কিভাবে বুঝবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে? | How do you know your social media account has been hacked in Bengali?

You are currently viewing কিভাবে বুঝবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে? | How do you know your social media account has been hacked in Bengali?

কিভাবে বুঝবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে? (How do you know your social media account has been hacked in Bengali?)

“কিভাবে বুঝবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে? “ আজকের এই  নিবন্ধে আমি আপনাদের জানাব  কিভাবে বুঝবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বুঝতে পারবেন ।

সোশাল মিডিয়া আমরা প্রায় প্রত্যকে ব্যবহার করি। এবং এই সোশাল মিডিয়ার উপর ভরসা করে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সঞ্চিত রাখি এবং একে অপের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করি। তাই আমাদের সর্বদা আমাদের সোশাল মিডিয়া  অ্যাকাউন্টগুলির উপর ভালভাবে নজর রাখা উচিত। যাতে কন হ্যাকার সহজেই আমাদের এই সোশাল মিডিয়া  অ্যাকাউন্টগুলি হ্যাক না করতে পারে।

আজকের এই ডিজিটাল  দুনিয়ায় আমাদের অনলাইন ডেটাকে নিরাপদ রাখা সবচেয়ে বড় কঠিন ব্যপার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিজেদের সুরক্ষিত বলে ঘোষণা বা দাবি করুক, এবং এদের গাইডলাইন যতই শক্তপোক্ত হোক না কেন আমরা সধারন লোকেরা নানা রকমের হ্যাকারদের নিয়ন্ত্রনে চলে আসি। এবং আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ।

তাই বলি যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে তবে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে জানতে হবে আপনার  সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কোন হ্যাকার দ্বারা হ্যাক করা হয়েছে কিনা, এবং তার লক্ষণগুলি  কি কি । আমি নিচে সমস্ত লক্ষণগুলি নিয়ে আলোচনা করেছি, যাতে আপনারা খুব সহজেই বুঝে জান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয়নি ।

১। আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে?

যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানার জন্য প্রধান ও প্রথম লক্ষণ হল আপনি আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না আপনার পাসওয়ার্ড দিয়ে। যখন আপনি লগ ইন করতে চাইছেন,  তখন অপ্সান আসতে পারে –

“ Wrong user id and password”

অথবা, “You have entered old Password”

অথবা, “Your password is not correct”

এই ধরনের অপ্সান দিতে পারে, এরকম অপ্সান এলে আপনাকের বুঝে নিতে হবে যে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছে এবং আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেছে।

তবে এই লক্ষণ কে আপনি মনে রাখতে পারেন। তবে একথাও ঠিক যে  হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট-এর পাসওয়ার্ড পরিবর্তন না করেই অ্যাকাউন্টকে অ্যাক্সেস করে যা খুশি তাই করতে পারে। এতে আপনি হটাত করে বুঝতে পারবেন না  যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।  এবং এর জন্য আপনি নিচের লক্ষণ জেনে রাখতে পারেন, আর কি কি ভাবে অ্যাকাউন্ট হ্যাক হয়।

২। আপনার প্রোফাইল থেকে যদি  Random Post  হতে থাকে। (

অনেক সময় হ্যাকাররা আপনার  ID ব্যবহার করে তাদের কোন বড় মাপের  প্রচার করতে চায়, এর জন্য তারা  অনেক বৃহৎ দর্শকদের কাছে কোন লিঙ্ক শেয়ার করতে থাকে ।

কোন সময় যদি আপনার বন্ধুরা আপনার প্রোফাইল থেকে  এরকম কোন অস্বাভাবিক পোস্ট পেতে থেকে এবং আপনাকে সেটা জানায় , তবে আপনাকে সমস্ত ব্যপার খুঁটিয়ে দেখতে হবে।  এবং এটা একটা অনেক বড় লক্ষণ যে আপনার অ্যাকাউন্ট সম্প্রতি হ্যাক হয়েছে৷

এবং এখানে একটা কথা বলে রাখি , যদি আপনি পোস্ট গুলি অনেক জনপ্রিয় এবং আপনি সোশাল মিডিয়ায় অনেক বেশি লোকের সঙ্গে connected  আছেন , তবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

৩। আপনার কন্টাক্ট লিস্ট থেকে  অস্বাভাবিক মেসেজ আসতে থাকে ?

