আমাদের অনেকের বাড়িতে কম্পিউটার থাকে, এবং আপনার যদি সামান্যতম কম্পিউটার-এর knowledge থাকে তবে আপনি বাড়িতে বসেই প্রচুর টাকা আয় করতে পারবেন। এবং এই ধরনের কাজ করতে আপনাকে কোন আলাদা ভাবে টাকা বিনিয়োগ করতে হবে না। আজকে আপনাকে আপনি ফ্রিতে কিভাবে মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। তবে এই মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আপনার খুব বেশী মোবাইল knowledge এর দরকার পড়ে না। যে কেউ এই ধরনের কাজ করে টাকা আয় করতে পারবেন।
ফ্রিতে সহজেই মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে টাকা আয় করবেন? (How to make money easily by creating mobile app in free in Bengali?)
“ফ্রিতে সহজেই মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে টাকা আয় করবেন?” আজকের এই নিবন্ধে আমি আপনাদের ফ্রিতে সহজেই মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে টাকা আয় করবেন তা নিয়ে আলোচনা করব। আপনি যদি ফ্রিতে মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে টাকা আয় যায় এই সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান তবে এই নিবন্ধ শেষ পর্যন্ত পড়বেন। আমি এই নিবন্ধে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ জানাব।
ইন্টারনেটের ব্যবহার আজ দিনে দিনে বেড়ে চলেছে। আজকের দিনে প্রতি দিন প্রচুর রকমের কাজ ইন্টারনেটে হয়। এরমধ্যে আবার বেশীরভাগ কাজ মোবাইল অ্যাপের মাধ্যমে হয়। তাই আজকাল মোবাইল অ্যাপের ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে। যেমন Flipkart এবং Amazon এর এত বড় ব্যবসার বেশীরভাগ মোবাইল অ্যাপ থেকে চলে এই অ্যাপ থেকে কেনাকাটা করা, আবার Zomato বা Swiggy অ্যাপ থেকে খাবার অর্ডার করা, Paytm বা PhonePe অ্যাপ থেকে বিল বা মোবাইল রিচার্জ, টাকা ট্রান্সফার করা হয়, আমারা জানি Uber এবং Ola মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করা হয়। এই সমস্ত অ্যাপ তৈরি করে মানুষ আজ কোটি টাকা আয় করছে। আপনিও যদি চান তবে এরকম অনুরূপ অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করতে পারেন।
ফ্রিতে সহজেই মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে টাকা আয় করবেন?(How to make money easily by creating mobile app in free in Bengali?)
প্রথমে জেনে নিন অ্যাপ থেকে আপনি কিভাবে আয় করতে পারবেন। নতুন কোন অ্যাপ থেকে এড নেটওয়ার্কের মাধ্যমে অনেক টাকা উপার্জন করা যায়। যে সমস্ত অ্যান্ড্রয়েড ডেভেলপাররা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেন, তারা তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার পর বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সি কোম্পানিতে সাইন আপ করেন জেমন গুগল। সেখান থেকে বিজ্ঞাপন এজেন্সি একটি অ্যাপ কোড দেয়, তারা সেই কোডটি তাদের তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপে অ্যাসাইন করে দেন। তারপরে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যায় । বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে গেলে অ্যাপ ডেভেলপাররা আয়ও করতে শুরু করে। বিজ্ঞাপনে যত বেশি ইউজার ক্লিক করবে, তত বেশি ডেভেলপাররা আয় করতে পারবেন। এবং এটা একটা খুব বড় আয়ের উৎস।
অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে তৈরি করবেন ?
অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে টাকা আয় করতে হলে আপনাকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হবে। তবে আপনি যদি ভাবছেন – আপনি তো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারেন না। তবে আপনার চিন্তা করার খুব একটা কারন নেই কারন একটি অ্যাপ তৈরি করা খুব জটিল কাজ নয়। বর্তমান সময়ে, ইন্টারনেটে এমন প্রচুর পরিমাণ অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। আমি আপনাকে নীচে এই তথ্য দিচ্ছি –
উপরের দেওয়া যেকোনো প্ল্যাটফর্ম-এ গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই আপনার নিজের মতো Android অ্যাপ তৈরি করতে পারেন। এটার জন্য প্রথমে আপনাকে এই প্ল্যাটফর্মগুলির ওয়েবসাইটে সাইন ইন করে নিতে হবে। এবং এর পরে আপনার পছন্দমত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোন কোডিং শিখতে হবে না। এবং এর পরে আপনি ইন্টারনেট থেকে অনেক টাকা আয় করতে শুরু করবেন।
অ্যাপ ডেভেলপারদের সাহায্য নিয়ে অ্যাপ তৈরি করতে পারেন।
অ্যাপ তৈরি করার কাজটি যদি আপনি নিজে না করতে চান তাহলেও আপনি এই কাজটি শুর করতে পারেন। আপনি চাইলে যেকোনো পেশাদার অ্যাপ ডেভেলপারদের নিয়োগ করে আপনি আপনার নিজের জন্য একটি অ্যাপ তৈরি করতে পারেন। এবং আপনি যেমন ডিজাইন চাইবেন তারা সেই রকমের ডিজাইনের অ্যাপ তৈরি করে দেবে। আপনি ইন্টারনেট থেকে সার্চ করে আপনার কাছাকাছি কোন অ্যাপ ডেভেলপারের নাম ও ঠিকানা খুজে নিয়ে এই কাজটি শুরু করতে পারবেন।
তবে এই অ্যাপ তৈরি করার জন্য অ্যাপ ডেভেলপারের আপনার কাছ থেকে কিছু টাকা নেবে। এবং এর জন্য আপনাকে কমপক্ষে ৩০০০ থেকে ১০০০০ টাকা চার্জ করতে পারে, এটা আপনি কিরকমের অ্যাপ তৈরি করবেন তার উপর নির্ভর করবে।
হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয় করার সেরা ৪ টি উপায়
অ্যাপ তৈরি করার পর কি করবেন ?
