উচ্চ রক্তচাপ কমাতে দারুচিনি ভীষণ উপকারী, জেনে নিন কীভাবে খাবেন,ছেড়ে পালাবে হাই ব্লাড প্রেসার

You are currently viewing উচ্চ রক্তচাপ কমাতে দারুচিনি ভীষণ উপকারী, জেনে নিন কীভাবে খাবেন,ছেড়ে পালাবে হাই ব্লাড প্রেসার

আজকের দিনে উচ্চ রক্তচাপ একটা খুব বড় সমস্যা।বিশ্বজুড়ে বহু মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, যার কারণে তাদের প্রতিদিন আমদের নান রকমের ওষুধ খেতে হয় ও নান রকমের চিকিৎসা করাতে হয়, কিন্তু তার পরেও অনেকে এই রোগ থেকে মুক্তি পান না । আপনি কি জানেন যে উচ্চ রক্তচাপ কমাতে আপনার রান্নাঘরে ব্যবহৃত দারুচিনি ভয়ানক ভাল কাজ করে।

আপনি এটি ব্যবহার করে অনেক সুবিধা নানা রকমের সুবিধা পেতে পারেন। এটি শুধুমাত্র আপনার রক্তচাপ কমায় না বরং মাথাব্যথা এবং অনিদ্রার ইত্যাদি নান সমস্যা কমাতেও সাহায্য করে। এর পাশাপাশি মস্তিষ্কের স্নায়ুও কে ঠিক রাখে এর ফলে শরীরে রক্ত ​​সঞ্চালন সঠিকভাবে হয়। আসলে দারুচিনিতে প্রোটিন, পটাশিয়াম, জিঙ্ক, থায়ামিন, রিবোফ্লাভিন, লাইকোপিন, ক্যালসিয়াম এবং ফাইবার পাওয়া যায়। এছাড়া এতে রয়েছে আয়রন, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ।

উচ্চ রক্তচাপে দারুচিনি কি ভাবে কাজ করে

কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুচিনিতে ফাইবার, ভিটামিন বি এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যার সাহায্যে কোলেস্টেরল কমানো যায়। এর ফলে শুধু পরিপাকতন্ত্র ঠিক থাকে না, শরীরে চর্বিও জমে না। এই সমস্ত কারণ আপনাকে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

রক্তনালী কে সুস্থ রাখে

উচ্চ রক্তচাপ থাকলে রক্তনালীতে বেশি চাপ পড়ে এবং হার্টের সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে হার্ট স্ট্রোক, অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের ঝুঁকি বাড়ে, তবে দারুচিনির ব্যবহার আপনার স্নায়ুকে অনেক বিশ্রাম দেয় এবং রক্ত ​​সঞ্চালনও সঠিকভাবে হয়।

দারুচিনি তে প্রচুর পটাসিয়াম থাকে

রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সোডিয়ামের পরিমাণ ভারসাম্য রাখা বা কমানো খুবই গুরুত্বপূর্ণ, তাই উচ্চ রক্তচাপ রোগীদের কম সোডিয়াম সমৃদ্ধ লবণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সোডিয়ামের পরিমাণ ভারসাম্য রাখতে হলে বেশি পরিমাণে পটাশিয়াম গ্রহণ করতে হবে। এর জন্য দারুচিনি সেদ্ধ করে এর জল পান করতে পারেন।

অ্যান্টি-ইনফ্লেমেটরি গুনে ভরপুর

বিপির কারণে আপনার মস্তিষ্কের স্নায়ু ও স্নায়ু ফুলে যেতে পারে এবং প্রচণ্ড মাথাব্যথার সমস্যা হতে পারে তবে এর জন্য আপনি দারুচিনি খেতে পারেন। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে আপনি অনেক উপশম পেতে পারেন।

এবার জেনে নিন উচ্চ রক্তচাপে থাকলে দারুচিনি কীভাবে খাবেন –

1. রক্তচাপ কমাতে আপনি রাতে দারুচিনি ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে এর জল পান করতে পারেন।

2. এছাড়াও, আপনি সন্ধ্যায় দারুচিনি সিদ্ধ করার পরে দারুচিনি পান করতে পারেন।

3. স্নায়ু শিথিল করার জন্য, আপনি দারুচিনির গুঁড়ো মধুর সাথে মিশিয়ে খেতে পারেন।

4. এছাড়াও, আপনি খাবারে দারুচিনি বা দারুচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন।

5. সালাদে বা রাইতায় হালকা দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন।

6. আপনি দারুচিনি চা বানাতে পারেন। এতে আদা, তুলসী ও গুড় যোগ করতে পারেন।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন। ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply