আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে কি করে জানবেন? (How do you know which mobile number is linked with Aadhaar card in Bengali?)
“আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে কি করে জানবেন? “ আজকের এই নিবন্ধে কি করে আপনি জানবেন আপনার কোন মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যোগ আছে। আজকের দিনে আমাদের দেশে বেশিরভাগ কাজই বাড়ি থেকে বসে করা যায়, যেমন আপনি ঘরে বসেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, প্যান কার্ড বানাতে পারেন, ই-শ্রম কার্ড তৈরি করা যায়, ডিম্যাট অ্যাকাউন্ট, eKYC, আয়ুষ্মান কার্ড ডাউনলোড ইত্যাদির নানা বিধ কাজ বাড়ি থেকে কম্পিউটার বা মোবাইল ফোনের সাহাজ্যে করা যায়।
কিন্তু এখানে একটা বিষয় আপনাকে লক্ষ ক্করতে হবে যে প্রায় এই সমস্ত কাজ গুলি করতে আপনাকে আধার কার্ড ও আধার কর্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এর সাহায্য দরকার পড়ে। অনেক সময় আমরা ভুলে যাই যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বর যুক্ত আছে। আজ আপনাদের এমন একটি ওয়েবসাইট এর কথা যার সাহায্যে আপনি জানতে পারবেন কোন মোবাইল নম্বরটি আপনার আধারে লিঙ্ক করা আছে।
UIDAI পোর্টাল থেকে আধার লিঙ্ক করা মোবাইল নম্বর না পেলে কি করবেন ? (What to do if you don’t get Aadhaar linked mobile number from UIDAI portal in Bengali?)
আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হল https://uidai.gov.in/ , এই ওয়েবসাইট থেকে আপনি আধার লিঙ্ক করা মোবাইল নম্বর পেতে পারেন, কিন্তু যেহেতু এটি আধারের অফিসিয়াল ওয়েবসাইট তাই সারাক্ষণ এই ওয়েবসাইট –এ প্রচুর ট্রাফিক থাকে, এর কারণে এই ওয়েবসাইট সার্ভার অনেক সময় ভীষণ slow বা ডাউন হয়ে যায়।তাই আমাদের এই আধার লিঙ্ক করা মোবাইল নম্বর পেতে অনেক সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন, UIDAI ওয়েবসাইট ছাড়াও আপনি আধার লিঙ্ক করা মোবাইল নম্বর পেতে জানতে পারবেন।
আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে কিভাবে জানবেন ? (How do you know which mobile number is linked with Aadhaar card in Bengali?)
আপনি যদি পদ্ধতি অনুসরণ করেন তবে খুব সহজেই আপনি আধার লিঙ্ক করা মোবাইল নম্বর তি জানতে পারবেন।
আধারে লিঙ্ক করা মোবাইল নম্বর জানার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন-
- প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার ওপেন করুন এবং এই url টি টাইপ করে https://bis.pmjay.gov.in/BIS/selfprintCard ওয়েবসাইট টি ওপেন করুন।
- ওয়েবসাইট ওপেন হলে আপনি আধারের একটি opsan দেখতে পাবেন। আপনি এই আধার option টি ক্লিক করুন।
- আধার option-এ ক্লিক করার পরে, আপনি স্কিম / সিলেক্ট স্টেট / আধার নম্বরের ট্যাব পাবেন।
- এবার আপনাকে স্কিমে PMJAY কে ক্লিক করতে হবে, তারপরে রাজ্যে নিজের রাজ্যে কে ক্লিক করতে হবে এবং আপনার আধার নম্বর দিতে হবে।
- এর পরে, আপনাকে Terms and Condition টিক দিতে হবে এবং Generate OTP তে ক্লিক করতে হবে।
- আপনি যখনি Generate OTP বোতামে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তাতে একটি ওটিপি চলে যাবে। এবং আপনি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরের শেষ 4টি সংখ্যা দেখতেও পাবেন।
- আপনি যখন জানতে পারবেন যে মোবাইলের শেষ 4 সংখ্যা কোনটি ।তখন অবশ্যই আপনি মনে করতে পারবেন যে কোন মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে। । তাই এই ভাবে আপনি আপনার আধারে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তা জেনে নিতে পারেন।
সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?
আরও পড়ুন –
IPL 2022 মোবাইল এবং টিভিতে লাইভ দেখার সেরা ৮ টি ফ্রি অ্যাপ।
আইপিএল-এ বাংলাদেশের সেরা খেলোয়াড় কারা?
অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?
GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST?
প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?
ফোন পে মোবাইল অ্যাপ থেকে টাকা আয় করুন ২০২২