অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? 2022 | What is Affiliate Marketing and how to make money from affiliate marketing?

You are currently viewing অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? 2022 | What is Affiliate Marketing and how to make money from affiliate marketing?

Table of Contents

অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? (What is affiliate marketing and how to make money from affiliate marketing?)

“অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? ” আজকের এই নিবন্ধে আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান তবে এই নিবন্ধ শেষ পর্যন্ত পড়বেন। আমি এই নিবন্ধে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ জানাব।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

অ্যাফিলিয়েট মার্কেটিং হল ইন্টারনেট  টাকা আয় করার একটা রাস্তা , যেখানে আপনি যেকোনো কোম্পানির পণ্য বিক্রি বা প্রচার করার জন্য সেই কোম্পানি থেকে কমিশন আকারে  টাকা ইনকাম করতে পারেন।

একটা উদাহরণ হিসাবে বলতে পারেন, আপনি যদি একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য  যেকোনো কোম্পানির সঙ্গে সাইন আপ বা চুক্তিবদ্ধ হন তবে আপনি তাদের পণ্য বা কোনো পরিষেবার প্রচার বা বিক্রয় করেন, তাহলে আপনি এর জন্য একটি নির্দিষ্ট Persenteg (%)কমিশন হিসাবে পাবেন।

তবে এখানে বেশ কিছু শর্ত থাকে যেমন যখন আপনি আপনার ওয়েবসাইটের কোন ভিজিটরকে অ্যাফিলিয়েট লিঙ্কের দ্বারা কোন পণ্য ক্রয় করেন বা পরিষেবার নেন। তবেই আপনি এই ধরনের কমিশন পাবেন। এটি সবচেয়ে সস্তা এবং দ্রুততম উপায়, এর কারণ এই ধরনের ব্যবসায় আপনাকে কোনো ধরনের পণ্য তৈরি করতে হয় না বা  পরিষেবা প্রদান করতে হয় না। আপনাকে কেবল এতে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে যোগসূত্র তৈরি করতে হবে।

কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন ?

অ্যাফিলিয়েট মার্কেটর হতে গেলে আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করতে হবে-

প্রথমত, আপনাকে যেকোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে join করতে হবে তা খুচরা হোক বা বড় কোন ই-কমার্স সাইটগু।

অ্যাফিলিয়েট প্রোগ্রামের ওয়েবসাইটে আপনি যে সমস্ত  পণ্য বা পরিষেবা আপনার গ্রাহকদের বিক্রি করতে চান তা সিলেক্ট করতে হবে।

অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আপনি একটি অনুমোদিত কোড পাবেন , যে কোডের সাহাজ্যে মূল ওয়েবসাইটে আপনি ভিজিটর কে নিয়ে যেতে পারবেন।

এছাড়াও  আপনার যদি কোন ওয়েবসাইট  থাকে তবে আপনি সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের ব্যানার –এ ,  টেক্সট –এ আপনাকে দেওয়া কোড কে লিঙ্ক করে ভিজিটর বা ট্রাফিক কে মুল ওয়েবসাইট-এ পাঠাতে পারেন।

যে কোন আগ্রহী ভিজিটর বা গ্রাহক আপনার ওয়েবসাইট এ  লিঙ্কে ক্লিক করে পণ্যের মূল সাইটে গিয়ে পণ্যটি ক্রয় করলে আপনি তার কমিশন পেয়ে যাবেন।

অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিভাবে কাজ করে ?

এবার আপনাদের কে বলি অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিভাবে কাজ করে।

আপনি যখন কোন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদান করবেন তখন মুল ওয়েবসাইট থেকে আপনি একটি অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যায়। এবং একটি অ্যাফিলিয়েট আইডি ও থাকে। আপনি এই লিঙ্ককে আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া বা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে পারেন। যখন কেউ সেই লিঙ্কে ক্লিক করেন বা কোন পণ্য বা পরিষেবা কেনেন , তখন অ্যাফিলিয়েট সফ্টওয়্যার সেই ক্লিক বা বিক্রি প্রভৃতির পুরো তথ্য অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টে রেকর্ড করে। এবং কমিশন-এর পরিমাণ যখন পূর্ব নির্ধারিত সীমাতে পৌঁছায়, তখন সেই টাকা আপনি পেতে পারেন।

আপনার অ্যাফিলিয়েট কোড-এর সাহায্যে সফ্টওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটর  তার পুরো কাজের তথ্য ট্র্যাক করতে পারে।

অ্যাফিলিয়েট প্রোগ্রামে  থেকে কিভাবে টাকা পাওয়া যায়?

তবে আপনাকে কমিশন পাওয়ার জন্য সবসময় পণ্য বিক্রি করতে বা পরিষেবা বিক্রি করতে হবে তা কিন্তু নয়,  বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামের বিভিন্ন রকম কমিশন পাওয়ার শর্ত থাকে যেমন-

পে পার ক্লিক (PPC):- এই ক্ষেত্রে যদি পণ্যটি বিক্রি না হয় তবেও আপনি তবেও আপনি টাকা পেতে পারেন।  আপনার সাইট থেকে মার্চেন্টের ওয়েবসাইটে কত জন ভিজিটর রিডাইরেক্ট হল তার সংখ্যার উপর আপনার টাকা নির্ভর করে।

পে পার সেল (পিপিএস):- এই ক্ষেত্রে বিক্রি হলে পরে মার্চেন্টর  আপনাকে বিক্রয় মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ দেয়। এই টাকা আপনাকে নির্দিষ্ট দিনে বা সঙ্গে সঙ্গে , সাপ্তাহিক, মাসিক বা ত্রৈমাসিকভাবে দেওয়া হয়।

পে পার লিড (পিপিএল) :- এই ক্ষেত্রে একবার ভিজিটর মার্চেন্ট সাইটে তাদের Communication এর তথ্য  যেমন – ইমেল,ফোন নম্বর ইত্যাদি প্রদান করলে, আপনি তার জন্য সঙ্গে সঙ্গে টাকা পেতে পারেন।

অ্যাফিলিয়েট প্রোগ্রামে  কমিশন কত থাকে ?

