গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? | How to make money from Google Adsense in Bengali?

You are currently viewing গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? | How to make money from Google Adsense in Bengali?

Table of Contents

গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? (How to make money from Google Adsense in Bengali?)

“ গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? ”  আজকের এই নিবন্ধে আমি আপনাদের কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। আপনি যদি গুগুলের এই  এডসেন্স থেকে টাকা আয় করতে চান তবে আপনি আমার এই নিবন্ধ পুরোটা পড়বেন । এবং আমি নিশ্চিত আপনি পুরো বিষয়টা জানতে পারবনে । আমি নিজে বেশ কয়েকটা এডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কাজ করি।

আজকের দিনে অনলাইনে টাকা রোজগারের অনেকগুলো রাস্তা আছে, এদের ভেতর গুগল এডসেন্সও হল অন্যতম। আমরা সবাই কম বেশি গুগল সম্পর্কে জানি গুগুল হল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। আমরা প্রতিদিন গুগুলের অনেকগুলো  প্রোডাক্ট যেমন  গুগল ডক্স, গুগল ড্রাইভ, জিমেল ব্যবহার করি। গুগল এডসেন্স হল গুগলের একটি প্রোডাক্ট, এটাকে আপনি গুগুলের অ্যাডভারটাইজমেন্ট নেটওয়ার্ক হিসাবে ভাবতে পারেন। এখানে ছোট বা বড়  ওয়েবসাইট বা অ্যাপ এর মালিকরা গুগুল এড নেটওয়ার্ক কে ব্যবহার করে অনেক টাকা আয় করতে পারে।

আজ পুরো দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ ইউটিউব চ্যানেল তৈরি করে, ওয়েব সাইট তৈরি করে অ্যাপস তৈরি করে গুগল এডসেন্সের সাহায্যে প্রচুর টাকা উপার্জন করে, এবং আপনি ও চাইলে অনলাইনে বিভিন্ন কাজের মাধ্যমে আপনার বাড়িতে বসে কয়েক লাখ টাকা আয় করতে পারেন, এবন সেখানে গুগল এডসেন্স আপনাকে ভীষণ ভাবে সাহাজ্য করবে। আজকে এই লেখাটিতে আমরা আপনাকে গুগল এডসেনস কি এবং কি পদ্ধতিতে আপনি গুগল অ্যাডসেন্স থেকে টাকা পেতে পারেন তা ধাপে ধাপে বলব।

গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে?

গুগল অ্যাডসেন্স কি? (What is Google AdSense in Bengali?)

গুগল অ্যাডসেন্স  হল গুগলের একটি এড নেটওয়ার্ক বা বিজনাপন দেওয়ার ব্যবস্থা , এটি গুগল ২০০৩ সালে চালু করেছিল। এই ব্যাবস্থার মাধ্যমে যে কেউ টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে ইউটিউব এবং ব্লগে বা অ্যাপসে  বিজ্ঞাপন দিতে পারে। এবং এর জন্য পাবলিশার টাকা পায়। ব্লগার ও ইউটিউবাররা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অনেক আয় করেন। আপনাকে ইউটিউব চ্যানেল বা ব্লগ তৈরি করার পর গুগলের কাছে অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে হয়, এবং আপনার চ্যানেল বা ওয়েবসাইট Google Adsense  approved হয়ে গেলে , গুগল অ্যাডসেন্স  আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখায়, এবং বিজ্ঞাপন দাতার দেওয়া টাকা থেকে গুগল আপনাকে একটা কমিশন দেয়। তবে এই কমিশনের জন্য গুগল –এর বেশ কিছু নিয়ম বিধি আছে।

গুগল অ্যাডসেন্স অনুমোদন কিভাবে পাবেন? (How to get Google AdSense approval in Bengali?)

