zomato এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে – 2022? | How to do business with zomato -2022 in Bengali?

You are currently viewing zomato এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে – 2022? | How to do business with zomato -2022 in Bengali?

Table of Contents

zomato এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে? (How to do business with zomato in Bengali?)

“zomato এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে?”  আজকের এই নিবন্ধে আমি zomato এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিজিটাল ইন্ডিয়া  প্রকল্প আমাদের দেশে ভীষণ দ্রুত হারে এগোচ্ছে । এবং এই নতুন প্রকল্পের ফলে আমাদের দেশের অনেক যুবকের কর্মসংস্থান হচ্ছে।এবং আজকের দিনে মানুষ খুব দ্রুততার সঙ্গে অনলাইন মার্কেটিং, অনলাইন খাবার এবং অন্যান্য অনলাইন জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং অনলাইন ফুড ডেলিভারির ব্যবসা খুব তাড়াতাড়ি প্রসার লাভ করছে। আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন অনলাইন ফুড ডেলিভারির কারণে ডিজিটাল ইন্ডিয়ার স্টার্ট আপ ভীষণ দ্রুত হারে বাড়ছে।এবং এই স্টার্ট আপগুলির মধ্যে একটি হল Zomato যা ভারতে দ্রুত বর্ধনশীল ফুড ডেলিভারির স্টার্টআপগুলির মধ্যে এক নম্বরে উঠে এসেছে।  এই ফুড ডেলিভারির অ্যাপটি মানুষের সময়, পরিশ্রম এবং অর্থ দুটোই সাশ্রয় করছে।কারণ এর মধ্যে এমন খুবই ভাল ব্যবস্থা আছে যে, আপনি যা কিছু ডেলিভারি করবেন না কেন, আপনি অবশ্যই একটা অফার পাবেন। এর ফলে আপনার টাকা সাশ্রয় হবে তার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি আপনাকে আপনার খাবার কখন পৌঁছাবে সে সম্পর্কেও তথ্যও দিয়ে দেবে।

zomato এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে? (How to do business with zomato in Bengali?)

Zomato একটি Business App  যা Zomato কোম্পানি তৈরি করেছে।এটি প্রায় 24টি দেশে কাজ করে। Zomato একটি ফুড ডেলিভারি অ্যাপ যার মাধ্যমে মানুষ খাবার অর্ডার করে। আজকের দিনে Zomato সবচেয়ে  দ্রুত ফুড ডেলিভারি অ্যাপ বলে সবাই মনে করে।এখন প্রচুর মানুষ এই অ্যাপ ব্যবহার করে। তাই আপনি আপনার ফোন সহ প্রচুর মানুষের ফোন এই অ্যাপ পাবেন।এবং এই কারণে আপনি এতে registration করতে পারেন এবং আপনার ব্যবসাকে আপনি বাড়াতে পারেন। আপনি এখানে আপনার খাবারের ছবি এবং খাবারের মেনু বিজ্ঞাপন হিসেবে দেখাতে পারেন, এর ফলে মানুষ দোকানের খবারের প্রতি  আকর্ষিত হয়ে খাবার অর্ডার করতে পারে।এরফলে আপনার ব্যবসা অনেক বেড়ে যাবে। এছাড়াও আপনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসাকে মার্কেটিং করতে পারবেন। এতে যুক্ত হয়ে প্রচুর মানুষও প্রচুর অর্থ উপার্জন করছে। আপনি কিভাবে Zomato এ যোগদান করে অর্থ এবং লাভ উভয়ই উপার্জন করতে পারেন সে সম্পর্কে আমরা এখানে আপনাকে তথ্য দিচ্ছি।

Zomato অ্যাপ দিয়ে ব্যবসা করার পদ্ধতি (How to do business with Zomato app in Bengali)

Zomato থেকে আপনি 2টি ভাবে Zomato অ্যাপের মাধ্যমে ব্যবসা করে টাকা ইনকাম করতে পারেন –

  1. Zomato এর সাথে আপনার রেস্টুরেন্ট বা হোটেল registration করুন।
  2. ডেলিভারি সার্ভিস ম্যান হিসেবে Zomato-এ join  করতে পারেন।

Zomato এর সঙ্গে আপনার রেস্টুরেন্ট/ হোটেল registration করে ব্যবসা করুন (Business with Zomato by registering your restaurant / hotel in Bengali)

Zomato এর সঙ্গে,আপনি আপনার রেস্টুরেন্ট/ হোটেল registration করে অনেক টাকা উপার্জন করতে পারেন। মানুষ এখন অনলাইন অর্ডারের মাধ্যমে সমস্ত কাজ করতে চায়। মানুষ বাইরে খেতে না গিয়ে , নিজের  ঘর থেকে খাবার অর্ডার করে। এই কারনে আপনি জদি এদের সঙ্গে যুক্ত হন তবে আপনিও আপনিও আপনার রেস্টুরেন্ট থেকে প্রচুর খাবার-এর অর্ডার পেতে পারেন, তাহলে আপনি এর থেকে অনেক লাভ পাবেন। আপনি কিভাবে এটির সাথে আপনার রেস্টুরেন্ট registration করবেন তা এখন জানুন।

zomato বিজনেস অ্যাপ ডাউনলোড(zomato business app download in Bengali)

  • Zomato Business অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি google play Store গিয়ে , Zomato Business সার্চ করে আপনি অ্যাপটি ডাউনলোড করুন।
  • ডাউনলোড করার পর অ্যাপটিতে আপনাকে লগ-ইন করতে হবে।
  • লগ-ইন-এর পরে, আপনাকে এই অ্যাপটিতে আপনার হোটেল বা রেস্তোরাঁ registration করে নিতে হবে।
  • এখন আপনি আপনার ফোন থেকে সরাসরি আপনার রেস্তোঁরা চালাতে পারবেন।
  • আপনি যদি চান, আপনি আপনার ব্যবসার রিয়েল টাইম স্ট্যাটাস দেখতে পারেন।
  • আপনি যেকোন রকমের আপডেট ফোনের মাধ্যমেও দিতে পারেন।

Zomato তে  আপনার রেস্টুরেন্ট রেজিস্টার কিভাবে করবেন? (How to register your restaurant in Zomato in Bengali?)

Zomato-এ আপনার রেস্তোরাঁ নিবন্ধন করার জন্য, আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • প্রথমে আপনাকে বিজনেস অ্যাপ-এ registration করতে হবে।
  • তারপরে, Zomato সম্পর্কিত তথ্য ভাল করে পরে নিন। এর পর আপনার রেস্টুরেন্ট /হোটেল –এর সমস্ত  তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। । যেমন ফোন নম্বর, শহর ইত্যাদি।
  • এর পরে, আপনাকে Zomato অ্যাপে আপনার রেস্টুরেন্ট-এর  বিজ্ঞাপনটি বা অ্যাড টি আপলোড করতে হবে।
  • এবার আপনার ভেরিফিকেশন হয়ে যাবে।
  • এর পরে Zomato অ্যাপেকে আপনি ব্যবহার করতে পারবেন।

Zomato Play Store link – https://play.google.com/store/apps/details?id=com.application.zomato&hl=en_IN&gl=US

কিভাবে zomato তে কাজ করবেন ? (How to work in zomato in Bengali?)

Zomato এর সঙ্গে রেস্টুরেন্ট /হোটেল registration  করে কাজ করতে চান তবে নীচের পয়েন্ট গুল খেয়াল রাখতে হবে।

প্রথমে আপনাকে Zomato-এ আপনার রেস্টুরেন্ট /হোটেল registration করতে হবে। এর ফলে মানুষ আপনার খাবার সম্পর্কে জানতে পারে।

তাই তাড়াতাড়ি আপনি Zomato এ নিজেকে registration করে নেবেন, আপনাকে কোম্পানির পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হবে। সেটা মাথায় রেখেই আপনাকে আপনার মেনু প্রস্তুত করুন ।

মেনু তৈরি করার সময়, প্রতিটি ছোট জিনিস মাথায় রাখুন যাতে লোকেরা আপনার খাবারের প্রতি আকৃষ্ট হয়।

আপনি যখন মেনু তৈরি করা শুরু করবেন।ধীরে ধীরে লোকেরা আপনাকে পছন্দ করা শুরু করবে, আপনিও অর্ডার পেতে শুরু করবেন।

এর মাধ্যমে আপনার ব্যবসার স্টার্টআপ খুব দ্রুত বাড়তে থাকবে।

আপনি যদি চান, আপনি মেনুতে ডিসকাউন্ট অফার রাখতে পারেন যাতে লোকেরা আপনার কাছ থেকে আরও বেশি করে অর্ডার করতে পারে।

Zomato এর সঙ্গে ব্যবসা করার জন্য কি যোগ্যতা লাগে ? (What are the qualifications required to do business with Zomato in Bengali?)

