এই মুসলিম দম্পতি ভারতের বিখ্যাত মন্দিরের উন্নতিক্লপে ১কোটি টাকা দান করে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন, জেনে নিন কারা এই দম্পতি

You are currently viewing এই মুসলিম দম্পতি ভারতের বিখ্যাত মন্দিরের উন্নতিক্লপে ১কোটি টাকা দান করে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন, জেনে নিন কারা এই দম্পতি

ভারত যে সম্প্রীতির দেশ এখানে সমস্ত জাতি একসঙ্গে মিলে মিশে এক হয়ে থাকে তার আবার একটা অনেক বড় প্রমান পাওয়া গেল তিরুপতি মন্দিরে । এবার জেনে আসলে কি ঘটেছে ।

ভারতের তিরুপতি মন্দিরে এক কোটি টাকা দান করলেন এক মুসলিম দম্পতি। জানা গিয়েছে সাবিনা বানু ও আবদুল ঘনি নামের ওই স্বামী-স্ত্রী মন্দিরের পাশে নবনির্মিত পদ্মাবতী রেস্টহাউসের আসবাব ও বাসনকোসন বাবদ ৮৭ লাখ টাকা দিয়েছেন।

শুধু এখানেই তারা থেমে থাকেন নি , এর পাশাপাশি মন্দিরের এসভি আন্না প্রসাদম ট্রাস্টের জন্য ১৫ লাখ রুপির ডিমান্ড ড্রাফটও দিয়েছেন তারা। সব মিলিয়ে ১ কোটি ২ লাখ রুপির চেক তারা তুলে দিয়েছেন মন্দিরের কর্মকর্তাদের হাতে।

আমরা সবাই জানি তিরুপতির তিরুমালা পর্বতের উপরে অবস্থিত এই তিরুপতির মন্দির অবস্থিত। এখানে অধিষ্ঠিত বিষ্ণু, শ্রীভেঙ্কটেশ্বরের রূপে। ভারতে এর পরিচিতি বালাজি অথবা তিরুপতি মন্দির নামে। এখানে প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয়। এই মন্দির বিশ্বের সবচেয়ে ধনী ম্ইন্দির হিসাবে পরিচিত , মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানম। মুসলিম দম্পতি এই সংস্থাকেই এই টাকা অনুদান দিয়েছেন ।

আন্না প্রসাদম ট্রাস্টের উদ্যোগেই মন্দিরে আগত প্রতিদিন দর্শনার্থীদের বিনামূল্যে খাওয়ানো হয় । যে ১৫ লাখ টাকা দেওয়া হলো তা খরচ হবে ওই ট্রাস্টে।

সত্যিই এই মুসলিম দম্পতি কে আমাদের সেলামের যোগ্য। এদের এই চিন্তা ধারা আমাদের সম্প্রীতিকে আরও শক্ত করবে।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন। ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply