বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া- 2022 | The idea of giving birthday gifts to children in Bengali-2022

You are currently viewing বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া- 2022 | The idea of giving birthday gifts to children in Bengali-2022

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া (The idea of ​​giving birthday gifts to children in Bengali)

“বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া” এই নিবন্ধে আজ আমি বাচ্চাদের জন্মদিনের উপহার নিয়ে আলোচনা করব। আপনি যদি বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়া নিয়ে কিছুটা চিন্তায় আছেন তবে আপনি আজকের এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়বেণ।

আমরা সবসময় প্রিয় ও আপনজনদের শুভেচ্ছা জানানোর জন্য উপহার দিয়ে থাকি। আর এই কথাটাতো সবাই মানবেন যে বাচ্চা আমাদের সবসময় সবার প্রিয়।তাই কোন বাচ্চার জন্মদিন থাকলে আমারা বাচ্চাদের জন্মদিনের উপহার নিয়ে চিন্তায় পড়ে যাই। আমাদের ভিতর একটা দন্দ শুরু হয়ে যায় যে আমি যে উপাহার টা দিচ্ছি সেটা কি বাচ্চাদের ভাল লাগবে? এটা কি বাচ্চাদের জন্মদিনের সঠিক উপহার? আজ আমি বাচ্চাদের জন্মদিনের উপহার-এর বেশ কিছু তালিকা আপনাদের কে দিছি , এই তালিকা থেকে আপনি খুব সহজেই জন্মদিনের উপহার দিতে পারবেন।

বাচ্চাদের জন্মদিনের উপহার কেন দেবেন ? (Why give kids birthday gifts in Bengali?)

বাচ্চাদের কে খুশি করার সব থেকে বড় উপায় হল উপহার দেওয়া। এবং ছোট থেকে বড় বাচ্চা  সবাই উপহার পেলেই খুশি হয়ে যায়। এবং এটা আপনি লক্ষ করবেন বাচ্চাদের জন্ম দিন এলে বাচ্চাদের জন্মদিনের উপহার কি কি পাবে তা নিয়ে তারা আগে থেকেই চিন্তা ভাবনা শুরু করে দেয়। এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কবে তারা জন্মদিনের উপহার পাবে। সে কারনে আপনি যদি যে কোন বাচ্চাদের জন্মদিনের উপহার বাচ্চদের মনের মত করে দিতে পারেন তবে সেই বাচ্চার মন খুশিতে ভরে ওঠে। আর যদি বাচ্চা একটু বড় হয় তবে তার জন্মদিনের উপহার তার কাছে একটা স্পেশাল উপহার হিসাবে থেকে যায়।  তাই বাচ্চাদের জন্মদিন এলে তাকে অবশ্যই উপহার দিতে হয়।

বাচ্চাদের জন্মদিনের উপহার-এ  কি কি থাকতে পারে?( What’s in a Baby’s Birthday Gift in Bengali?)

নিচে বাচ্চাদের জন্মদিনের উপহার-এর  তালিকা দিলাম আপনি এখান থেকে বাচ্চাদের জন্মদিনের উপহার পছন্দ করে নিতে পারবেন।

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

চকলেট বক্স (Chocolate box in Bengali)

বাচ্চাদের জন্মদিনের উপহার-এর কথা মনে এলে প্রথমেই যেটা মনে আসে সেটা হল চকলেট।  চকলেট এমন একটা উপহার যেটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ভালবাসে। আপনি চকলেটের কোন সেলিব্রেসান বক্স  দিতে পারেন, বা  নানা রকমের চকলেট কে একসঙ্গে বক্স প্যাক করে দিতে পারেন।

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

টেডি (Teddy in Bengali)

টেডি পছন্দ করে না এমন কোন বাচ্চা পাওয়া খুবই মুশকিল। টেডি বাচ্চাদের জন্মদিনের উপহার হিসাবে আপনি প্রথম সারিতে রাখতে পারেন।বাজারে নান রকমের টেডি পাওয়া যায় কম দামের ও পেতে পারেন আবার অনেক বেশী দামেরও হয়। ছোট মেয়েরা যেমন টেডি বিয়ার খুব বেশি ভাল বাসে। বাচ্চা ছেলেরা বাঘ, সিংহ এই সব বেশী করে ভালবাসে।

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

বার্বি ডল (Barbie doll in Bengali)

বার্বি ডল মেয়েদের জন্মদিনের জন্য একটা খুব ভাল উপহার। এই বার্বি ডল গুলি দেখতে খুবই সুন্দর হয়। আর মেয়েরা এটা পেয়ে খুব আনন্দ পায়। আর এই বার্বি ডলএর কম থেকে বশি সব দামের মধ্যে পাওয়া যায়। আপনি মেয়েদের জন্মদিনের উপহার হিসাবে বার্বি ডল কে অবশ্যই রাখতে পারেন।

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

ড্রইং কিট (Drawing kit in Bengali)

