ছাত্ররা গুগল থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারেন?(How can students earn money from Google in Bengali?)
“ছাত্ররা গুগল থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারেন?” আজকের এই নিবন্ধে ছাত্রদের টাকা ইনকামের কিছু সহজ উপায় বলব। ছাত্ররা গুগল থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারেন? সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।আপনি যদি পড়াশুনার সঙ্গে কিছু টাকা ইনকাম করতে চান তবে আজকের এই নিবন্ধ ভাল করে পড়বেন । আমার বিশ্বাস আপনি নিশ্চিত অনেক টাকা ইনকাম করতে পারবেন।
আজকের দিনে অনলাইন থেকে আমরা নানা উপায়ে টাকা ইনকাম করতে পারি। এবং আপনি যদি এই ওয়েবসাইট-এর আর্টিকেলগুলি পড়ে থাকেন তবে আপনি অনেকগুলি উপায় জেনেও গেছেন। আজকে আপনি Google থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন তা স্টেপ বাই স্টেপ বলছি।
আমারা যখনই কোন information এর দরকার পড়ে তখন আমরা সেই informationএর জন্য গুগল সার্চ করে নি। এবং গুগল থেকে সেই উত্তর ও পেয়ে যাই। কিন্তু আমরা কক্ষনও ভেবেছি যে গুগল এই উত্তর কোথা থেকে দেয় ? এই উত্তর Google বিভিন্ন কন্টেন্ট নির্মাতাদের কাছ থেকে এই উত্তর পায় এবং সেটা আমাদের কে দেখায়। কারন গুগল হল দুনিয়ার সবচেয়ে ব্র সার্চ ইঞ্জিন।
কখনও আমাদেরকে গুগল টেক্সট এর মাধ্যমে আবার কখনও ছবি বা ভিডিও-এর মাধ্যমে উত্তর দেখায়। আপনি ও এই সুযোগ নিতে পারেন। আপনি একজন কন্টেন্ট নির্মাতাদের বা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন। এর জন্য আপনাকে খুব সামান্য বা কোন অর্থ বিনিয়োগ করতে হয় না। ইন্তু একজন কন্টেন্ট নির্মাতা হয়ে আপনি গুগল থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন।
ছাত্ররা গুগল থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারেন?
Google থেকে টাকা ইনকাম করার প্রথম যে ২টি ধাপ হল তার মধ্যে একটি হল YouTube এবং অপরটি ব্লগিং। এই ২টি উপায়ে আপনি কোন বিনিয়োগ ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন যে এটা সত্যি নয়। কিন্তু আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তবে প্রচুর মানুষ YouTube এবং ব্লগিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করেন। এবং আমি আপনাদের কে বলছি এই ওয়েবসাইট থেকে আমি প্রতি মাসে বেশ কিছু টাকা ইনকাম করি।
এই দুই ধরনের উপায় ছাড়াও, আরও বেশ কিছু উপায় আছে যেগুলি থেকে আমরা গুগলের মাধ্যমে অনলাইন থেকে টাকা আয় করতে পারি।
বকি যেসমস্ত রাস্তা থেকে গুগল থেকে টাকা আয় করা যায় সেগুলোর মধ্যে ক্যাপচা সমাধানের ওয়েবসাইট, আর্টিকেল লেখার কাজ, ফ্রিল্যান্সিং, গুগল অ্যাডসেন্স, গুগল বিজ্ঞাপন, গুগল প্লে স্টোর এবং গুগল Opinion Rewards হল অন্যতম।
১। গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা আয় করবেন।
আমারা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা প্রায় সবাই গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানি। Google AdSense হল Google এর একটি প্রোগ্রাম যা ইন্টারনেটের দর্শকদের কাছে বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে গুগল টাকা উপার্জন করে। এবং এই উপায়ে টাকা ইনকামের জন্য আমাদের একটি ইউটিউব চ্যানেল বা একটি ব্লগ বা মোবাইল অ্যাপ তৈরি করতে হবে।
যদি আপনি ইউটিউব চ্যানেলে এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তবে –আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা view time হয়ে গেলে । আপনি Google AdSense এর জন্য আবেদন করতে পারবেন। এবং এটা জেনে রাখা দরকার যে YouTube- থেকে Google AdSense-এ আমরা প্রতি 1000 ভিউতে $.5থেকে $5 পর্যন্ত টাকা ইনকাম করতে পারি। যদিও এই ইনকাম আপনার পুরটাই আপনার কন্টেন্ট এর উপর নির্ভর করে।
