লতা মঙ্গেশকর এর জীবনী লতা মঙ্গেশকর এর জন্ম তারিখ লতা মঙ্গেশকর এর জন্মস্থান লতা মঙ্গেশকর এর পিতামাতা লতা মঙ্গেশকর এর ভাইবোন
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর এর জীবনী পড়ুন (Read the Biography of Kakil Kanthi Lata Mangeshkar in Bengali)
নাম – লতা মঙ্গেশকর
জন্ম তারিখ:
28 সেপ্টেম্বর 1929
জন্মস্থান:
ইন্দোর, মধ্যপ্রদেশ, ভারত।
পিতামাতা:
পিতা – দীননাথ মঙ্গেশকর , মাতা- শেবন্তী মঙ্গেশকর
ভাইবোন:
মীনা খাদিকর, আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর, হৃদয়নাথ মঙ্গেশকর
পেশাঃ
প্লেব্যাক গায়ক, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক
ধর্মঃ
হিন্দু ধর্ম
মোট গানের সংখ্যা (প্রায়):
36টি ভাষায় 50,000টি
মৃত্যু :
6 ফেব্রুয়ারি 2021, ব্রিচ ক্যান্ডি হসপিটাল, মুম্বাই
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর ভারত তথা পৃথিবীর একজন অন্যতম সেরা গায়িকা । আজ এই নিবন্ধে আমি কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর -এর জীবনী সম্পর্কে সমস্ত কথা জানাব, আপনি যদি আরও বিশিষ্ট মানুষদের সম্পর্কে জানতে চায় এই ওয়েবসাইট থেকে তা জানতে পারেন। তিনি ভরতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গায়িকা।তাকে অনেকে ভারতের নাইটিঙ্গেল বলেন। কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড করা শিল্পী হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামকে তালিকাভুক্ত করতে পেরেছেন। তিনি তার প্লেব্যাক গানের কেরিয়ার 1942 সালে শুরু করেছিলেন এবং তিনি প্রায় সাত দশক ধরে পৃথিবীর সংগীত জগতকে সেবা করে গেছেন। লতা এক হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান রেকর্ড করেছেন বলে জানা যায়। তিনি প্রায় ছত্রিশটিরও বেশি আঞ্চলিক ভারতীয় ভাষা এবং প্রচুর বিদেশী ভাষায় গান গেয়েছেন। গায়িকা আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর ও মীনা মঙ্গেশকরের এবং সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর এর বড় বোন হল লতা মঙ্গেশকর। ভারত সরকার 1989 সালে ভারতীয় চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেন।
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর -এর শৈশব – (Lata Mangeshkar’s childhood in Bengali)
ভারতের স্রবকালের শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর 28শে সেপ্টেম্বর, 1929 সালে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের (তখনকার নাম সেন্ট্রাল প্রদেশে)এর ইন্দোর শহরে জন্মগ্রহণ করেন। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ পরিবারের সদস্য দীননাথ ও শেবন্তী মঙ্গেশকরের জ্যেষ্ঠ কন্যা সন্তান ছিলেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর-এর পাঁচ ভাই বোন ছিলেন । দীনানাথ গোয়ার মঙ্গেশি শহরের বাসিন্দা এবং তিনি তার নিজের শহরের পরিচয়ে হরিদকর থেকে মঙ্গেশকর নাম পরিবর্তন করেছিলেন। লতা মঙ্গেশকর এর পিতা পন্ডিত দীনানাথ মঙ্গেশকর ছিলেন একজন বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী, এবং দক্ষ মঞ্চ অভিনেতা। জন্মের সময় লতার নাম রাখা হয়েছিল হেমা, দীননাথ মঙ্গেশকরের পরে তার তার নাটকের একটি চরিত্রের দ্বারা ভীষণ ভাবে অনুপ্রাণিত হয়ে তার নাম পরিবর্তন করে লতা রাখেন। লতাকে বাদ দিয়ে তার চার ভাইবোন ছিল, মীনা, আশা ও উষা তিন বোন এবং এক ভাই হৃদয়নাথ। এবং এই পাঁচ ভাইবোনই তাদের বাবা দীননাথ মঙ্গেশকরের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা লাভ করেছিলেন।
ছোট বেলায় যখন কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর বয়স পাঁচ বছর বয়স তখন থেকেই তার বাবার সঙ্গীত নাটকে অভিনয় শুরু করেন। পরবর্তী সময়ে তিনি পণ্ডিত তুলসীদাস শর্মা, আমানত খান ও আমান আলি খান সাহেবের মতো উস্তাদদের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা লাভ করে ছিলেন। তিনি ছোট বেলায় প্রখ্যাত সংগীত শিল্পী কে এল সাইগেল দ্বারা ভীষণ ভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। লতা মঙ্গেশকর তেমন করে স্কুলে যেতে পারেননি এই কারনে তিনি আনুষ্ঠানিক শিক্ষা তেমনভাবে পাননি। লতার বয়স যখন মাত্র 13 বছর তখন পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর মারা যান এবং জ্যেষ্ঠ সন্তান হিসেবে পরিবারের আর্থিক দায়িত্ব পুরটাই লতা মঙ্গেশকর কাঁধে এসে পড়ে।
লতা মঙ্গেশকর তার দীর্ঘ কর্ম জীবনে নান ভাবে নানা দান রেখে গেছেন।সবেতেই যেন অন্যদের থেকে আলাদা। একটি ঈশ্বর-দানকারী কণ্ঠ তাকে 1940 এর দশক থেকে 1980 এর দশক পর্যন্ত প্রায় পৃথিবীর সফল প্লেব্যাক গায়িকা হিসাবে পরিচিতি দিয়েছে। দীর্ঘ প্লেব্যক জীবনে তিনি বৈজয়ন্তীমালা থেকে শুরু করে প্রীতি জিনতা পর্যন্ত,বলিউডের প্রায় সমস্ত নায়িকারা তার কণ্ঠ ধার করেছেন। এই দীর্ঘ সময় তার গান সারা বছর ধরে এমন কি এখনও কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করে। তিনি তার কর্মজীবনের শুরুতে অভিনয় দিয়ে শুরু করেছিলেন। তবে সঙ্গীত পরিচালক হিসেবে তার কর্মজীবন তার গায়কী ক্যারিয়ারের মতো অতটা সফল হয়নি।
1942 সালে বাবার মৃত্যুর পর লতা মঙ্গেশকর তার কর্মজীবন শুরু করেন। বিনায়ক দামোদর কর্ণাটকি নামে একজন পারিবারিক বন্ধু তাকে মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে কাজ পাইয়ে দেন। কিন্তু তার জীবনের শুরুর বছরগুলি বেশ কঠিন ছিল। কারণ লতা মঙ্গেশকর ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই করছিলেন। প্লেব্যাক গায়িকা হিসাবে তার প্রথম গান ছিল মারাঠি ছবি কিতি হাসালের জন্য সুরকার ছিলেন সদাশিবরাও নেভরেকরের গান ছিল ‘নাচুইয়া গাদে, খেলু শারি মানি হাউস ভরি’।কিন্তু মুক্তির আগেই ছবিটি থেকে গানটি বাদ দেওয়া হয়ে ছিল। প্রের বছর তিনি তার প্রথম হিন্দি গানটি 1943 সালে রেকর্ড করেন, ‘মাতা এক সপুত কি দুনিয়া বাদল দে তু’ সিনেমার নাম ছিল “গাজাভাউ”।
সঙ্গীত পরিচালক গোলাম হায়দারের পরিচালনায় কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর 1948 সালের মজবুর চলচ্চিত্রে ‘দিল মেরা তোদা, মুঝে কাহিন কা না ছোরা’ গান রেকর্ডিং করেছিলেন। 1949 সালে মহল ছবিতে অভিনেত্রী মধুবালার অন-স্ক্রিনে ‘আয়েগা আনেওয়ালা’ গানটির মাধ্যমে তার প্রথম সুপার হিট গানটি আসে।
এর পর তার সঙ্গীত জীবনের সফলতার রাস্তা শুরু হয় তিনি সেই সময়ের সমস্ত প্রধান সঙ্গীত পরিচালক এবং প্লেব্যাক গায়কদের সাথে কাজ করা শুরু করে দেন। তখনকার দিনের প্রখ্যাত সুরকার শচীন দেব বর্মণ, সলিল চৌধুরী, শঙ্কর জয়কিশান, কল্যাণজি-আনন্দজি, নৌশাদ, মদন মোহন, খৈয়াম এবং পণ্ডিত অমরনাথ হুসানলাল, ভগত রামের মতো বিখ্যাত সঙ্গীত পরিচালকদের জন্য প্লেব্যাক গান করেন। এবং তিনি যে সমস্ত গান করেছেন তার প্রায় বেশিরভাগ গানই সুপারহিট হিসাবে মানা হয়।
1950 এর দশকে, বৈজু বাওরা (1952), মাদার ইন্ডিয়া (1957), দেবদাস (1955), চোরিচোরি (1956) এবং মধুমতি (1958) এর মতো সফল চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি সাথে 1958 সালে মধুমতি চলচ্চিত্রের ‘আজা রে পরদেশী’ গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকা জন্য তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরীর।
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর তার সংগীত জীবনে কত রকমের গান গেয়েছেন (How many types of songs Lata Mangeshkar sung in her musical life in Bengali?)
লতা মঙ্গেশকর তার সংগীত জীবনে নানা রকমের গান গেয়েছেন , এবং সংগীত পরিচালকরা যে ধরনের গানই তার জন্য তৈরি করতেন তিনি তাতে সফল হতেন যেমন –
1952 সালের বৈজুবাওরা চলচ্চিত্রের রাগ ভৈরবের উপর ভিত্তি করে ‘মোহেভুল গেয়ে সাওয়ারিয়া’ এর মতো রাগ ভিত্তিক গান ।
দিল আপনা অর প্রীত পারায়ি (1960) এর ‘আজীব দাস্তান হ্যায় ইয়ে’-এর মতো পশ্চিমা থিম গান
1961 সালে হাম দোনো সিনেমার জন্য আল্লাহ তেরো নাম-এর মতো ভজন গেয়েছিলেন।
বিখ্যাত দেশাত্মবোধক গান ‘অ্যা মেরে ওয়াতান কে লোগন’-এর পরিবেশনায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সহ বিশিষ্ট ব্যক্তিদের অশ্রুসিক্ত করেছিলেন।
লতা মঙ্গেশকর তার সময়ের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকাদের জন্য কণ্ঠ দিয়েছিলেন,হিন্দি ফিল্ম জগতের নায়িকা মধুবালা থেকে মীনা কুমারী, শ্রিদেবি থেকে মাধুরী দীক্ষিত, প্রিতি জিনটা পর্যন্ত সবার জন্য গান গেয়েছেন।
এরপর তিনি নানা আঞ্চলিক ভাষার চলচ্চিত্রের জন্য প্লেব্যাক গান শুরু করেন । তামিল ভাষায় তার প্রথম গান ‘এনথান কান্নালান’1956 সালে ভানারধাম ছবিতে । মারাঠি ছবিতেও তিনি প্রচুর গান গেয়েছেন, তিনি তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের জন্য গেয়েছিলেন জাইত রে জাইতের মতো ছবিতে। হৃদয়নাথ মঙ্গেশকরের ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক। তিনি হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনায় প্রচুর সুপারহিট বাংলা গান গেয়েছেন।লতা মঙ্গেশকরের সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় প্রচুর সুপারহিট বাংলা গান গেয়েছেন। তিনি কন্নড় প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে তার আত্মপ্রকাশ করেন 1967 সালে ক্রান্তিবীর সাঙ্গোল্লি রায়না সিনেমার লক্ষ্মণ বেরলেকারের সুর করা বেল্লানে বেলাগায়িথু গানের মাধ্যমে। 1974 সালে, সলিল চৌধুরীর সুর করা নেল্লু চলচ্চিত্রের জন্য তার একমাত্র মালায়ালাম গান “কাদালি চেনকাদালি” রেকর্ড করেছিলেন।
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর কোন কোন পুরুষ প্লেব্যাক গায়কদের সঙ্গে গান গেয়েছেন ? (Lata Mangeshkar has sung with which male playback singers in Bengali?)
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর তার সময়ে প্রায় সমস্ত পুরুষ প্লেব্যাক গায়কদের সঙ্গে গান গেয়েছেন।
যেমন –
- মহম্মদ রফি
- কিশোর কুমার
- মুকেশ
- হেমন্ত কুমার
- মহেন্দ্র কাপুর
- মান্না দে-এর মতো বিশিষ্ট পুরুষ প্লেব্যাক গায়কদের সাথে গান করেছেন।
1970 এবং 1980 এর দশক পর্যন্ত কিশোর কুমারের সাথে তার দ্বৈত গানগুলি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক একটা কিংবদন্তি গান হয়ে রয়ে গেছে যা আজ পর্যন্ত প্রায় প্রতিদিন আমরা শুনতে থাকি। যেমন –
- আরাধনা (1969) চলচ্চিত্রের ‘কোরা কাগজ’
- 1971 সালের আন্ধি চলচ্চিত্রের ‘তেরে বিনা জিন্দেগি সে’
- অভিমান (1973) চলচ্চিত্রের ‘তেরে মেরে মিলান কি’
- ঘর (1978) চলচ্চিত্রের ‘আপ কি আঁখোঁ মে কুছ’-এর মতো গানগুলি।
1980-এর দশকে লতা মঙ্গেশকর রাহুল দেব বর্মনের সংগীত পরিচালনায় অনেক ছবিতে গান গেয়েছেন। রাহুল দেব বর্মন ছিলেন শচীন দেব বর্মনের ছেলে এবং ভারতের সবচেয়ে সফল সংগীত পরিচালক। RD বা রাহুল দেব বর্মন-এর সঙ্গে তিনি –
- রকি (1981) তে ‘কেয়া ইয়াহি প্যায়ার হ্যায়’
- আগর তুম না হোতে (1983) এর ‘হুমেন অর জিনে কি’
- মাসুম (1983) ছবিতে ‘তুজসে নারাজ না’
- লিবাস (1988) ছবিতে ‘সিলি হাওয়া ছু গেই’ এই সমস্ত মতো কালজয়ী গানগুলি গেয়েছেন।
সঙ্গীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সাথে কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর সবচেয়ে বেশি সুপারহিট গানগুলি তৈরি করেছিলেন। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের জুটি তাদের সাফল্যে প্রধান কারন হিসাবে লতা মঙ্গেশকর-এর কথা বলেন। এই জুটির সফল গান গুলির ভিতর –
- শাগিরদ (1968) এর ‘দিল ভিল প্যার ভ্যার’
- আশা (1980) এর শীশা হো ইয়াদিল হো,
- নসিব (1981) এর মেরে নসিব মে
- প্রেম রোগ (1982) এর ইয়ে গালিয়ান ইয়ে চৌবারা তাদের খুব জনপ্রিয় গান।
এছাড়া 1980-এর দশকে আরও অনেক সুপারহিট গান লতা মঙ্গেশকর গেয়েছেন। এর মধ্যে রয়েছে – রাম তেরি গঙ্গা মাইলি (1985) এর সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈনের সাথে টাইটেল ট্র্যাক এবং খৈয়ামের সাথে বাজারে (1982) দিখাই দিয়ে ইউন।
1990 এর দশকের পর থেকে, লতা মঙ্গেশকর যতীন ললিত, অনু মালিক , এ.আর এর মত সঙ্গীত পরিচালকদের সঙ্গে অনেক গান গেয়েছেন। এবং প্রচুর সুপারহিট গান তার কণ্ঠ থেকে আমরা শুনেছি। যেমন –
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
হাম আপকে হ্যায় কৌন
দিল সে
রং দে বাসন্তির মতো চলচ্চিত্রগুলিতে লতা মঙ্গেশকর এর প্রচুর সুপারহিট গান রয়েছে।
এর পর তিনি শারিরিক কারনে ধীরে ধীরে কাজের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়ে ছিলেন।
বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া- 2022
লতা মঙ্গেশকর-এর কিছু অ্যালবাম (Some albums by Lata Mangeshkar in Bengali)
