Union Budget 2023: কোনটা সস্তা হয়েছে, কোনটা দামী হয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখে নিন

You are currently viewing Union Budget 2023: কোনটা সস্তা হয়েছে, কোনটা  দামী হয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখে নিন

Union Budget 2023: কোনটা সস্তা হয়েছে, কোনটা দামী হয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখে নিন

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ (ফেব্রুয়ারি) সংসদে 2023-24 কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন।বাজেট নিয়ে প্রতিটি ভারতবাসীর একটা চিন্তা থাকে। কারন সবাই চেয়ে থাকে প্রতি বছর জখন বাজেট হয় তখন নতুন কিছু পরিবর্তন হচ্ছে কিনা।

নিত্য প্রয়োজনীয় জিনিসের কোন দামের পরিবর্তন হচ্ছে কিনা বা বহু মূল্য জিনিসের ও কি কোন দামের পরিবর্তন হচ্ছে কিনা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার 1 ফেব্রুয়ারি 2023 সালের সংসদে কেন্দ্রীয় বাজেট 2023 -এর অনুযায়ী বেশি কিছু জিনিসের দাম কম করেছেন।সরাসরি যদিও তিনি এই সমস্ত জিনিসের দমা হয়ার কথা বলেন নি ।

কিন্তু তার ঘোষণার মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, গাড়ি ইত্যাদির দাম কম হবে বলে আশা করা হচ্ছে । এর কারণ অর্থমন্ত্রী সীতারামন এই সমস্ত পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা করেছেন।

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন -এর বাজেট বক্তৃতায়, সাবাই কে বেশ কিছু ভাল খবর দিয়েছেন তার বক্তৃতা কে বিশ্লেষণ করলে গাড়ি, স্মার্টফোন, টিভি এবং অন্যান্য অনেক পণ্যের উপর শুল্ক কমানোর উপর যোর দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে তিনি এই পণ্যগুলি তৈরির জন্য প্রয়োজনীয় কিছু অংশের আমদানিতে সেস এবং ট্যাক্স হ্রাস করারও ঘোষণা করেছেন।

Union Budget 2023: কোনটা সস্তা হয়েছে, কোনটা দামী হয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখে নিন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের ঘোষণার অর্থ হল গাড়ি, স্মার্টফোন, টিভি এবং অন্যান্য পণ্য শুল্ক হ্রাসের পরে সম্ভবত সস্তা হবে এবং সাধারন মানুষ এই পণ্য কেনার জন্য আরও বেশি করে ঝাঁপাবে । এবং সাধারন মানুশের বেশ সুবিধা ও হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের এর বাজেট বক্তৃতায় যারা ধূমপান করেন তাদের জন্য খুব একটা ভাল খবর নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের এর বাজেট বক্তৃতায় সিগারেটের উপর কর 16% বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন। এর মধ্য থেকে বোঝা যাচ্ছে যে সিগারেটের দাম বাড়বে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের এর বাজেট বক্তৃতায় সোনা, প্ল্যাটিনামের তৈরি প্রবন্ধের দাম বেড়েছে। সিলভার দরজা, বার, জিনিসপত্র, তামার স্ক্র্যাপ, যৌগিক রাবার আরো দামী হয়েছে ।

এখন জেনে নিন ইউনিয়ন বাজেট 2023 কি কি সস্তা হতে পারে –

মোবাইল ফোন

লিথিয়াম ব্যাটারি

টিভি

গাড়ি

এখন জেনে নিন ইউনিয়ন বাজেট 2023 কি কি জিনিসের দাম বাড়তে পারে –

হীরা

সোনা

রূপার পাত্র

প্লাটিনাম

সিগারেট

10 দিনের জন্য ব্যাঙ্ক ছুটি আগামী মাসে- ফেব্রুয়ারি-2023 , আপনার ব্যাঙ্কের কোন কাজ এই ক-দিন রাখবেন না, জেনে নিন কবে কবে ছুটি

ঝুলন্ত রেস্তোরাঁ তৈরি হল সিমলা তে, পর্যটনকে উৎসাহিত করতে হিমচল প্রদেশ-পর্যটনের বড় উদ্যোগ, জেনে নিন কি কি সুযোগ সুবিধা পাবেন ?

পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে বিনিয়োগ করতে পারেন মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন নিশ্চিন্তে

ঝুলন্ত রেস্তোরাঁ তৈরি হল সিমলা তে, পর্যটনকে উৎসাহিত করতে হিমচল প্রদেশ-পর্যটনের বড় উদ্যোগ, জেনে নিন কি কি সুযোগ সুবিধা পাবেন ?

শেয়ার করুন -

Leave a Reply