মাত্র ১০ হাজার টাকা দুই MBA পাশ বন্ধুর ব্যবসা শুরু, অভিনব আইডিয়ার জেরে আজ কোটিপতি

You are currently viewing মাত্র ১০ হাজার টাকা দুই MBA পাশ বন্ধুর ব্যবসা শুরু,  অভিনব আইডিয়ার জেরে আজ কোটিপতি

আমরা অনেকেই নিজের ব্যবসা শুরু করতে চাই, কিন্ত সঠিক Business Idea – এর অভাবে আমারা সঠিক ব্যবসা শুরু করতে পারি না। আনেক সময় আমরা ব্যবসায় বিনিয়োগ করতে ভয় পাই। কিন্তু আমাদের আশেপাশে অনেক সফল মানুষ আছেন যারা অনেক কম টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছেন এবং আজ প্রচুর টাকা ইনকাম করে সফল হয়েছেন। আজ আপনাদের কে এরকম একজনের কথা জানাব ।

কোনো লক্ষ্য স্থির করলে তা পূরণের জন্য থাকতে হয় আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা। ব্যবসার ক্ষেত্রে মূলধন গুরুত্বপূর্ণ হলেও সঠিক পরিকল্পনা থাকলে নূন্যতম পুঁজি নিয়ে শুরু করেও সাফল্যের শিখরে পৌঁছানো যায়। এবং আপনি যদি সঠিক লক্ষ নিয়ে এগোতে থাকেন তবে সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যাওয়া যায় । এবং এই কাজটি সঠিক ভাবে করেছেন তারাই প্রকৃত সফল মানুষ।

আজকের এই প্রতিবেদনেও এমনই দুজন মানুষের প্রসঙ্গ তুলে ধরতে চলেছি । এই দুই ব্যক্তি মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। আর আজ তাদের কোটি কোটি টাকার টার্নওভার। আজ তাদের কোম্পানি ‘ট্রিম ট্রিম স্টোর’ ( Trim Trim Store) নামে বহুল পরিচিত। না বন্ধুরা কথাটা কিন্তু মিথ্যা নয় আপনারা চাইলে গুগলে ‘ট্রিম ট্রিম স্টোর’ ( Trim Trim Store) এর অনেক তথ্য পেয়ে যাবেন ।

দুই বন্ধুর নাম দয়া আর্য এবং উপেন্দ্র যাদব। দুজনেই একসঙ্গে এমবিএ পড়েছেন। এমবিএ করার পর কোনো কোম্পানির দরজায় কড়া না নেড়ে নিজেদের ব্যবসা খোলার পরিকল্পনা করেন দয়া এবং উপেন্দ্র। আর সেইমতো লেগে পড়েন নিজেদের ব্যবসায়। দুজনেই ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগিয়ে অনলাইন টি-শার্ট বিক্রি করা শুরু করেন।

একটি সাক্ষাৎকারে দয়া জানান, মাত্র ১০-১২ হাজার টাকা নিয়ে মাঠে নেমেছিলেন তারা। কিন্তু বাজারে প্রতিদ্বন্দ্বী কম ছিল না, তাই বাজারে টিকে থাকতে হলে বাকিদের চেয়ে আলাদা কিছু করতে হবে। তাই বর্তমান দিনের ফ্যাশন ট্রেন্ড ফলো করতে শুরু করেন তারা। এবং মানুষের চাহিদা অনুযায়ী টি শার্ট প্রিন্ট করাতে শুরু করেন, যা এক কথায় প্রিন্ট অন ডিমান্ড নামে পরিচিত।

এখন জেনে নি কি সেই প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেল –

এই ভিন্ন ঘরানার ব্যবসায়িক মডেল সম্পর্কে বলতে গিয়ে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা দয়া আর্য জানান যে, “প্রিন্ট অন ডিমান্ড এমন একটি বিশেষ মডেল, যা যেকোনো যুবককে তাদের নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ দেয়। নিজেদের ব্যবসার পাশাপাশি, আমরা সেই সমস্ত নতুন ব্যাবসায়িদের সাহায্য করি যারা অনলাইনে টিশার্ট বিক্রি করতে চান এবং অর্থের অভাবে কাজ বাড়াতে পারছেন না”।

আসলে এই কোম্পানির কাজ টি-শার্টের মকআপ প্রস্তুত করা এবং সেগুলি প্রিন্ট করা। টি-শার্টও তখনই প্রস্তুত হয় যখন এর চাহিদা থাকে। এই মডেলে, আগে থেকে কিছু প্রস্তুত রাখার প্রয়োজন নেই, গ্রাহকের চাহিদার ভিত্তিতে অর্ডার প্রস্তত করা হয়। এরপর গ্রাহকদের পছন্দ অনুযায়ী প্রিন্টের মাধ্যমে তাদের পছন্দসই ডিজাইনের টি শার্ট তৈরি করা হয়। অর্থাৎ আপনি যেমন চাইবেন আপনার জন্য ঠিক তেমন টি-শার্ট প্রিন্ট করে দেবে ‘ট্রিম ট্রিম স্টোর’।

উপসংহার – আপনাদের যদি এই লেখা থেকে কিছুমাত্র লাভ হয় তবে তবে কমেন্ট করবেন। আমরা আরও নতুন নতুন সাফ্যলের গল্প আপনাদের সামনে তুলে ধরব।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

This Post Has One Comment

  1. MD Ariful islam

    How can improve & positive give me advice please.

Leave a Reply