পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার | Things to Do Before Selling Your Old Android Phone in Bengali

You are currently viewing পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার | Things to Do Before Selling Your Old Android Phone in Bengali

পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার।(Things to Do Before Selling Your Old Android Phone in Bengali)

পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করে নেবেন পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার।” আজকের এন নিবন্ধে  আমি আপনাদেরকে বলব পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি আপনাকে করে নিতে হবে।

আপনি  যদি স্থির করে ফেলেছেন যে আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনটি বিক্রি করে দেবেন তবে আপনাকে কি কি কাজ করতে হবে আমি নিচে স্টেপ বাই স্টেপ বলেছি।

একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গড় আয়ু সাধারণত ৩-৪ বছর পর্যন্ত হয় তবে আমরা সবচেয়ে বেশী ৫-৬ এর বেশী একে ব্যবসার  করি না। কারন ২-৩ বছর পর ব্যাটারি সংক্রান্ত নানা সমস্যা শুরু হয়ে যায়। এছাড়া দেখা গেছে বেশিরভাগ OEM সফ্টওয়্যার আপডেট বন্ধ করে দেয়।  এই সমস্ত কারনে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই পুরানো ফোনটি ছেড়ে দিয়ে নতুন আপগ্রেডেড মডেলে-এর ফোন কিনে নেন।

আপনার অ্যান্ড্রয়েড ফোন বিক্রির আগে আপনাকে বেশ কিছু ব্যাপারে নিশ্চত হতে হবে – জেন আপনার কোন দরকারি জিনিস বা ডেটা  না চলে যায়।

এবার দেখে নিন অ্যান্ড্রয়েড ফোন বিক্রির আগে কি কি করবেন –

১। অ্যান্ড্রয়েড ফোন-এর সমস্ত ডেটা ব্যাক আপ নিন

পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রির  আগে সবচেয়ে যেটা প্রধান কাজ হল আপনার ফোনের সমস্ত ডেটা ব্যাক আপ নেওয়া৷ যেমন –

দরকারি কল রেকর্ড,

মেসেজ,

ফটো,

ভিডিও,

বিভিন্ন ডকুমেন্ট,

নোটস,

গান,

WhatsApp চ্যাট।

এই সমস্ত দরকারি ডেটার ব্যাক আপ না নিলে যেকেউ অনেক সমস্যায় পড়ে যেতে পারে। বিশেষ করে মেসেজিং ডেটা যেমন WhatsApp না পেয়ে প্রচুর মানুশ ভীষণ পড়ে যান।

তবে আমার পরামর্শ অনুযায়ী –

  • আপনি যদি  আপনার ফোনটিকে পরিবর্তন করতে চান তবে এখনই এখনই পুরানো ফোনটি বিক্রি করবেন না।
  • প্রথমে আপনার  পছন্দের ফোনটি কিনে নিন এবং পুরনো ফোন থেকে আপনার নতুন ফোন সমস্ত ডেটা ট্রান্সফার করুন।
  • সমস্ত ডেটা সঠিকভাবে নতুন ফোনে পেয়েছেন কিনা তা পরীক্ষা করে নিন।
  • এবার পুরনো ফোনটি বিক্রির জন্য রেডি করুন৷
  • তবে ডেটা ট্রান্সফার করার জন্য আপনি প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে জাবেন। তবে “Samsung Smart Switch” এটা Samsung কোম্পানির তৈরি করা একটা ফ্রি অ্যাপ এটা খুবই ভাল এটা আপনারা ব্যবহার করতে পারেন।

তবে একটা যদি কেই ব্যবহার করেছেন বা করেন তবে সে সম্পর্কে আপনি অবশ্যই নিচে কমেন্ট করবেন।

২। অ্যাকাউন্ট, পেয়ার করা ডিভাইস এবং স্ক্রিন-লক কে ডিলিট বা রিমুভ করে দেবেন।

আপনি যখন সমস্ত ডেটা নতুন ফোনে ট্রান্সফার করে নেবেন , এর পরের কাজ হল আপনার পুরানো ফোনে যে সমস্ত অ্যাকাউন্টগুলি কানেক্ট করা আছে। যেমন –