গুগল অ্যাডসেন্স অনুমোদন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম আছে। ওয়েবসাইট বা ইউটিউব উভয়ই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় করে তবে গুগল অ্যাডসেন্স অনুমোদনের জন্য আলাদা আলাদা নিয়ম আছে।

ইউটিউবে গুগল অ্যাডসেন্স থেকে অনুমোদন পাওয়ার জন্য যেকোনো ইউটিউব চ্যানেল কে ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে ।

এবং ইউটিউব চ্যানেল যেন  ভিউয়ারদের দ্বারা ৪০০০ ঘন্টা বা তার বেশি দেখা হয়।

এই ২ তি শর্ত পুরন হলে আপনার  ইউটিউব চ্যানেল গুগল অ্যাডসেন্সের অনুমোদন পেয়ে যাবে।

তবে ওয়েবসাইটের খেত্রে এই নিয়মটি বেশ আলাদা।

আপনি ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আপনাকে আপনার ওয়েবসাইটে বেশ কিছু ভাল পোস্ট বা আর্টিকেল লিখতে হবে। এবং আস্তে আস্তে আপনার ব্লগে সাধারন ভিউইয়াররা আসা শুরু করবে, এবং যখন আপনার ব্লগ ভাল সংখ্যক ভিউ পেতে শুরু করবে তখন আপনি ওয়েবসাইটটি জন্য  গুগল অ্যাডসেন্সের আবেদন করতে পারেন। এর পর গুগল আপনার ওয়েবসাইট টি পর্যালোচনা করে আপনাকে অ্যাডসেন্সের অনুমোদন দেন। অ্যাডসেন্সের অনুমোদন পেয়ে গেলে  আপনার ব্লগে গুগল থেকে বিজ্ঞাপন পেতে শুরু করেন এবং এভাবে এখান থেকে ইনকাম আসতে শুরু করে।তবে গুগল অ্যাডসেন্সের পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম কানুন (google adsense policy আছে ।

গুগল এডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? (How to open a Google AdSense account in Bengali?)

গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে?
  • গুগল আই ডি তে এডসেন্স অ্যাকাউন্ট
  • এরপর get started  ট্যাবে ক্লিক করুন।

    এখন আপনাকে আপনি যে  গুগল আই ডি তে এডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান সেই জিমেল দিয়ে লগইন করুন।

    এবার আপনাকে আপনার ওয়েবসাইট ও দেশ সম্পর্কে তথ্য(Country/Territory) দেবেন ও তার পর adsense  এর Terms and Condition কে Accept করবেন তার পর  “Start using Adsense” এ ক্লিক করুন।

    গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে?
    এডসেন্স অ্যাকাউন্ট

    এখন আপনার এডসেন্স অ্যাকাউন্ট তৈরি ।

    ব্লগিং করে গুগল এডসেন্স থেকে টাকা কিভাবে আয় করবেন? (How to make money from Google Adsense by blogging in Bengali?)

    এখন আমরা জেনে নি কিভাবে ব্লগিং করে গুগল এডসেন্স থেকে টাকা কিভাবে আয় করবেন।

    ব্লগিং করে গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে প্রথমে আপনাকে নিজের ওয়েবসাইট তৈরি করতে হবে।

    ওয়েবসাইট তৈরি কারার জন্য আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে।

    ইন্টারনেটে প্রচুর ডোমেইন এবং হোস্টিং বিক্রি করার কোম্পানি আছে, আপনি তাদের ওয়েবসাইট থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন। ইন্টারনেটে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য খুব বেশি খরচা ও হয় না।

    ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনাকে ওয়েবসাইট তৈরি করে নিতে হবে।

    এবং আপনার ওয়েবসাইটে বেশ কিছু ভাল পোস্ট বা আর্টিকেল লিখতে হবে।

    আপনি যেকোনো ভালো বিষয়ের উপর কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারেন।

    কিছু দিন পর আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে ভিউয়ার আসতে শুরু করেছে।

    আপনার ব্লগে বা ওয়েবসাইটে ভাল ভিউ পেতে শুরু করলে, আপনি গুগল অ্যাডসেন্স থেকে অনুমোদনের জন্য আবেদন করতে পারেন।

    কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনার ব্লগে ভাল ট্রাফিক থাকলে তবেই আপনি  Google Adsense-এর  অনুমোদন পাবেন। এছাড়া আপনার কন্টেন্ট যেন  অন্য কোন ব্লগ থেকে কপি করা না হয় । এবং আপনাকে নিয়মিত কন্টেন্ট লিখে যেতে হবে। কারণ অ্যাডসেন্স অনুমোদনের আগে গুগল আপনাকে ব্লগ চেক করে এবং যদি আপনার ব্লগের কোনো কন্টেন্টে কপি পেস্ট হয় তাহলে আপনার ব্লগকে  Adsense অনুমোদন দেবে না।

    তবে আপনি চাইলে যেকোনো কন্টেন্ট রাইটার কে ভাড়া করে আপনি SEO ফ্রেন্ডলি কন্টেন্ট লিখিয়ে নিতে পারেন। কারন গুগল সার্চ ইঞ্জিনে আপনার পোস্ট প্রথমের দিকে আনতে হলে আপনাকে SEO ফ্রেন্ডলি কন্টেন্ট  লিখতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কন্টেন্ট রাইটার পেয়ে যাবেন, খুব কম খরচে SEO ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে দেবেন। আপনার ব্লগ গুগলের মতো সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক করলে  আপনার ব্লগে আরও বেশি ভিউ আসবে।

    সসর্বদা মনে রাখতে হবে আপনার কন্টেন্ট-এর মান যেন ভালো এবং পাঠযোগ্য হয়। আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে আপনি আড়ও ট্রাফিক আনতে পারেন।

    এইভাবে আপনি যখন আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স দ্বারা অনুমোদিত পেয়ে যাবেন, তখন আপনার ব্লগে বিজ্ঞাপন আসতে শুরু করে এবং গুগল আপনাকে সেই বিজ্ঞাপনের জন্য কিছুটা আপনাকে দেয়।  এইভাবে আপনি  আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাডসেন্স মাধ্যমে টাকারজগার করতে পারবেন।

    ভিডিও দেখে টাকা ইনকামের ১০টি মোবাইল অ্যাপ-২০২২

    ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স-এর মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করবেন? (How To Make Money From YouTube With Google Adsense in Bengali?)

    ইউটিউব থেকে টাকা আয় করতে হলে আপনাকে গুগল অ্যাডসেন্স-এর অনুমোদন পেতে হবে। কেননা ইউটিউব গুগলের প্রডাক্ট এখানে আপনি নিজে থেকে এড চালাতে পারবেন না।তাই ইউটিউবে আয়ের একমাত্র উৎস হল গুগল অ্যাডসেন্স। আমরা যে ইউটিউবে ভিডিও দেখার সংগে বিজ্ঞাপনগুলি দেখি সেগুলো সমস্ত গুগল অ্যাডসেন্সের অনুমোদনের পরে গুগল থেকে দেখানো বিজ্ঞাপন। এবং এই সমস্ত বিজ্ঞাপনের জন্য আমরা গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাই।

     ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা উপার্জন করতে হলে প্রথমে আপনাকে নিজের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে।

    ইউটিউব চ্যানেল তৈরি করা খুব শহজ চ্যানেল বানাতে কোন টাকা লাগে না।

    আপনি যদি ইউটিউবে চ্যানেল তৈরি করতে না জানেন তবে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন “How to Create Youtube channel” এবং আপনি প্রচুর ভিডিও দেখতে পাবেন। এবং খুব সহজেই সেই সম্পর্কিত বিষয়গুল জেনে যাবেন।

    যখন আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে প্রতিদিন আপনার চ্যানেলে ভিডিও পোস্ট করতে হবে । এতে আপনি দ্রুত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা দেখার সময় সম্পূর্ণ করতে পারবেন।

    তবে এটা আপনাকে সব সময়  খেয়াল রাখতে হবে। আপনার YouTube চ্যানেলেএর ভিডিওতে  যেন কপিরাইটযুক্ত কোন কন্টেন্ট না থাকে৷ এই কারনে গুগল অ্যাডসেন্স থেকে অনুমোদন পাওয়া যায় না।

