বৈদ্যুতিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start an Electric Scooter Business?

You are currently viewing বৈদ্যুতিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start an Electric Scooter Business?

বৈদ্যুতিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন ইলেকট্রিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন ইলেকট্রিক স্কুটার কি

Table of Contents

বৈদ্যুতিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন?| How to start an electric scooter business?

বৈদ্যুতিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন?( How to start an electric scooter business?)

বৈদ্যুতিক স্কুটার এর ব্যবসা কিভাবে শুরু করবেন? আজকের এই নিবন্ধে বৈদ্যুতিক স্কুটার-এর কত রকমের ব্যবসা হয় তা আলচনা করব। আমরা যারা মোটর সাইকেল ব্যবহার করি তারা সবাই জানি যে আমরা প্রতিদিন শুধুমাত্র মোটর সাইকেল–এর পেট্রোল কেনার জন্য আমারা কত অর্থ খরচ করি । যদি আমরা ইলেকট্রিক স্কুটার ব্যবহার করি  তবে আমরা আমাদের ইনকামের আনেক টাকা বাঁচাতে পারি।

ইলেকট্রিক স্কুটার কি?( What is an Electric Scooter in Bengali?)

ইলেকট্রিক স্কুটার হল মোটর সাইকেলের আর একটা রুপ, কার্যকারিতা একই রকমের হয় কিন্তু ইলেকট্রিক স্কুটার ও  মোটর সাইকেলের প্রযুক্তি আলাদা আলাদা রকমের হয়। ইলেকট্রিক স্কুটার এক রকমের প্লাগ-ইন বৈদ্যুতিক গাড়ি , ইলেকট্রিক স্কুটার আপনি দুই চাকার কিনতে পারেন আর চাইলে তার থেকে বেশি চাকার ও কিনতে পারেন । ইলেকট্রিক স্কুটার-এর  ভিতর  একটি রিচার্জেবল ব্যাটারি থকে যার ভিতর বিদ্যুৎ সংরক্ষিত থাকে, এবং এই ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটার-এর এক বা একাধিক বৈদ্যুতিক মোটর চালান হয়। মোটরসাইকেল এবং ইলেকট্রিক স্কুটার এর ফারাক হল যেখানে মোটরসাইকেল কে চালাতে আমাদের পেট্রোলের যোগান দিতে হয় সেখানে বৈদ্যুতিক স্কুটারকে চালাতে কোন রকম আলাদা করে  জ্বালানী দিতে হয় না। তাই আপনি যদি ইলেকট্রিক স্কুটার  ব্যবহার  করেন তবে আপনি আপনার ভবিষ্যতের সঞ্চয়কে আনেকটা বাড়িয়ে নিতে পারবেন। যদি ইলেকট্রিক স্কুটার এবং মোটর সাইকেলের খরচের তুলনা করি তবে মোটর সাইকেলের জ্বালানী খরচের 15% মাত্র  বৈদ্যুতিক স্কুটারে খরচ হয়। এবং যদি চার্জিং স্টেশন-এর সুবিধা থাকে তবে অনেক দূরত্বের রাস্তা ও যেতে কোন আসুবিধা হয় না। একবার চার্জ করে নিলে ১২ মাইলের বেশি দূরত্ব আপনি যেতে পারবেন। এবং সারা বছরে আপনি অনেকটা টাকা সঞ্চয় করতে পারবেন ।

বৈদ্যুতিক স্কুটারের বাজারের খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে (The market for Electric Scooters is growing at a very fast rate in Bengali)

 বৈদ্যুতিক স্কুটারের বাজারের খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে 2019 সাল পর্যন্ত সারাবিশ্বব্যাপী বৈদ্যুতিক স্কুটারের বাজার ছিল  USD 18.6 বিলিয়ন এবং 2030 সাল পর্যন্ত বৈদ্যুতিক স্কুটারের বাজার USD 41.98 বিলিয়নের পর্যন্ত ভাবা হয়েছে।

 বিশেষ করে স্পেন, ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে এই বৈদ্যুতিক স্কুটার এর বাজার ক্রমবর্ধমান ৷

ভারতেও বৈদ্যুতিক স্কুটারের বাজারের খুব দ্রুত হারে বৃদ্ধি পাছে। কনসালটেন্সি ম্যাককিন্সির সারভে অনুযায়ী ভারতীয় বৈদ্যুতিক স্কুটারের বাজার 2025 সালের মধ্যে 4.5-5 মিলিয়নে পৌঁছাবে, যা মোট দু চাকার গাড়ির বাজারের 25%-30% এবং এটা  2030 সালের মধ্যে বেড়ে প্রায় 9 মিলিয়ন পার করে দেবে।গত 5 বছরে বিক্রি ভারতে প্রায় 25000 ইউনিট থেকে 143000 বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে । যদিও কোভিড-১৯ জন্য প্রভাব ছিল।

বৈদ্যুতিক স্কুটারের কি কি ধরনের ব্যবসা করতে পারবেন ? (What kind of Business can Electric Scooters do in Bengali?)

