নতুন Health প্রকল্প:সমস্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন,চিকিৎসা খরচ দেবে সরকার

You are currently viewing নতুন Health প্রকল্প:সমস্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন,চিকিৎসা খরচ দেবে সরকার

কেন্দ্রিয় সরকার (PMJAY) ভাল চিকিৎসা পরিষেবা এবং রোগীর হয়রানী কম করার জন্য সরকারী স্বাস্থ্য প্রকল্পের নিয়মে কিছু বদল করতে চলেছে । আপনি হয়ত জানবেন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের চিকিৎসা পরিষেবা প্রকল্পে আয়ুষ্মান ভারত কার্ডের সূচনা করা হয়। এই কার্ডের মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার তবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাওয়ার জন্য কিছু নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়ে ছিল।

তবে প্রকল্প চালু করার পরেও আয়ুষ্মান ভারত কার্ডের প্রক্লপকে বেশ কিছু রাজ্য নেয়নি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন স্বাস্থ্যসাথী স্বাস্থ্য প্রকল্প রয়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের রাজ্য স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ডের সূচনা করা করেছে। তবে এই কার্ডের মাধ্যমে সমস্ত প্রাইভেট হাস্পাতালে চিকিৎসা করতে আনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই PMJAY কার্ডে সমস্ত হাসপাতাল থেকে বিনা মুল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এবার কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত কার্ডের বদলে আয়ুষ্মান কার্ডের (Ayusman Card Health Scheme) সূচনা করতে চলেছে। এই কার্ডে কেন্দ্র (PMJAY) এবং রাজ্য, দুই সরকারের লোগো (Logo) থাকবে। উভয় সরকারের স্বাস্থ্য প্রকল্পকেই একত্রীকরণ করা হবে।
তবে সুখবর 31 টি রাজ্য এই প্রকল্পে সামিল হয়েছে। তবে এখনও পর্যন্ত বেশ কিছু রাজ্য এই প্রকল্প গ্রহণ করেনি।

পশ্চিমবঙ্গ, দিল্লি এবং ওড়িশা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প কে নেয়নি । পাশাপাশি তামিলনাড়ু এবং তেলেঙ্গানা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ড (PMJAY) প্রকল্পে যোগ দেয় নি। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত কার্ডের বদলে যে আয়ুষ্মান কার্ড আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার কাজ জোরকদমে শুরু হয়েছে। আর তা গ্রহন করতে পারে পশ্চিমবঙ্গ।

PMJAY Health Scheme এবং রাজ্য দুই সরকারেরই লোগো রাখার জন্য সমান জায়গা বরাদ্দ করা হয়েছে এই কার্ডে। ইংরেজি এবং স্থানীয় ভাষায় আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে।তথ্য অনুযায়ী, 17 ই আগস্ট পর্যন্ত 18.82 কোটি মানুষের ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং 14.12 কোটি মানুষের আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গেছে আয়ুষ্মান ভারত কার্ডের বদল ঘটিয়ে আয়ুষ্মান কার্ড তৈরি করে যেখানে সমস্ত স্বাস্থ্য প্রকল্প একত্রীকরণ করা হবে।

যদি আমাদের এই লেখা ভাল লাগে বা আপনার কোন কাজে তবে অবশ্যই ফেসবুকে লাইক দেবেন, ও অন্য কে শেয়ার করবেন।

শেয়ার করুন -

Leave a Reply