বাচ্চা যদি একটু বড় হয় , তবে বাচ্চারা কিন্তু ড্রইং করতে খুব ভালবাসে। তাই ছেলে মেয়ে সমস্ত বাচ্চাদের জন্য ড্রইং কিট একটা খুব ভাল উপহার হতে পারে। আর এই ধরনের উপহার বাচ্চাদের সব সময় কাজে লাগবে।

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

বিল্ডিং ব্লক্স (Building blocks in Bengali)

বাচ্চা যদি ছোট থাকে তবে বিল্ডিং ব্লক্স একটা খুব ভাল উপহার হতে পারে। রং বেরং-এর  বিল্ডিং ব্লক্স নিয়ে খেলাধুলা করলে বাচ্চাদের জ্ঞান এর বিকাশ তাড়াতাড়ি ঘটে। তাই বেশিরভাগ বাবা মা ছোট বাচ্চাদের বিল্ডিং ব্লক্স কিনে দেন। আপনি বাচ্চাদের জন্মদিনের উপহার হিসাবে বিল্ডিং ব্লক্স দিতে পারেন।

রিমোট খেলনা (Remote toys in Bengali)

বড় বাচ্চারা রিমোট খেলনা নিয়ে খেলতে খুব ভালবাসে। বিশেষ করে ছেলেরা রিমোট গাড়ি পেলে লাফিয়ে ওঠে আবার ভাল যেকোনো রিমোট ডল পেলে বাচ্চা মেয়েরা খুব খুশি হয়। তাই রিমোট  খেলনা বাচ্চাদের জন্মদিনের উপহার হিসাবে আপনি দিতে পারেন।

দোলনা (baby Swing in Bengali)

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

দোলনা শিশুদের জন্য একটা চমৎকার উপহার হতে পারে। বাচ্চাদের জন্মদিনের উপহার হিসাবে আপনি দোলনা রাখতে পারেন। এখানে আপনার বাজেট একটু বশি হতে পারে।কিন্তু দোলনা ব্যবহারের বৈজ্ঞানিক কারন খুব গুরুত্বপূর্ণ। কারন দোলনা তে দুলতে দুলতে দোলনার হাতলকে শক্ত করে ধরতে ধরতে কোন  জিনিস শক্ত করে ধরা শিখে যায়।  আর দোলনাতে আগে পিছে দুলতে দুলতে মস্তিস্কের বিকাশে সুবিধা হয়।   

বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া

মিউজিক্যাল টয় (Musical Toy)

মিউজিক্যাল টয় শিশুদের জন্য একটা চমৎকার উপহার। বাচ্চাদের জন্মদিনের উপহার হিসাবে আপনি মিউজিক্যাল টয় রাখতে পারেন। এখানে বাজেট খুব একটা বেশী হয় না।কিন্তু মিউজিক্যাল টয়-এর বৈজ্ঞানিক কারন ও খুব গুরুত্বপূর্ণ। মিউজিক্যাল টয় নিয়ে বাচ্চারা খেলা করলে তাদের দ্রুত মস্তিস্কের বিকাশ ও শব্দ সম্পর্কে ধারনা জন্মে। আপনি মিউজিক্যাল টয় কে যেকোনো  ছোট বাচ্চার জন্মদিনে উপহার হিসাবে দিতে পারেন।

স্কুল ব্যাগ (School bag in Bengali

স্কুল ব্যাগ বাচ্চাদের জন্মদিনের উপহার হিসাবে আপনি দিতে পারেন। বাচ্চা যদি স্কুলে যাওয়ার মত হয় তবে স্কুল ব্যাগ বাচ্চাদের ভীষণ কাজের জিনিশ হয়ে ওঠে। এটা বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের মা-বাবা দের ভীষণ কাজে লেগে যায়। কেননা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য স্কুল ব্যাগ তো অবশ্যই কিনতে হবে। কিন্তু খেয়াল রাখবেন বাচ্চাদের স্কুল ব্যাগে অবশ্যই কোন কার্টুন Sticker প্রিন্ট থাকে। যদি না তবে আপনাকে Sticker  আটকে দিতে হবে।

Conclusion – আশাকরি বাচ্চাদের জন্মদিনের উপহার দেওয়ার আইডিয়া সম্পর্কে কিছুটা সাহায্য করতে পারলাম ।  এই নিবন্ধ সম্পর্কে যদি কোন বক্তব্য থাকে তা নিচে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আশা করি আপনাদের  নিবন্ধটি আপনদের কাজে লাগবে।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

Q. বাচ্চাদের জন্মদিনের উপহার কি কি হয় ?

Ans. – চকলেট, স্কুল ব্যগ, দোলনা , বিল্ডিং ব্লক্স , রিমোট খেলনা্‌, টেডি, ড্রইং কিট , বার্বি ডল ইত্যাদি।

Q. ১ বছরের বাচ্চাদের জন্মদিনের উপহার কি কি হয় ?

Ans. – চকলেট, দোলনা , বিল্ডিং ব্লক্স ,টেডি, বার্বি ডল, জামা ইত্যাদি।

শেয়ার করুন -

Leave a Reply