Online Mobile Recharge Offer:
প্রতিটি টেলিকম সংস্থা নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মারাত্মক রকমের প্রতিজগিতা করছে। সবাই চায় নিজেদের গ্রাহক কে রাখতে এবনে এটাই এখন টেলিকম অপারেটরদের মূল লড়াই।তাই ভারতের বড় বড় টেলিকম সংস্থা BSNL, Jio, AirTel, VI এর মতো প্রতিটি অপারেটরের নানা ভাবে গ্রাহকদের প্রভাবিত করার জন্য নান প্রতিযোগিতা শুরু করেছে।
সবাই চাইছে নিজেদের গ্রাহক কে সবচেয়ে বেশি সুজগ সুবিধা দেওয়া। এবং এই সময় সমস্ত সংস্থাই চাইছে কে কতটা কম দামে কত বেশি পরিমাণে ইন্টারনেট ডেটা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারে। তাই প্রায় নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং অফার দিচ্ছে নানা সংস্থা (New online Mobile Recharge Offer) ।
তবে বাজারে New Online Mobile Recharge Internet Data সস্তার প্রতিযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে Jio । কিন্তু বাকি টেলিকম অপারেটররা সস্তায় ইন্টারনেট ডেটা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেশি পিছিয়ে নেই। VI, Airtel, BSNL এই সমস্ত সংস্থাও নতুন নতুন অফার নিয়ে আসছে। এবং ভীষণ একটা লড়াই শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবাই কে চমকে দিয়ে BSNL New Online Mobile Recharge এক দারুন অফার নিয়ে এসেছে।
BSNL এর এই প্ল্যান (Online Mobile Recharge Offer) গ্রাহকদের অত্যন্ত সস্তায় দীর্ঘমেয়াদী প্ল্যান দিচ্ছে। এবং সবাই আশা করছে যে এই প্ল্যান খুব তাড়াতাড়ি গ্রাহকদের মন কে জয় করে নেবে। এই BSNL তার ব্যবসা কে বারিয়ে নিতে পারেবে।
দেশের একমাত্র সরকারি টেলিকম অপারেটর বিএসএনএল (BSNL), এই প্ল্যান গ্রাহকদের কাছে গ্রহণ যোগ্যতা অনেক বেশি। BSNL এক এই প্ল্যান টি দীর্ঘমেয়াদী এই প্ল্যান টি ৬ মাস বা ১৮০ দিনের জন্য।
BSNL Online Mobile Recharge এর এই নতুন প্ল্যান নিতে আপনাকে ৪০০ টাকা ও খরচ করতে হবে না। এই প্ল্যানের জন্য মাত্র ৩৯৭ টাকা খরচ করলেই ১৮০ দিনের BSNL এর এই নতুন রিচার্জ প্ল্যান ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
জা হিসাব করে দেখলে প্রতিদিন মাত্র ২ টাকার কাছাকাছি খরচ । এবং এই ২ তাকায় BSNL যে অফার দিচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য ।
এখন দেখে নেওয়া যাক এই প্ল্যানে কি কি সুবিধা পাবেন –
BSNL Online Mobile Recharge Offer:
BSNL-এর এই Recharge Plan-এ মাত্র ২ তাকায় – দৈনিক 2GB Internet Data পাবেন গ্রাহকরা। এছারা এর সঙ্গে থাকছে Unlimited Calling এর সুযোগ ।
এই প্ল্যানে আরও একটি বড় সুজগ আছে ইন্টারনেট ডেটার সময়সীমা পার হয়ে গেলেও বা শেষ হয়ে গেলে ইন্টারনেট পুরপুরি বন্ধ হয়ে যাবে না। সেক্ষেত্রে স্পিড কমে গিয়ে 40 Kbps হবে। যদিও BSNL তাদের 4G এখনও সব জায়গায় চালু করেনি, তবে চলতি বছরেই এই সুবিধা চালু হয়ে যাবে। এবং এই প্ল্যান ভারতের সবচেয়ে সস্তার প্ল্যান বলে সবাই মনে করছে।
BSNL এর এই প্ল্যান দীর্ঘ মেয়াদি প্ল্যান হিসাবে চালু হচ্ছে। বিএসএনএলের এই প্ল্যান মাত্র ৩৯৭ টাকায় আপনি ১৮০ দিনের জন্য রিচার্জ করে নিতে পারবেন। তবে এই Plan এ BSNL কোনো অ্যাপের সাবস্ক্রিপশন দিচ্ছে না। গ্রাহকেরা OTT Platform-এর Subscription পাবেন না। কিন্তু এত কম টাকায় এই অফার অন্য কোনও কোম্পানী এই মুহুর্তে দিচ্ছে না।