Zomato এর সাথে ব্যবসা করার জন্য আপনাকে কয়েকটি যোগ্যতা পুরন করতে হবে।

  • আপনার একটি প্রাইভেট লিমিটেড লাইসেন্স, এলএলপি দরকার।
  • আপনার ব্যবসার টার্নওভার কত তার প্রমান পত্র ।
  • FSSAI লাইসেন্স থাকাও বাধ্যতামূলক।

zomato কমিশন কত ? (How much is the zomato commission in Bengali?)

registration এর সময়  আপনাকে Zomato-এ 7.5 শতাংশ দিতে হবে। এর মধ্যে ডেলিভারি সার্ভিস এবং পেমেন্ট গেটওয়ে চার্জ অন্তর্ভুক্ত করা হবে না।

যে সমস্ত রেস্তোরাঁ/হোটেল এক সপ্তাহে 50টিরও কম অর্ডার আছে, তাদের 99 টাকা এবং 2.99 শতাংশ কমিশন দিতে হবে।

যে সমস্ত রেস্তোরাঁ হোটেল এক সপ্তাহে 50 টির বেশি অর্ডার অতিক্রম করেছে তাকে কোনো কমিশন চার্জ দিতে হবে না।

Zomato এর সঙ্গে ব্যবসা করে কত লাভ ?( What are the benefits of doing business with Zomato in Bengali?)

Zomato এর সাথে ব্যবসা করে আপনি অনেক লাভ করতে পারবনে। আপনার যদি একটি ছোট রেস্তোরাঁ/হোটেল থাকে তবে প্রতি মাসে প্রায় 20,000 থেকে 30,000 আয় করতে পারেন। যা আপনার জন্য খুবই উপকারী হবে।

Zomato তে  ডেলিভারি সার্ভিস দিয়ে আয় করতে পারেন।(You can earn with delivery service at Zomato in Bengali)

আপনার যদি নিজস্ব কোনো রেস্তোরাঁ/হোটেল না থাকে, তাহলেও আপনি Zomato থেকে আয় করতে পারবেন। আপনি   ডেলিভারি পরিষেবা দিয়ে Zomato-এর সাথে যোগ দিতে পারেন। যেকোনো অনলাইন শপিং অ্যাপ মতোই এই কাজটি করা হয়। এখানে আপনি ডেলিভারি বয় হিসাবে যোগদান করতে পারেন এবং মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে টাকা ইনকাম করতে পারেন।

Zomato তে ডেলিভারি বয় হওয়ার পদ্ধতি ?( How to be a Delivery Boy in Zomato in Bengali?)

Zomato-এ ডেলিভারি বয় হিসাবে যোগ দিতে গেলে , এর জন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি অবলম্বন করতে হবে ।

Zomato ডেলিভারি বয় হওয়ার জন্য, আপনাকে প্রথমে নিজেকে ডেলিভারি সার্ভিস প্রোভাইডার হিসেবে registration করতে হবে।

আপনি যখন এটিতে registration  করে নেবেন, তার পরে আপনাকে সমস্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

এরপর আপনি গ্রহকদের অর্ডারের বিজ্ঞপ্তি পেতে শুরু করবেন ।

এবং আপনাকে নিদিষ্ট রেস্তোরাঁয় যেতে হবে এবং গ্রাহকের দেওয়া ঠিকানায় ডেলিভারি দিতে হবে।

Zomato ডেলিভারি বয় হওয়ার যোগ্যতা? (Eligibility to be a Zomato Delivery Boy in Bengali?)

Zomato ডেলিভারি বয় হতে হলে আপনাকে কমপক্ষে 12 তম পাস হতে হবে, তবেই আপনি এতে যোগ দিতে পারেন।

zomato ডেলিভারি বয় কমিশন কত?( How much is the zomato delivery boy commission in Bengali?)

Zomato ডেলিভারি বয় রেস্তোরাঁ থেকে 5-10% পর্যন্ত কমিশন পায়।  এবং গ্রাহকরা তাদের ডেলিভারি পরিষেবা দেওয়ার জন্য একটি টিপ ( অতিরিক্ত টাকা ) হিসাবে টাকা দেয়।

zomato ডেলিভারি বয় হিসাবে কত উপার্জন? (How much do you earn as a zomato delivery boy in Bengali?)

Zomato ডেলিভারি বয় হয়ে আপনি প্রতি মাসে কমপক্ষে 5 থেকে 10 হাজার টাকা আয় করতে পারেন। আর উৎসবের মরসুমের আপনার আয় এর 2-3গুন হতে পারে কারণ ওই সময়ে বেশিরভাগ মানুষই বাইরে থেকে খাবার অর্ডার করে। আর উৎসবে কমিশন ও টিপও বেশি হয়ে যায়। তাই অই সময় বেশী টাকা ইনকাম করা যায়।

আরও পড়ুন –

ইবে(Ebay)ব্যবসা শুরু করবেন কিভাবে?

শেয়ার করুন -

Leave a Reply