তত লাগবেই। 
কোন জেলায় কত সাইকেল প্রয়োজন, তা ঠিক করতে স্কুল ধরে ধরে নাম নথিভুক্ত করার কার হয়ে গেছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই কর্মকাণ্ড। এর আগে প্রতিবারই দেখা গিয়েছে, বাড়তি সাইকেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এবার যাতে তেমন পরিস্থিতি না হয়, তার জন্য প্রথম থেকেই তৎপর অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। ‘বাংলার শিক্ষা’ পোর্টালে পড়ুয়া বা প্রকল্পের উপভোক্তাদের নামের যে তালিকা রয়েছে, স্কুলগুলি তার সঙ্গে মিলিয়ে ঝাড়াইবাছাই করে সংশোধিত তালিকা তৈরি করে পাঠিয়েছে। ফলে বাস্তবে কত সংখ্যক পড়ুয়া সাইকেল পাবে, তার একটা স্পষ্ট পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। 


যে সব ছাত্রীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কয়েক কিলোমিটার, তাদের ক্ষেত্রে সাইকেল পেলে অনেক সুবিধা হয়। নিত্য গাড়িভাড়ার খরচও লাগে না এবং স্কুলে আসতে অনেকটা কম সময় লাগে।  স্কুলে আসতে অনেকের কাছে সাইকেলই প্রধান ভরসা। আবার অনেক পড়ুয়া রয়েছে, যাদের সাইকেল কেনার সামর্থ্যই নেই। তাই যত দ্রুত সম্ভব সাইকেল বণ্টন শুরু হোক, চাইছেন স্কুলের শিক্ষকরাও। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ—এই তিন জেলায় এক লক্ষের বেশি সাইকেল দেওয়া হবে।  আগের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ফি-বছর গড়ে ১২ লক্ষ করে সাইকেল দেওয়া হয়েছে। ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ১ কোটির বেশি সাইকেল বিলি হয়েছে।

সবচেয়ে বেশি সাইকেল পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলার পড়ুয়ারা। তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সূচনার বছরেই সর্বাধিক (প্রায় ২৫ লক্ষ) সাইকেল দেওয়া হয়। তবে ওই সংখ্যা এতটা বেশি হওয়ার কারণ আগের কয়েক বছরের পড়ুয়াদের অন্তর্ভুক্তি। সপ্তম দফায় সব থেকে কম সাইকেল বিলি হয়েছে। সেবার করোনা এবং লকডাউনের জেরে স্কুল বন্ধ থাকায় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি অনেক জেলায়। তাই এবার নিখুঁত পরিকল্পনা করেই এগতে চাইছে সরকার।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন। ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

সুত্র – বর্তমান

শেয়ার করুন -

Leave a Reply