বৈদ্যুতিক স্কুটারকে নিয়ে আপনি নানা ধরনের ব্যবসা করতে পারবেন। নিচে আমি কিছু ব্যবসার কথা বললাম।

বৈদ্যুতিক স্কুটারের ডিলারশিপ (Electric Scooter Dealership in Bengali)

2030 সালের মধ্যে বেড়ে ভারতে বৈদ্যুতিক স্কুটারের বিক্রি বেড়ে প্রায় 9 মিলিয়ন পার করে দেবে তাই এটা আপনার কাছে একটা  বড় সুযোগ হতে পারে। আপনিও কোন ভাল কম্পানির ডিলারশিপ নিতে পারেন ।

বৈদ্যুতিক স্কুটারকে ভাড়া দিতে পারেন (You can rent an Electric Scooter in Bengali)

আমাদের দেশে প্রচুর কম্পানি গাড়ি ভাড়া নিয়ে কাজ করে। বিশেষ করে ফুড ডেলিভারি কম্পানিগুলি ২ চাকার গাড়ি ভাড়া নেয়। এখন এই সমস্ত ফুড ডেলিভারি কম্পানি যেমন – সুইগি, জোমাটো, শ্যাডো ফ্যাক্স এরা এখন পেট্রল এর খরচ বাঁচানর জন্য বৈদ্যুতিক স্কুটারকে ভাড়া করতে চাইছে। আপনিও এই সুযোগ নিতে পারেন । আপনি যেকোনো এই ধরনের কম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনার বৈদ্যুতিক স্কুটারকে ভাড়া দিতে পারেন। এটাও একটা খুব ভাল ব্যবসা হতে পারে।

বৈদ্যুতিক স্কুটারের মেরামতের দোকান (Electric Scooter repair Shop in Bengali)

বৈদ্যুতিক স্কুটারের বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে মেরামতের দোকানের ও দরকার পড়বে। এবং এটা দিনে দিনে বাড়তে থাকবে। আর এই ধরনের দোকান গ্রামে, শহরে সব যায়গায় হতে পারে। এখানে মূলধনের খুব বেশি দরকার পড়ে না। তবে আপনাকে বৈদ্যুতিক স্কুটারের মেরামতের কাজটি শিখে নিতে হবে। এখন প্রচুর সংস্থা এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে।আপনি এই সমস্ত ট্রেনিং সেন্টার (https://aevt.org/contact-us.php )থেকে ট্রেনিং করে এই ধরনের কাজ শুরু করতে পারেন।

বৈদ্যুতিক স্কুটারের যন্ত্রাংশের দোকানের ব্যবসা(Electric Scooter parts store Business in Bengali)

বৈদ্যুতিক স্কুটারের বিক্রি যত বাড়বে জন্ত্রাশের দরকার ও তত বাড়বে, এবং দোকানের ও দরকার তত বাড়বে। আপনিও বৈদ্যুতিক স্কুটারের যন্ত্রাংশের  দোকান শুরু করতে পারবেন। এবং এখান থেকে প্রচুর মুনাফা করতে পারবেন।  

বৈদ্যুতিক স্কুটারের চার্জ –এর দোকান (Electric Scooter Charge Shop)

বৈদ্যুতিক স্কুটারের বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে মেরামতের দোকান ও বাড়বে ও তার সঙ্গে বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারি চার্জ দোকানের দরকার পড়বে।কারন বৈদ্যুতিক স্কুটার ব্যাটারি চালিত একটা নিদিষ্ট কিলোমিটারের পর বৈদ্যুতিক স্কুটারকে চার্জ করতে হয়। নতুন অবস্থায় একটি বৈদ্যুতিক স্কুটার 90-100 কিমি পর্যন্ত যেতে প্যেতে পারে। কিন্তু ব্যাটারির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাইলজ ও কমে যায়। তাই এই ধরনের দোকানের চাহিদা বাড়তে থাকবে।

Conclusion-  বৈদ্যুতিক স্কুটার কে নিয়ে নানা রকমের ব্যবসা করা যেতে পারে , কারন ভবিষ্যতে বৈদ্যুতিক স্কুটার ব্যপক হারে বিক্রি হবে। এবং এর সম্পর্কিত ব্যবসাও বাড়বে। আমি এই নিবন্ধে বৈদ্যুতিক স্কুটারের বেশ কিছু ব্যবসার কথা জানালাম। আপনি এই সম্পর্কে যে কোন রকমের কমেন্ট ,নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?

GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST?

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?

FAQ

প্র – ভারতে বৈদ্যুতিক স্কুটারের ব্যবসা কত টাকার হয় ?

উঃ গত 5 বছরে বিক্রি ভারতে প্রায় 25000 ইউনিট থেকে 143000 বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে

প্র – সারা পৃথিবীতে বৈদ্যুতিক স্কুটারের ব্যবসা কত টাকার হয় ?

উঃ – 2019 সাল পর্যন্ত সারাবিশ্বব্যাপী বৈদ্যুতিক স্কুটারের বাজার ছিল  USD 18.6 বিলিয়ন এবং 2030 সাল পর্যন্ত বৈদ্যুতিক স্কুটারের বাজার USD 41.98 বিলিয়নের পর্যন্ত ভাবা হয়েছে।

প্র -একটি বৈদ্যুতিক স্কুটারের দাম কত টাকা থেকে শুরু হয় ?

উঃ ২৫০০০ টাকা থেকে

শেয়ার করুন -

Leave a Reply