আশাকরি আপনার জেনে গেছেন যে অ্যাপ তৈরি করে বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপ থেকে টাকা আয় করা যায়। এই কাজটি কারার জন্য আপনাকে যেসমস্ত সংস্থা এড বা বিজ্ঞাপন এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন এই সংস্থাগুলিকে কীভাবে পাবেন।এরকম অনেক বিজ্ঞাপন প্রদানকারী কোম্পানির নাম আপনি ইন্টারনেটে থেকে পেয়ে যাবেন। এদের মধ্যে সবচেয়ে জারা জনপ্রিয় তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে।
এর পরে আপনাকে যে বিজ্ঞাপন স্নস্থা-এর কাছ থেকে বিজ্ঞাপনের কোডটি নিয়ে নিতে হবে এবং তা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের সঙ্গে এসাইন করে দিতে হবে। এর পর থেকে আপনার অ্যাপে বিজ্ঞাপন আসতে শুরু করবে।
নীচে বেশি কিছু জনপ্রিয় বিজ্ঞাপন এজেন্সি কোম্পানির নাম দেওয়া হল।
adMob
ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক
আপনি এই সমস্ত বিজ্ঞাপন সংস্থাগুলির থেকে যে কোনও একটিতে সাইন আপ করে কোড নিতে পারেন। তবে আমার নিজের পছন্দের কথা বললে তবে অ্যাডমব কোম্পানির কথা আমি বলব। কেননা এটি একটি গুগল-এর পণ্য প্ল্যাটফর্ম। গুগল বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন সংস্থা। এবং বেশিরভাগ মানুষ গুগলকে বিশ্বাস করে। অতএব, আপনি যদি এই বিকল্পটি বেছে নেন তবে আপনি উপকৃত হবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়?
আপনার নিজের অ্যাপকে মার্কেটিং করুন।
আপনি জখন আপনার অ্যাপ কে ডিজাইন করে কোন বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে এসাইন করে নেবেন , এর আপনার অ্যাপ থেকে টাকা বেশি আয় করার জন্য আপনাকে আপনার অ্যাপ সম্পর্কে লোকেদের বেশি করে জানাতে হবে। তাহলে আপনি উপার্জন করতে সক্ষম হবেন না। এর জন্য আপনার অ্যাপটি যতটা সম্ভব বেশি মানুষের সাথে শেয়ার করা গুরুত্বপূর্ণ। যাতে এর তথ্য তাদের কাছে পৌঁছায়। এছাড়াও, আপনি আপনার অ্যাপ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং রেফারেল মার্কেটিং এবং স্পনসরশিপের মাধ্যমেও প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হল আপনার অ্যাপকে যেকোনোভাবে প্রচার করতে হবে।যত বেশী মানুষ এটি ডাউনলোড করে ব্যবহার করবে আপনার আয় তত বেশি হবে।
ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন?
টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন
আপনি বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে টাকা আয় করা শুরু করবেন, সে টাকা প্রতি মাসের নিদিষ্ট দিনে আপনার নিজের ব্যাঙ্কে চলে আসা উচিৎ। কারণ যত সময় না টাকা আপনার ব্যাঙ্কে আসছে তত সময় আপনি নিশ্চিত নাও হতে পারেন। যেমন আপনি Admob ব্যবহার করলে, তাহলে আপনি যা আয় করেছেন তা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসের ২১-২৮ তারিখের মধ্যে চলে আসবে। আপনাকে আপনার অ্যাডমব অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। তা ছাড়া আর কিছু করতে হবে না।
Q. কিভাবে অ্যাপ তৈরি করে টাকা আয় করবেন?
Ans. – বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে।
Q. মোবাইল অ্যাপের জন্য সবচেয়ে ভাল বিজ্ঞাপন এজেন্সি কোম্পানি কোনটি
Ans. – অ্যাডমব
Q. কিভাবে অ্যাপ তৈরি করবেন?u003cbru003e
Ans. অনেকগুলি অনলাইন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি অ্যাপ তৈরি করতে পারেন। যেমন https://www.appypie.com/
Q আপনি একটি অ্যাপ তৈরি করে কত আয় করবেন?u003cbru003e
Ans. – প্রতি মাসে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা একটা অ্যাপ থেকে আয় করতে পারেন।
Beautiful