দুই বাঙালি ঋদ্ধিমান ও শামি -এর দুরন্ত লড়াই-এ রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল গুজরাট টাইটান
বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা ও মহঃ শামি এর দুরন্ত লড়াই এবং GT এর অধিনায়ক হার্দিকের দুরন্ত ব্যাটিং , আজকের আইপিএল -এর এক গুরুত্ব পূর্ণ ম্যাচে LSG কে হারিয়ে দিল GT । GT এবং LSG মুখোমুখি হয়েছিল , LSG এর নিজেদের মাঠে।
নিজেদের মাঠের দর্শকদের সমর্থন -এর পূর্ণ সঠিক ব্যাবহার করতে পারল না LSG । খেলার প্রথম থেকেই খেলার রাশ LSG এর হাতে চলে যায় । LSG বোলাররা প্রথম থেকেই চেপে ধরে GT কে । খেলার প্রথম দিকে নাভিন এবং ক্রুনাল ভাল বল করেন ।
নাভিন উল হক, LSG এর এই নতুন প্রতিভাবান বোলার টি দিনে দিনে দুরন্ত বোলার হয়ে উঠছেন । তিনি যে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠতে পারেন , তা তার খেলাতে সুস্পষ্ট ।

GT এর ঋদ্ধিমান ও হার্দিক দুরন্ত ভাল খেলেছেন কিন্তু গুজরাটের বাকি ব্যাটসম্যানরা কেউই ভাল পার্টনারশিপ গড়ে তুলতে পারে নি।নাহলে রান অনেক দূর যেতে পারত।
LSG এর প্রায় সমস্ত বোলার রা নিখুত বল করেছেন । এবং কে এল রাহুলের -এর নিখুত বোলিং এবং ফিল্ডিং পরিবর্তন সবার মন জয় করে নিয়েছে। কেন LSG তার জন্য এত টাকা খরচ করে তা রাহুল প্রায় প্রতি ম্যাচে প্রমান করে দেন।
GT ৬ উইকেটে ১৩৬ রানে ইনিংস শেষ করে । তবে GT অধিনায়ক দারুন ব্যাট করেন। ঋদ্ধিমান শাহা ৩৭ বলে ৪৭ রানের এক দুরন্ত ইনিংস খেলেন। হার্দিক করেন ৬৬।
GT স্কোর –

১৩৬ রানের লখ্য সামনে নিয়ে LSG এর ওপেনার রা দুরন্ত শুরু করেন। প্রথম দিকে GT এর বোলার রা তেমন কোন দাগ কাটতে পারে নি। রাহুল দুরন্ত খেলেন।
কিন্তু মহঃ শামি দুরন্ত বল করেন তিনি ৩ ওভারে ১ টি মেডেন সহ মাত্র ১৮ রান দেন।
কিন্তু ওপেনার জুটি ফিরে যেতেই খেলা ঘুরে যায় গুজরাটের দিকে। GT এর বোলাররা দুরন্ত বল করেন । LSG এর Middle Order এবং শেষের দিকের ব্যাটসম্যান রা কেউই দাঁড়াতে পারে নি।
LSG ১২৮ রানে থেমে যায়। GT মাত্র ৭ রানে ম্যাচ জিতে যায় ।
LSG স্কোর –
