7 Pay Commission: সরকারী কর্মচারীরা বাজেটের পরে বড় চমক পেতে পারেন, বিস্তারিত বিবরণ পড়ে নিন

You are currently viewing 7 Pay Commission: সরকারী কর্মচারীরা বাজেটের পরে বড় চমক পেতে পারেন, বিস্তারিত বিবরণ পড়ে নিন

7 Pay Commission: পে কমিশনের জন্য প্রায় সমস্ত সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কবে পরবর্তী পে কমিশন হবে এবং তাতে বেতনের হার কি দাঁড়াবে । যে সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা অধীর আগ্রহে পরবর্তী মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি সংক্রান্ত ভাল খবরের জন্য অপেক্ষা করছেন । তাদের জন্য ভাল সংবাদ অপেক্ষা করছে। ভারতীয় কেন্দ্রীয় সরকার 2023 সালের বাজেটের পরে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি ব্যাপারে সবুজ আলোও দিতে পারে।

ভারতের এক নিউজ চ্যানেল জি নিউজের একটি খবর অনুসারে , 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2023 পেশ করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল।

7 Pay Commission: সরকারী কর্মচারীরা বাজেটের পরে বড় চমক পেতে পারেন, বিস্তারিত বিবরণ পড়ে নিন

আসলে বর্তমান দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জন্য কর্মচারীদের পক্ষ থেকে ডিএ বৃদ্ধির জন্য অনেকদিন থেকে সরকারের কাছে দবি পেশ করা হয়েছে। এবং এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেতের দিকে যাচ্ছে।

7 Pay Commission: সরকারী কর্মচারীরা বাজেটের পরে বড় চমক পেতে পারেন,

সাম্প্রতিক খবরের সুত্র অনুসারে কেন্দ্রীয় সরকার 7 তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর নতুন করে সংশোধন করার কথা চিন্তা ভাবনা করছে। সরকারি কর্মচারীদের জন্য সাধারণ ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে 2.57 গুণ। তবে সুত্র মারফত এই সংখ্যা বেড়ে 3.68 গুণে দাঁড়াতে পারে।

তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী দের জন্য সবচেয়ে যেটা ভাল খবর তা হল কেন্দ্রীয় সরকারও 2023 সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিছুটা সম্ভবত বাড়িয়ে দেবে। এবং এই ডিএ বৃদ্ধি 2023 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়ে যাবে৷ তবে সর্বশেষ AICPI পরিসংখ্যান হিসাবে কর্মচারীদের যতটা আশা করেছিলেন ততটা হয়ত বেতন বৃদ্ধি হবে না।

মিস ইউনিভার্স 2022 বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল কত টাকা পুরস্কার, কত বার্ষিক বেতন এবং কত সুযোগ সুবিধা পান জানেন, জানলে চমকে উঠবেন, যেনে নিন পুরো হিসাব

এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে বৃদ্ধি পাওয়ার পর, নভেম্বর মাসে All-India Consumer Price Index (AICPI) একবারে এক জায়গায় দাঁড়িয়ে ছিল। AICPI সরকারী কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির পরিমাণের সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। AICPI এর বৃদ্ধি ডিএ বৃদ্ধির সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয় । এখন দেখা যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেতন কাঠামো কোথায় গিয়ে দাঁড়ায় ।

LIC নিউ জীবন শান্তি প্ল্যান: বিনিয়োগ করুন মাত্র একবার, আর পেনশন পান, পান মাসে 1,00,000 টাকা পর্যন্ত, যেনে নিন বিস্তারিত

শেয়ার করুন -

Leave a Reply