কিন্তু আপনি যদি ব্লগিং এর মাধ্যমে গুগল অ্যাডসেন্সের থেকে আয় করতে হলে সেরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই। ৩০-৩৫ আর্টিকেল লিখে Google AdSense এর জন্য আবেদন করলে গুগল আপনার ব্লগ বা ওয়েবসাইট কে পরীক্ষা করে গুগল অ্যাডসেন্সের অনুমোদন দিয়ে দেয়। এবং এটা খুবই আনন্দের সঙ্গে বলছি একটি ব্লগ সাইট প্রতি 1000 ভিউ এর জন্য $1 থেকে $30 পর্যন্ত ইনকাম করে দিতে পারে।
গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, আমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে ও আমরা টাকা আয় করতে পারি। তবে এখেত্রে বেশ কিছুটা বিনিয়োগের ব্যপার থাকে।
টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়
২। ব্লগিং থেকে টাকা ইনকাম
ব্লগিং হল অনলাইন ইনকামের সবচেয়ে ভাল উপায়। ব্লগিং-এর ক্ষেত্রে আপনাকে সেরকম কোন বিনিয়োগ করতে হয় না। এমনকি আপনি যদি গুগলের ব্লগারে ওয়েবসাইট বানান তবে সেক্ষেত্রে আপনাকে কোন বিনিয়োগ করতে হয় না। তবে একথা ঠিক ব্লগিং করে প্রচুর টাকা ইনকাম করা যায়। এবং এটা আপনার পুরটাই কন্টেন্ট-এর উপর নির্ভর করে। তবে এখানে আপনি যদি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো মাধ্যম থেকে ব্লগিং শুরু করেন, তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হয়।
এমনকি আপনি আপনার ব্লগ আপনার নিজের ভাষায় ও তৈরি করতে পারেন । ব্লগ থেকে নানা ভাবে টাকা ইনকাম করা যায়। যেমন – অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, স্পনসরশিপ ইত্যাদি।
৩। কন্টেন্ট রাইটিং এর কাজ
ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে তাতে আর্টিকেল লিখে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। এখানে আমি আগেও বলেছি কন্টেন্ট যদি ভাল হয় তবে আপনি আপনার ব্লগ থেকে ভাল ফল পাবেন। এখেত্রে আপনার যদি নিজের কোন ব্লগ না থাকে তাহলে আপনি অন্য লোকের ব্লগের জন্য কন্টেন্ট লিখে টাকা ইনকাম করতে পারেন।
তবে এর জন্য আপনাকে অন্যান্য ব্লগারদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা বা যদি আপনার কোন ওয়েবসাইট থাকে তা দেখাতে পারেন বা কিছু স্যাম্পল কন্টেন্ট দিলে আপনার কাজ পেতে অনেক সুবিধা হয়। আপনাকে আপনি বিভিন্ন Facebook গ্রুপ, LinkedIn বা Instagram এর মাধ্যমে অন্যান্য ব্লগারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইট আছে এবং আপনি নিজে গুগলে খোঁজ করলে অনেক ওয়েবসাইট ও পেয়ে যাবেন যেখানে আপনি বিভিন্ন বিভাগে বিষয়বস্তু লিখে টাকা ইনকাম করতে পারেন। উদাহরণ হিসাবে https://paidforarticles.com/ -এই ওয়েবসাইটের কথা বলতে পারি।
পেপ্যাল, গুগল পে, পেটিএম, ফোনপে ইত্যাদির মাধ্যমে আপনি টাকা পেতে পারেন।
আপনি চিন্তা করতে পারেন যে কন্টেন্ট লিখে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এটা পুরটাই নির্ভর করে কন্টেন্ট এর শব্দ সংখ্যা, কন্টেন্ট এর গুনমান, কন্টেন্ট কতটা SEO ফ্রেন্ডলি তার উপর । সাধারণত একজন কন্টেন্ট রাইটার ইংরেজি আর্টিকেল-এর জন্য প্রতি word এর জন্য ১-২ টাকা পর্যন্ত চার্জ করেন।
ফেসবুক থেকে টাকা ইনকামের 11টি সহজ উপায়
৪। ডাটা এন্ট্রি কাজ থেকে টাকা ইনকাম
ডাটা এন্ট্রি কাজ গুগল থেকে টাকা ইনকামের একটি খুব ভাল উপায়। কারন এই ধরনের কাজের জন্য আপনার খুব স্কিল বা দক্ষতা-র দরকার হবে না। আপনি গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যা অনলাইন ডেটা এন্ট্রি কাজ দেয়। আমাদের কেবল সেই ওয়েবসাইটগুলিতে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ডেটা এন্ট্রি করতে হবে। এবং এর বিনিময়ে আমরা কিছু টাকা পাব। যদিও এখান খুব বেশি টাকা ইনকাম করা যায় না। এবং এর একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড থাকে যা পূরণ করার পরে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা Paytm ওয়ালেটে আমাদের উপার্জিত টাকা তুলতে পারি।
৫। ক্যাপচা সলভিং ওয়েবসাইট
ডেটা এন্ট্রি কাজের মতো ক্যাপচা সলভিং কাজ ও খুবই সহজ , এই ক্যাপচা সলভিং ওয়েবসাইট গুলি থেকে প্রতি মাসে কিছু পরিমাণ টাকা ইনকাম করা যেতে পারে। ক্যাপচা সলভিং সাইট থেকে আপনি ক্যাপচা টাইপ করতে হয় এবং এই কাজটি সঠিক হওয়া দরকার। ক্যাপচা-এর মানে আপনি নিশ্চই বুঝতে পেরেছেন। আমার যখন বিভিন্ন ওয়েবসাইতে লগ-ইন করি তখন বিভিন্ন ধরনের ক্যাপচা আমাদেরকে পুরন করতে হয়। এই ভাবে ক্যাপচা থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন।
৬। গুগল বিজ্ঞাপন এর মাধ্যমে টাকা ইনকাম
গুগল বিজ্ঞাপন এর মাধ্যমে আপনি আপনার YouTube ভিডিও, প্লে স্টোরের কোন অ্যাপ্লিকেশন বা অ্যাপ কে প্রচার করে টাকা ইনকাম করতে পারেন। সাধারনভাবে অ্যাফিলিয়েট মার্কেটাররা এই ধরনের পদ্ধতি ব্যবহার করেন। এছাড়া যেকোনো কন্টেন্ট ক্রিয়েটার চান তার ভিডিও বা অ্যাপ আরও বেশি কিছু মানুষ দেখুক।
এখানে গুগল এড ম্যানেজার হিসাবে টাকা ইনকাম করতে পারেন, আপনাকে গুগল এড তৈরি করার পদ্ধতি ভালভাবে জেনে নিতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার এই দক্ষতাকে Promote করতে পারেন। তাতে আপনার গ্রাহকের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে।
এছাড়া আপনার কোনো ডিজিটাল পণ্য বিক্রি করতে চান যেমন কোন অ্যাপস ডাউনলোড গ্রাহকদের করাতে চান বা একটু বেশি বিক্রি করতে চান তবে আপনি Google Ads এর সাহায্যে এটি প্রচার করতে পারেন। এবং ধরনের পেইড ট্রাফিক-এ খুব ভালো টাকা ইনকাম করা যায়।
৭। গুগল অ্যাপ্লিকেশন বা অ্যাপস থেকে টাকা ইনকাম
আপনি ব্লগ বা ইউটিউব চ্যানেলের মতো অ্যাপ তৈরি করতে পারেন এবং তা থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন। তবে এখেত্রে বলে রাখি এই কাজটি কিন্তু বিনামুল্যে হয় না। এটি আবেদন করার জন্য গুগলকে টাকা দিতে হয়। কিন্তু এখান থেকে ইনকাম ও অনেক বেশি করা যায়। SEO এর মাধ্যমে আমরা গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটিকে যদি র্যাঙ্ক করাতে পারি এবং Google বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রচার করে আরও বেশি গ্রাহকদের ইনস্টল করিয়ে অনেক বেশি ইনকাম পেতে পারি। এখানে সাধারনভাবে একটি অ্যাপ্লিকেশন থেকে নানাভাবে ইনকাম করা যায়। যেমন বিজ্ঞাপন থেকে, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে স্পনসরশিপ থেকে তাকা ইনকাম করা যায়।
হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয় করার সেরা ৪ টি উপায়
৮। ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম
কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় তা আপনাদের আগেও বলেছি। ইউটিউব যে কেউ একটি চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করতে পারেন। তবে ইউটিউব থেকেও নানভাবে টাকা ইনকাম করা যায়। যেমন গুগল অ্যাডসেন্স থেকে, স্পনসরশিপ থেকে ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ভাল ইনকাম করা যায়। তবে ইউটিউব চ্যানেল-এ গুগল অ্যাডসেন্স মাদ্ধ্যমে টাকা ইনকামের জন্য আমাদের ১০০০ গ্রাহক এবং ৪০০০ ঘন্টা view time পূরণ করতে হবে।
আমরা অনেকের কাছ থেক শুনি যে তারা পরিশ্রম করতে চান কিন্তু কিভাবে টাকা ইনকাম করবেন তা বুঝতে পারেন না। আমি আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করতে জানেন তবে আপনি গুগল তেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এছাড়া আপনার কাছে যদি কোন কম্পিউটার বা ল্যাপটপ থাকে তবে আপনার কাছে অনলাইন টাকা ইনকামের জন্য অনেক অপ্সান এসে যাবে। আমি জানি আপনাদের ভেতর প্রচুর ছাত্র-ছাত্রী থাকেন যারা বিনিয়োগ করতে পারেন না বা ভয় পান। তাদের ক্ষেত্রে বিনিয়োগ ছাড়া গুগল থেকে টাকা ইনকামের অনেকগুলি রাস্তা আছে।
এই নিবন্ধ পড়ার পর যদি আপনার আর কোন প্রশ্ন বা কমেন্ট থাকে, তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব।