আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন (Make Money With Aadhaar Card Franchise in Bengali)
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি অনেক টাকা রোজগার করা যায় । আমাদের দেশে বেকার সমস্যা সবচেয়ে বড় সমস্যা , আমাদের দেশে প্রাচুর মানুষ শিক্ষিত হয়েও কাজ পাছেন না। আর যত দিন যাছে এই সংখ্যা দিন দিন বাড়তেই আছে।তবে আমি বলছি সমস্ত যুবকরা চাকরির পেছনে না দৌড়ে যদি নিজস্ব কোনও ব্যবসা করার কথা চিন্তা ভাবনা করেন, তবে তারা আনেক বেশি লাভ পেতে পারেন। যেমন আজ একটা নতুন ব্যবসার কথা বলছি আধার কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি।এই ব্যবসা করে আপনি প্রাতি মাসে লাখ টাকা রোজকার করতে পারবেন। আপনাকে শুধুমাত্র সাধারন মানুষকে আধার কার্ড সংক্রান্ত সব রকমের পরিষেবা দিতে হবে। আজকের এই Article এ, আপনি কীভাবে আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নেবেন তার সমস্ত তথ্য দেব। আপনি পুরো প্রবন্ধটি পড়বেন তাহলে সমস্ত পদ্ধতি বুঝতে পারবেন।
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স(Aadhaar Card Franchise License in Bengali)
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি এক রকমের সরকারি কাজ। আর ভারত সরকার এই কাজটা কিছু মানুষকে সঠিক ভাবে করার জন্য দায়িত্ব দেয়। সেই কারণে সরকারের এই কাজ পাওয়ার জন্য সরকার একটি লাইসেন্স প্রদান করে। আর লাইসেন্সটি পাওয়ার জন্য কিছু নিয়ম আছে। তবে এর জন্য আপনাকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষাটি UIDAI দ্বারা পরিচালিত হয়। এই পরীক্ষাইয় পাশ করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন একে UIDAI সার্টিফিকেট বলা হয়। এর পরে আবেদনকারি কে আধার কার্ড ও বায়োমেট্রিক যাচাই করে নিতে হবে , এটার জন্য আবেদনকারি কোন সিএসসি সেন্টার –এ গিয়ে Registration করতে হবে।
কিভাবে আধার কার্ড ফ্র্যাঞ্চাইজিএর লাইসেন্স পাবেন (How to get Aadhaar Card Franchise License in Bengali)
লাইসেন্স পাওয়ার জন্য প্রাথমে আপনাকে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় বসার জন্য আপনাকে যে পদ্ধতি তা আমি নিচে দিছি –
- প্রথমে লাইসেন্সের আবেদনের জন্য NSEIT-এর অফিসিয়াল ওয়েবসাইট –এ যেতে হবে।
- ওয়েবসাইট খোলার পর যদি আপনার ইউজার আইডি থাকে তবে লগ ইন করুন না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন “Create New Acount” বোতামে ক্লিক করে।
- নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য আপনার আধারের একটি সফট কপি লাগে। এই সফট কপি আপনাকে আপলোড করতে হবে।
- আধার কার্ড আপলোড করার পর, নতুন একটা ফর্ম খুলবে এই ফর্মে আপনাকে সমস্ত তথ্য পূরণ করতে হবে। এবং তারপর “submit” এ ক্লিক করতে হবে।
- “submit” এ ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর যুক্ত সৈ মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে, এই এসএমএস এ User-এর আইডি ও পাসওয়ার্ড দেওয়া থাকবে।
- User-এর আইডি ও পাসওয়ার্ড এর সাহা্য্যে আপনি আধার পরীক্ষা এবং Certification এর ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন।
- লগ ইন করার পরে ‘continue’ বোতামে ক্লিক করতে হবে। এর পর লাইসেন্স এর জন্য নতুন আবেদনপত্র খুলে যাবে, আবেদনপত্র সঠিক ভাবে পুরন করতে হবে এখানে নিজের ছবি এবং নিজের ডিজিটাল স্বাক্ষর ইত্যাদি সহ সমস্ত তথ্য আপলোড করতে হবে।
- অবশেষে আপনি ফর্ম জমা দেওয়ার জন্য ‘proceed’ বোতামে ক্লিক করতে হবে।
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কত টাকা দিতে হ্য়? (How much does it cost to get an Aadhaar card franchise in Bengali?)
আধার কার্ড-এর কাজ যখন প্রথম শুরু হয় তখন সরকার আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি এর জন্য কিছু টাকা নিত , কিন্তু এখন ভারত সরকার আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি এর জন্য কোন টাকা নেয়না। ভারত সরকার চায় ভারতের নানা প্রান্তে আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি তৈরি করে সাধারন মানুষকে সঠিক ভাবে আধার পরিষেবা দিতে ।
UIDAI পরীক্ষায় সফল হতে কি করতে হবে?( What to do to succeed in UIDAI test in Bengali?)