    যেহেতু ইউটিউবে অ্যাডসেন্স এর জন্য সাবস্ক্রাইবার একটা ব্যাপার থাকে তাই আপনাকে আপনার চ্যানেলে আসা সমস্ত লোকদের সাবস্ক্রাইব করানোর চেষ্টা করাতে হবে, তবেই আপনার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়বে। তবে এটাও হয় যে  অনেকে সাবস্ক্রাইব বোতামটি সম্পর্কে জানেন না । তাও আপনি আপনার দর্শকদের ভিডিও এর মাধ্যমে অনুরোধ করতে পারেন যে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করার জন্য।

    এইভাবে যখন  চ্যানেলের সাবস্ক্রাইবার 1000 এবং 4000 ঘন্টা ওয়াচটাইম হয়ে যাবে, তখন আপনি আপনার YouTube চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারেন। আপনার চ্যানেল Google Adsense দ্বারা অনুমোদন পেয়ে যাবে। এবং এর পর আপনার চ্যানেলে বিজ্ঞাপন আসতে শুরু করে দেবে এবং আপনার টাকা ইনকাম শুরু হয়ে যাবে।

    অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে 2022?

    গুগল অ্যাডসেন্স কিভাবে আমাদের টাকা দেয়? (How does Google AdSense pay us in Bengali?)

    আমাদের সাবার মনে প্রশ্ন আসতে পারে যে গুগল অ্যাডসেন্স কিভাবে আমাদের টাকা দেয় বা গুগল অ্যাডসেন্স কেন আমাদের টাকা দেয়। আমরা আমাদের ওয়েবসাইটে ভিউ পেলে  গুগল অ্যাডসেন্সের কি লাভ কী?  আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। গুগল অ্যাডসেন্স আমাদের কে শুধুমাত্র ভিজিটর ভিজিট করার জন্য টাকা দেয় না। যখন আমাদের ওয়েবসাইট বা ইউটিউব-এ কোন বিজ্ঞাপন দেখানো হয় তখন আপনার ওয়েবসাইট বা ইউটিউব-এর কোন ভিজিটর জদি দেখানো বিজ্ঞাপনগুলিতে ক্লিক করেন, তবে সেই অনুপাতে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপনদাতার কাছ থেকে টাকা কেটে তার একটা পারসেন্তেজ (%) আমাদের কে দেয়।

    তাই আপনার ওয়েবসাইট বা ইউটিউব-এ যত বেশি ভিজিটর আসবে সাধারনভাবে বিজ্ঞাপনটিতে ক্লিক বেশি হবে এবং  আপনি তত বেশি আয় করবেন।

    এবং পরিসংখ্যান অনুযায়ী বেশিরভাগ ভিজিটরই আপনার ব্লগে খুব কমই বিজ্ঞাপনটিতে ক্লিক করবেন। এখানে Google Adsense আমাদেরকে CPC বা click per cost  এর ভিত্তিতে টাকা দেয়। গুগল অ্যাডসেন্স পাবলিশার কে  70 শতাংশ দেয় এবং সে তার 30 শতাংশ নেয়।

    তবে এই CPC এর মুল্য বেশ কিছু শর্তের উপর নির্ভর করে। যেমন বেশ কিছু বিষয়ের উপর যদি আপনার ইউটিউব বা ব্লগ হয় যেমন ফিনান্স, ইনসরেন্স, টেকনোলোজি এই সমস্ত বিষয় থেকে ভাল টাকা পাওয়া যায়।

    amazon এ নিজের ব্যবসা শুরু করবেন কিভাবে 2022? |

    গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য নিচের বিষয়গুলো মাথায় রাখুন। ( Impotent things to make money from Google Adsense in Bengali)

