সব চেয়ে বেশি চার (চৌকা) কারা মেরেছেন আইপিএল 2023 – তার তালিকা | Most Four in IPL 2023 in Bengali

  • Post author:
  • Post category:IPL
  • Post comments:0 Comments
You are currently viewing সব চেয়ে বেশি চার (চৌকা) কারা মেরেছেন আইপিএল 2023 – তার তালিকা | Most Four in IPL 2023 in Bengali

সব চেয়ে বেশি চার (চৌকা) কারা মেরেছেন আইপিএল 2023 – তার তালিকা | Most Four in IPL 2023 in Bengali

সব চেয়ে বেশি চার কারা মেরেছেন আইপিএল 2023 : আইপিএল ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা, এই আইপিএল ( ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর 16তম সংস্করণ তার নিয়মিত “হোম অ্যান্ড অ্যাওয়ে” ফর্ম্যাটে খেলা হচ্ছে। ২০২৩ এর এই ক্রিকেট প্রতিযোগিতা মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। আইপিএল 2023 সূচি অনুযায়ী, 31 মার্চ চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে দিয়ে খেলা শুরু হয়েছে ।

এবারের আইপিএল ২০২৩ মরসুমে দেখা গেছে যে প্রতি ম্যচে রান খুব বেশী করে হচ্ছে। খুবই কম ম্যাচ আছে যেখানে কম রানের ভিতর লড়াই হচ্ছে। এবং এই কারনে ছয় ও চারের ফুলঝুরি দেখা যাচ্ছে এই আইপিএল – এ ।

আইপিএল শুরু হলে Orange and Purple Cap খেতাবিদের লঢ়াই ভীষণ ভাবে শুরু হয়ে যায়। আপিএল -এ সবচেয়ে বেশী রান করা প্লেয়ার কে Orange Cap এবং সবচেয়ে বেশী উইকেট নেওয়া প্লেয়ার কে Purple Cap দেওয়া হয় ।

আজকের এই নিবন্ধে আমরা দেখব এখন ও পর্যন্ত কে বেশী চার মেরেছে, এবং তার সংখ্যা কত ।

সব চেয়ে বেশি চার (চৌকা) কারা মেরেছেন আইপিএল 2023 - তার তালিকা | Most Four in IPL 2023 in Bengali

সব চেয়ে বেশি চার কারা মেরেছেন আইপিএল 2023 – তার তালিকা

এবারের আইপিএল ২০২৩ সালে সর্বাধিক চার মারার তালিকায় বেশ কিছু প্লেয়ার -এর মধ্যে খুব জোর প্রতিযোগিতা চলছে।

এখন নিচে আইপিএল 2023-এ সর্বাধিক চার মারার জন্য এবং মোট রান সংগ্রহের তালিকায় কোন কোন খেলোয়াড় আছে তার তালিকা দেওয়া হল –

SlNameMat4sRunsHSAvgSR100506s
1David Warner6422856547.5120.76040
2Shikhar Dhawan42923399*116.5146.54028
3Devon Conway6292588351.6144.13039
4Yashasvi Jaiswal6271806030142.85024
5Faf Du Plessis6253438468.6166.50423
6Virat Kohli62527982*55.8142.340411
7Shubman Gill5252286745.6139.87025
8Jos Buttler6242447940.67146.98039
9Ishan Kishan5211695833.8145.68017
10Harry Brook621156100*31.2136.84103
11Venkatesh Iyer61923410439168.341115
12K L Rahul6191947432.33114.79013
13Rahul Tripathi61814574*29119.83014
14Tilak Varma51721484*53.5158.510114
15Kyle Mayers6172197336.5154.220315
16Rohit Sharma5161356527136.36017
17Sai Sudharsan51417662*44123.94024
18Simran Singh6131336022.17160.24019
19Wriddhiman Saha513903018145.16003
20Nitish Rana6131547525.67141.280110

আমরা এই প্রতিবেদন প্রতিদিন আপডেট করতে থাকব। ম্যাচ সংখ্যা যত বাড়বে চার -এর সংখ্যা ও বাড়তেই থাকবে এবং আমাদের মত ক্রিকেট প্রেমিরা তার আনন্দ উপভোগ করতে পারব।

শেয়ার করুন -

Leave a Reply