Google অ্যাকাউন্ট,

Microsoft অ্যাকাউন্ট,

WhatsApp অ্যাকাউন্ট,

Faceboom, twitter ও বাকি সোশ্যাল মিডিয়া প্রোফাইল এর অ্যাকাউন্ট।

এছাড়া অন্যান্য থার্ড-পার্টি অ্যাপের বিভিন্ন অ্যাকাউন্ট গুলি ডিলিট বা রিমুভ করে দিন।

Google অ্যাকাউন্ট আপনার ফোন থেকে কিভাবে ডিলিট করবেন তা নিচে দিলাম –

১। প্রথমে device settings যাবেন।

২। Accounts and backup এ ক্লিক করুন।

৩। Manage accounts এ ক্লিক করুন।

৪। আপনার Google account সিলেক্ট করে নিন এবং Remove account ক্লিক করুন।

৫। Confirm করার জন্য আর একবার Remove account-এ ক্লিক করুন।

পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার
পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার

Google অ্যাকাউন্ট ডিলিট যেভাবে করেছেন সেই বাকি অ্যাকাউন্টগুলো ও ডিলিট করে ফেলুন। এছাড়া জেমস্ত ডিভাইসের সঙ্গে আপনার ফোন কে পেয়ার করে রেখেছেন যেমন আপনার স্মার্টওয়াচ, ওয়্যারলেস স্পিকার এবং ইয়ারবাডের মতো ডিভাইসগুলিকে মনে করে আনপেয়ার করে ফেলুন। এর পর আপনার ফোনের পাসওয়ার্ড বা পিন কোড বা প্যাটার্ন অথবা আঙ্গুলের ছাপ যেটা দিয়ে স্ক্রিন-লক  ব্যবহার করেন তা রিমুভ করে ফেলুন।

৩। ফোন থেকে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড বার করুন।

মাঝে মাঝে আমরা ফোন কাউকে বিক্রি করার সময় সিম কার্ড ও বেশী করে মাইক্রোএসডি কার্ড খুলে নিতে ভুলে যাই। তাই আপনি মনে করে আপনার সিম কার্ড মাইক্রোএসডি কার্ড খুলে নিন , এবং নতুন ফোনে সেট -আপ করে নিন।

কিভাবে বুঝবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে?

৪। ফোনের ফ্যাক্টরি রিসেট করে ফেলুন।

আপনি যদি কোন ফোন বিক্রি করেন তবে অবশ্যই ফ্যাক্টরি রিসেট করে নেবেন। ফ্যাক্টরি রিসেট করলে ফোনের মেমরি থেকে আপনার সমস্ত স্টোরেজ ডেটা মুছে যাবে, এবং আপনার ডাউনলোড করা সমস্ত ফাইল এবং অ্যাপ মুছে যাবে, RAM এবং অভ্যন্তরীণ স্টোরেজ ক্লিন ও ফ্রি হয়ে যাবে।

আমি একটি স্যামসাং ফোন –এর ফ্যাক্টরি রিসেট কারার পদ্ধতি নীচে দিলাম বাকি যেকোনো  অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে সিস্টেম মোটামটি প্রায় একই রকম থাকে।

  1. প্রথমে আপনার ফোনের  device settings ওপেন করুন।
  2. এবার  General management এ ক্লিক করুন।
  3. এবার Reset-এ ক্লিক করুন।
  4. এখানে   Factory data reset এ ক্লিক করুন।
  5. আর একবার Reset  এ ক্লিক করুন।
  6. স্ক্রিন লক পাসওয়ার্ড থাকলে তা দিন।
  7. এবার  Delete all এ ক্লিক করুন।
পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার
পুরানো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার আগে যে জিনিসগুলি করা দরকার

তবে একটা কথা মনে রাখবেন যে ফ্যাক্টরি রিসেট করলে কেবল আপনার ডিভাইসে যে সব ডেটা স্টোর আছে তা মুছে যাবে। কিন্তু আপনার বাকি  ক্লাউড অ্যাপ গুলির ডেটা যেমন Google ড্রাইভ , Microsoft OneDrive- এই সমস্ত ডেটা কিন্তু মুছবে না। একথা বলার কারন আপনি যদি যেকোনো ফ্যাক্টরি রিসেট করা ফোনে আবার পুনরায় পুরনো আইডি , যেমন Gmail ব্যবহার করেন তবে আপনি ওই ফোনে আবার গুগল ক্লাউডের ডেটা ( গুগল ড্রাইভের)পেয়ে যাবেন।

৫। আপনার ফোনের বডি কে পরিষ্কার করে ফেলুন।

ফোনের ডেটা এবং সফটওয়্যার-এর কাজ সঠিক ভাবে করার পর আপনাকে আপনার ফোনের বাইরের দিকেও ভাল করে পরিষ্কার করে নিতে হবে। এটা করলে আপনার ফোনের ভাল দাম পাওয়ার সম্ভবনা বেড়ে যায়। তাই ফোন কে খুব ভাল করে ক্লিন করে ফেলুন।

ফোন পরিষ্কার করার সময় বেশ কিছু বিষয়ের উপর নজর দেবেন।  

যেমন –

  • ফোনকে  switch off বা বন্ধ করতে ভুলবেন না।
  • চার্জার এবং হেডফোনকে  আনপ্লাগ করুন।
  • পিছনের কভারটিকে খুলে ফেলুন ।
  • ফোন পরিষ্কারের সময় অ্যালকোহল ব্যবহার না করাই ভাল, এতে ডিসপ্লের ওলিওফোবিক আবরণের ক্ষতি হয়।
  • তবে আপনি ফোন সঠিকভাবে পরিষ্কার করার আগে Samsung এর এই গাইড টি পড়ে নিতে পারেন।

৬। ফোনের সমস্ত আসল জিনিসপত্র এক সঙ্গে রাখুন।

আপনি যখনি আপনার ফোন বিক্রি করবেন তাহলে ওই ফোনের আসল বাক্স, বিল, চারজার, তার এবং এর সঙ্গে আসা বাকি জিনিস এক সঙ্গে রেখে দিন। এটি ফোনকে বিক্রি করার জন্য ভীষণ দরকারি জিনিস।

একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন?

৭। ফোন বিক্রির জন্য মার্কেট রিসার্চ করুন –

উপেরর সমস্ত কাজ যখন আপনি করে ফেলবেন তখন আপনার ফোন বিক্রির জন্য রেডি । এবনা আপনি আপনার  ফোনকে অনলাইন বা অফলাইনে বিক্রির জন্য লিস্ট করতে পারেন। অনলাইনে আপনি যেকোনো মার্কেটপ্লেসে আপনার ফোনকে লিস্ট করতে পারেন। তবে তার আগে ফোনটির আনুমানিক বাজার মূল্য স্থির করেতে হবে।

ফোনের বাজার মূল্য জানার জন্য এখন বেশ কিছু ব্যবস্থা আছে। ডিরেক্ট কোম্পানি থেকে এক্সচেঞ্জ অফার থাকে, তা ছাড়া আপনি GadgetGone, SellCell, বা BankMyCell এর মত অনলাইন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনার আসে পাসের ফোন বিক্রেতাদের সঙ্গে ও কথা বলতে পারেন।  এখান থেকে আপনি একটা ধারনা পেয়ে যাবেন।

আপনি সব সময় খেয়াল রাখবেন পুরানো আসবাবপত্র বিক্রি করার মতো আনার পুরনো ফোন বিক্রি করা এত সহজ নয়; এখানে আপনার সমস্ত গোপনীয় জিনিস (বিভিন্ন আই ডি, পাসওয়ার্ড) এর  নিরাপত্তা যাতে কারুর সঙ্গে আপস না হয়ে যায়  তা নিশ্চিত করা খুব দরকার। আপনি যদি উপরের সমস্ত পদ্ধতিগুলি মানেন তবে আপনার ফোন বিক্রি করতে খুব একটা অসুবিধা হবে না।

শেয়ার করুন -

Leave a Reply