লতা মঙ্গেশকর বেশ কিছু অ্যালবাম তৈরি করেছিলেন। জার মধ্যে তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সাথে চালা ওয়াহি দেস (1979), রাম রতন ধন পায়ো (1983) এবং শ্রদ্ধাঞ্জলি-মাই ট্রিবিউট টু দ্য ইমর্টালস (1994) খুবই জনপ্রিয়।
সংগীত পরিচালক হিসাবে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar as the music director in Bengali)
লতা মঙ্গেশকরকে সংগীত পরিচালক হিসাবে বেশ কয়েকটি গানে দেখেছি, তার মধ্যে মারাঠি চলচ্চিত্র গুলি খুবই জনপ্রিয় যার মধ্যে প্রথমটি ছিল 1955 সালে রাম রাম পাভনে। তার অন্যান্য ছবি গুলির মধ্যে মারাঠা তিতুকা মেলভাভা (1963), মোহিতানচি মঞ্জুলা (1963), সাধি মানসে (1965) এবং তাম্বদি মাটি (1965) 1969)। তিনি সাধী মানসে চলচ্চিত্রের জন্য মহারাষ্ট্র রাজ্য সরকারের সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার জিতেছেন ‘এরানিচ্যা দেবা সেরা গানের পুরস্কার পেয়ে।
সেরা শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা -২০২২
লতা মঙ্গেশকর-এর পুরস্কার ও সম্মান (Prizes and honors of Lata Mangeshkar in Bengali)
লতা মঙ্গেশকর তার সংগীত জীবনে সমস্ত রকমের পুরস্কার ও সম্মান পেয়েছেন। তার পুরস্কারের তালিকায়-
পুরস্কারের নাম | সাল |
পদ্মভূষণ | 1969 |
দাদাসাহেব ফালকে পুরস্কার | 1989 |
পদ্মবিভূষণ | 1999 |
মহারাষ্ট্র ভূষণ পুরস্কার | 1997 |
NTR জাতীয় পুরস্কার | 1999 |
ANR জাতীয় পুরস্কার | 2009 |
ভারতরত্ন | 2001 |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিন বার | 1972, 1974, 1990 |
12টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড | 1964, 1967-1973, 1975, 1981, 1983, 1985, 1987, 1991 |
প্লেব্যাক গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার | 1959,1963,1966,1970,1993,1994, |
Filmfare Awards completing 50 years | 2004 |
ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট | 1993 |
Q. লতা মঙ্গেশকর জন্মস্থান কোথায় ? লতা মঙ্গেশকর কবে জন্মগ্রহণ করেন ?
Ans.- লতা মঙ্গেশকর 28শে সেপ্টেম্বর, 1929 সালে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের (তখনকার নাম সেন্ট্রাল প্রদেশে)এর ইন্দোর শহরে জন্মগ্রহণ করেন ।
Q. লতা মঙ্গেশকরের পিতা মাতার নাম কি ? –
Ans . – পিতা – দীননাথ মঙ্গেশকর , মাতা- শেবন্তী মঙ্গেশকর
Q. লতা মঙ্গেশকর মোট কত গান গেয়েছেন ?
Ans.- 36টি ভাষায় 50,000টি প্রায়।
আরও পড়ুন –
IPL 2022 মোবাইল এবং টিভিতে লাইভ দেখার সেরা ৮ টি ফ্রি অ্যাপ।
আইপিএল-এ বাংলাদেশের সেরা খেলোয়াড় কারা?
অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?
GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST?
প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?
ফোন পে মোবাইল অ্যাপ থেকে টাকা আয় করুন ২০২২