লাইসেন্সের জন্য আবেদন করার পরে আপনাকে পরীক্ষার সময়সূচী জেনে নিতে হবে। আপনাকে NSEIT এর ওয়েবসাইটে গিয়ে এই সব তথ্য জেনে নিতে হবে। লাইসেন্সের জন্য আবেদনের ৪৮ ঘণ্টা পর থেকে এই তথ্য পাওয়া যেতে পারে। NSEIT এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সময়সূচী যেমন পরীক্ষার দিন, পরীক্ষার সময় ও তারিখ, প্রবেশপত্র ইত্যাদি সব রকমের তথ্য পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে আপনি আপনার পরীক্ষার কেন্দ্র বেছে নিতে পারবেন। সঠিক সময় পরীক্ষার দিয়ে পাস করে গেলে আপনার পরীক্ষার শংসাপত্র আপনার বাড়িতেই পেয়ে যাবেন। শংসাপত্র পেয়ে গেলে আপনাকে আধার কেন্দ্র খোলার প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে।
আধার কার্ড কেন্দ্রে কি কি কাজ করা যায় ?(What can be done at Aadhaar Card Center in Bengali in Bengali?)
আধার কার্ড কেন্দ্রে আপনি অনেক রকমের সরকারি কাজ করতে পারবেন যেমন –
আপনি নতুন আধার কার্ড তৈরি করতে পারেন।
আপনি আধার কার্ড-এর নাম, ঠিকানা, ফোন নম্বর বা জন্মতারিখ ভুল হলে তা পরিবর্তন করতে পারেন।
আপনি আধার কার্ড-এর মোবাইল নম্বর পরিবর্তন হলে পরিবর্তন করতে পারেন।
আপনি আধার কার্ড-এর ছবি সঠিক না হলে পরিবর্তন করতে পারেন।
আপনি আধার কার্ড-এর ইমেইল আইডি পরিবর্তন করতে পারেন।
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি সেন্টার খোলার জন্য কি কি জিনিস লাগবে?( What are the requirements for opening Aadhaar Card Franchise Center in Bengali?)
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি সেন্টার খোলার জন্য নিচের যন্ত্র গুলি দরকার
কমপক্ষে 2টি কম্পিউটার বা ২টি ল্যাপটপ
১টি ওয়েবক্যাম,
১টি প্রিন্টার,
১টি রেটিনা আইরিস স্ক্যানার,
১টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,
মাঝারি আকারের অফিস ঘর বা দোকান হলেও চলবে,
হাই স্পিড ইন্টারনেট সংযোগ ইত্যাদি।
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য মোট কত খরচ হয়?( How much does it cost to get an Aadhaar card franchise in Bengali?)
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আপনাকে সরকারকে কোন টাকা দিতে হয় না । কিন্তু আধার কেন্দ্রে কাজের জন্য দরকারি জিনিসগুলি কেনার জন্য আপনাকে কিছু বিনিয়োগ করতে হবে। এর খরচ প্রায় 1 লাখ টাকা।আর আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড যন্ত্র ও নিতে পারেন তাতে আপনার খরচ অনেকটা কম হবে।
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নিলে কি লাভ ?( What is the benefit of taking Aadhaar card franchise in Bengali?)
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নিলে আপনি প্রতি মাসে প্রায় ৩৫ থেকে ৪৫ হাজার টাকা আয় করতে পারবেন, কারন ভারতের সব জায়গায় আধারের কাজ প্রচুর পরিমাণে হয় , নতুন আধার কার্ড তার সংগে সংগে আধারের সংশোধন প্রাচুর পরিমাণে হয়। এই আয় দিনে দিনে বাড়তে থাকে।
এই ধরনের ব্যবসা গ্রাম এলাকায় বেকার যুবকদের জন্য ভীষণ লাভজনক ব্যবসা হতে পারে।কারণ গ্রামিন এলাকায় এই ধরনের কাজের চাহিদা অনেক বেশি।
আরও পড়ুন –
বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?
কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?
বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কোন টাকা দিতে হয় ?
এখন ভারত সরকার আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কোন টাকা নেয় না ।
আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কি পরীক্ষা পাস করতে হয় ?
UIDAI পরীক্ষায় সফল হতে হয় ।
আরও পড়ুন –
IPL 2022 মোবাইল এবং টিভিতে লাইভ দেখার সেরা ৮ টি ফ্রি অ্যাপ।
আইপিএল-এ বাংলাদেশের সেরা খেলোয়াড় কারা?
অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?
GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST?
প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?
ফোন পে মোবাইল অ্যাপ থেকে টাকা আয় করুন ২০২২