অ্যাফিলিয়েট প্রোগ্রামে কমিশন fixed থাকে না বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে বিভিন্ন রকমের কমিশন পাওয়া যায়। তাই আপনাকে আলাদা আলাদা অ্যাফিলিয়েট প্রোগ্রামে ওয়েবসাইটে গিয়ে তা দেখতে হবে। তবে Web hosting, হোটেল বুকিং, Tour package ইত্যাদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে কমিশন খুব বেশী থাকে।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কি কি দরকার ?

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য  সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি ওয়েবসাইট থাকা দরকার , তবে এমন নয় যে ওয়েবসাইট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং  করতে পারবেন না। আপনি বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ফেসবুক, whatsapp, Telegram ইত্যাদি অ্যাপ থেকে ও আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিঙ্ক করতে পারেন। যাতে এর বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া তে  দেখা যায় এবং আপনি এটি প্রচার করে কমিশন পেতে পারেন।

কিছু সেরা অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম/ অ্যাফিলিয়েট ওয়েবসাইট

অ্যামাজন অ্যাফিলিয়েট:-

এটি বিশ্বের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট এবং আমাদের দেশের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে পছন্দের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম । এখান থেকে অনেক বেশী কমিশন ,  গ্রাহকদের ও  Transfer rate খুব বেশী হয়। এখান থেকে আপনি  একটি অ্যাফিলিয়েট কমিশন হিসাবে 12% পর্যন্ত ও আয় করতে পারেন। আপনি এই অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য নিশ্চিন্তে সাইন আপ করতে পারেন।

MakeMyTrip অ্যাফিলিয়েট:-

মেকমাইট্রিপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম হল একটি ভ্রমণ-কেন্দ্রিক অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনার যদি ভ্রমণ-কেন্দ্রিক কোন ওয়েবসাইট থাকে তবে এই ধরনের প্রোগ্রাম মাধ্যমে আপনি খুব শহজেই আয় বাড়াতে পারেন। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে কমিশন রেট খুব বেশী থাকে। ভ্রমণ শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা খুব ভাল, কারন এখানে প্রতিযোগিতা খুবই কম থাকে।

হোস্টগেটর অ্যাফিলিয়েট:-

হোস্টগেটর একটি খুব বড় ওয়েব হোস্টিং কোম্পানি, এবং এটি ভারত , বাংলাদেশ অ্যাফিলিয়েটদের জন্য একটি খুব ভাল একটি অ্যাফিলিয়েট  প্রোগ্রাম। ওয়েব ডিজাইন এবং হোস্টিং পরিষেবাগুলির সাথে  যারা যুক্ত তারা এই হোস্টগেটর  বা এই ধরনের অ্যাফিলিয়েট  প্রোগ্রামে যুক্ত  হতে পারবেন। এক্ষেত্রে কমিশন রেট বাকি অ্যাফিলিয়েট  প্রোগ্রাম এর থেকে অনেক বেশী থাকে।

ছাত্ররা গুগল থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারেন? ২০২২ 

FAQ

Q. মোবাইল দিয়ে কি অ্যাফিলিয়েট   মার্কেটিং করা যায় ?

Ans. মোবাইল দিয়েও অ্যাফিলিয়েট   মার্কেটিং করা সম্ভব, যেমন ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি থেকে খুব সহজেই অ্যাফিলিয়েট   মার্কেটিং করতে পারেন।

Q. অ্যাফিলিয়েট প্রোগ্রামে  কমিশন কত থাকে ?

Ans. -অ্যাফিলিয়েট প্রোগ্রামে কমিশন fixed থাকে না বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে বিভিন্ন রকমের কমিশন পাওয়া যায়। তাই আপনাকে আলাদা আলাদা অ্যাফিলিয়েট প্রোগ্রামে ওয়েবসাইটে গিয়ে তা দেখতে হবে। তবে Web hosting, হোটেল বুকিং, Tour package ইত্যাদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে কমিশন খুব বেশী থাকে।

Q. ফেসবুক অ্যাফিলিয়েট   মার্কেটিং কি ?

Ans. – ফেসবুক এর মাধ্যমে অ্যাফিলিয়েট   মার্কেটিং করা যায় । ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইত্যাদির মাধ্যমে অ্যাফিলিয়েট   মার্কেটিং করা যায় ।

Summary
অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? 2022 | What is Affiliate Marketing and how to make money from affiliate marketing?
Article Name
অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? 2022 | What is Affiliate Marketing and how to make money from affiliate marketing?
Description
“অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায়? ” আজকের এই নিবন্ধে আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং  অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান তবে এই নিবন্ধ শেষ পর্যন্ত পড়বেন। আমি এই নিবন্ধে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ জানাব।
Author
Publisher Name
businessinbangla
Publisher Logo
শেয়ার করুন -

Leave a Reply