    •  গুগল অ্যাডসেন্স এর জন্য গুগলের কিছু নিয়ম আছে। সেক্ষেত্রে আপনাকে গুগল অ্যাডসেন্স এর নিয়ম গুলি ভাল করে জেনে নিতে হবে। নাহলে অনুমোদন পাওয়ার পরও গুগল অনুমোদন কে বন্ধ করে দিতে পারে। এবং আপনার Google Adsense অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
    • এটা মনে রাখতে হবে জিমেইল অ্যাকাউন্ট  ছাড়া গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।
    • আপনার কন্টেন্ট যেন অন্য কোন কন্টেন্ট থেকে কপি না করা হয়। অন্যথায় আপনি গুগল অ্যাডসেন্স থেকে অনুমোদন না ও পেতে পারেন। এর জন্য সবসময় ইউনিক কন্টেন্ট পোস্ট করবেন।
    • একটা বিষয় খুব বেশি করে মাথায় রাখতে হবে।  গুগল অ্যাডসেন্স অনুমোদন নেওয়ার সময় আপনি আপনার বাড়ির অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে। কারণ যখনই আপনার উপার্জন $10 হবে, তখন গুগল যাচাইয়ের জন্য আপনার বাড়িতে একটি পিন নং পাঠায়।
    • এবং আরও একটা কথা মাথায় রাখতে হবে। গুগল অ্যাডসেন্স তৈরি করার সময় দেশের নাম ও সঠিক ভাবে লিখতে হবে। না হলে যে দেশের নাম দেবেন সেই দেশের কারেন্সি অনুযায়ী টাকা পাবেন এবং আপনি যে দেশের নাম দিয়েছেন সেই দেশের ব্যাঙ্কে টাকা কে ট্রান্সফার করতে হবে।
    • এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর ব্যপারে বলি, গুগল অ্যাডসেন্স এর নিয়ম অনুযায়ী আপনি যখন গুগল অ্যাডসেন্স থেকে $100 আয় করেন, তখন আপনি আপনার পেমেন্ট আপনার নিজের ব্যাঙ্ক-এর  অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ চাওয়া হয়,আপনাকে আপনার ব্যাঙ্কের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে এবং আপনার ব্যাঙ্কের SWIFT কোড ফর্মে ফিল করতে হবে। অনেকেই SWIFT তা রাখেন না । তাই আপনাকে আপনার ব্যাঙ্কের কাছ থেকে SWIFT কোড জেনে নিতে হবে। SWIFT কোড আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়।
    •  Google Adsense দ্বারা অনুমোদিত হওয়ার পরে,আপনি কোন সময়ই আপনার ব্লগে দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করবেন না। এটাকে গুগল অবৈধ ক্লিক হিসাবে বিবেচনা করে। এক্ষেত্রে আপনার উপার্জনও প্রভাবিত হতে পারে।
    • 18 বছরের নিচে কোন ব্যাক্তি Google Adsense অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না।

    ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন 2022?

    Q. কবে থেকে গুগল অ্যাডসেন্স চালু হয়েছে ?

    Ans.- 18 জুন 2003 সালে গুগল অ্যাডসেন্স চালু হয়েছিল.

    Q. গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা পাবেন ?

    Ans. গুগল অ্যাডসেন্স থেকে ব্যাঙ্ক ইলেকট্রনিক ট্রান্সফরমার-এর দ্বারা টাকা দেয়। আপনি যে দেশেই থাকুন আপনার ব্যাঙ্কে আন্তর্জাতিক ব্যাঙ্ক ট্রান্সফার -এর  মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে।

    Q. গুগল কত তারিখে অর্থ প্রদান করে?

    Ans.- প্রতি মাসের 21 তারিখে Google Adsense টাকা দিয়ে দেয়।

    Q. ন্যূনতম কত পেমেন্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন?

    Ans. – Google Adsense অ্যাকাউন্টে $100 হয়ে গেলে  আপনি এটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন।

    Summary
    গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? | How to make money from Google Adsense in Bengali?
    Article Name
    গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? | How to make money from Google Adsense in Bengali?
    Description
    “ গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন  কিভাবে? ”  আজকের এই নিবন্ধে আমি আপনাদের কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। আপনি যদি গুগুলের এই  এডসেন্স থেকে টাকা আয় করতে চান তবে আপনি আমার এই নিবন্ধ পুরোটা পড়বেন । এবং আমি নিশ্চিত আপনি পুরো বিষয়টা জানতে পারবনে । আমি নিজে বেশ কয়েকটা এডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কাজ করি।
    Author
    Publisher Name
    businessinbangla
    Publisher Logo
    শেয়ার করুন -

    Leave a Reply