হ্যাকার যখন আপনার অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক মেসেজ পাঠাবে , তখন স্বাভাবিক ভাবে আপনার মেসেজ যারা পাবেন তারাও তার উত্তর দেবেন । এবং আপনি প্রচুর পরিমাণে মেসেজ পাবেন । এবং এধরণের যখন অস্বাভাবিক মেসেজ আপনি পাবেন তখন আপনি পুর জিনিসটা যাচাই করে দেখুন।

৪। রিমোট লগইন

লগইন হিস্ট্রি দেখে অনেক সময়  বোঝা যায় যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা।  বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের সফটওয়ারে লগইন হিস্ট্রি স্টোর করে রাখে। তাই  হ্যাকার যদি আপনার অ্যাকাউন্ট  কোন রিমোট লকেসান থেকে হ্যাক করেন, যেখানে আপনি আগে কখনো যাননি।

এছাড়া কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লগইন-এর সঠিক সময়ও ট্র্যাক করে। আপনি যদি দেখেন আপনার অনুপস্থিতিতে আপনার id লগইন হয়েছ,  তবে অন্য  কেউ আপনার id  লগইন বা হ্যাক করেছে ।

তবে এখানে একটা ভাল কথা বলব যে আপনি যদি আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার  করার সময় ঘন ঘন একটি VPN ব্যবহার করেন। তবে হ্যাকারদের আপনার id হ্যাক করা অনেক কষ্টের হবে।

৫।  হটাত আপনার বন্ধু বা ফলয়ার বা সাবসক্রাইবার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে যায় ।

যদি আপনি দেখতে পেলেন হটাত আপনার Friend , Followers প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং আপানার কাছে প্রচুর পরিমাণে মেসেজ আসছে। তবে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

হ্যাকাররা প্রায়ই এই সুযোগের সদ্ব্যবহার করে কোন খারাপ  লিঙ্ক এবং  খারাপ বিষয়বস্তু আপনার নেটওয়ার্কে মাধ্যমে অন্য লোকেদের  ছড়িয়ে দিয়ে থাকে।

৬। আপনার Business  Page বা গ্রুপে সন্দেহজনক কার্যকলাপ হলে।

আপনার যদি কোন ভাল বিজনেস পেজ থাকে বা আপনি কোন গ্রুপের এডমিন হন, এবং আপনি যদি দেখতে পান যে আপনার পেজ বা গ্রুপে কোনও সন্দেহজনক কার্যকলাপ ঘটেছে , তবে আপনাকে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখুন।

 আপনি যদি দেখেন যে আপনার অজান্তে কেউ কোন প্রচার চালাচ্ছেন বা আপনার তালিকাভুক্ত নয় এমন কিছু বিক্রি করার চেষ্টা করছেন, তাহলে এই বিশ্য়  নিয়ে আপনাকে অনুসন্ধান করতে হবে।

অধিকন্তু, আপনার অ্যাকাউন্টের সাথে  connected Page  বা group এর এডমিন এর অনুমতিতে পরিবর্তনগুলি যা অন্য প্রশাসক বা মডারেটররা সংশোধন করেননি  এই সমস্ত বিষয়ে আপনাকে বিশেষ সতর্ক হতে হবে।

৭। ইমেল নটিফিকেশান Unauthorized Access এর ব্যাপারে নজর  রাখুন

আপনি যদি আপনার সোশাল মিডিয়ার  id তে লগইন সম্পর্কে অতিরিক্ত সতর্কতা এবং অতিরিক্ত নিরাপত্তা  নিয়ম গুলি মানেন , তবে বেশিরভাগ সোশাল মিডিয়ার   যেমন Facebook, Twitter, ইত্যাদি থেকে লগইন এর সময়  আপনাকে নটিফিকেশান পাঠাবে।

আপনি এই সমস্ত ক্ষেত্রে যখন হ্যাকার অন্য যেকোনো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করে , তখন আপনার কাছে ইমেল আসে , এবং এই বিশয়টা আপনাকে নজরে রাখতে হবে।

তাছাড়া, আপনি যদি কোন সময় আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে বা আপনার OTP পরীক্ষা করার জন্য কোন  ইমেল পান, তবে অবশ্যই আপনি আপনার লগইন হিস্ট্রি ভাল করে দেখুন হতে পারে আপনার id হ্যাক হয়েছে।

আমি মোটা হবো কিভাবে?

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি কেন হ্যাক হয়?

যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিচের সম্ভাব্য কারণগুলির জন্য হ্যাক হতে পারে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেকোনো ওয়েবসাইট বা অ্যাপের জন্য সাইন আপ করা।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট-এর পাসওয়ার্ড খুবই দুর্বল  প্রকৃতির ব্যবহার করা। এবং ব্রাউজারে পাসওয়ার্ড  কে সেভ রাখা।

সাধারন পাবলিক  Wi-Fi এর সাথে কানেক্ট করে  সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা।

একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এ একই পাসওয়ার্ড ব্যবহার করা।

আপনার ইনবক্সে সন্দেহজনক লিঙ্কগুলিতে ক্লিক করা ।

কীভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগ হ্যাক এড়ানো যায়

তবে একটা কথা আপনি যদি এই বিশয় গুলি মাথায় রাখেন  তবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়া এড়াতে পারবেন।

আপনি যদি আপনার অ্যাকাউন্টকে যেমন facebook, linkdin  নিরাপদ রাখতে চান তবে  উপরে দেওয়া বিষয়গুলি সমস্ত এড়িয়ে চলুন।

আপনি  আপনার সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট –এর জন্য আলাদা আলাদা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

two-factor authentication কে enable করুন ও ব্যবহার করুন।

 অ্যাকাউন্ট –এর security question গুলিকে সঠিকভাবে সেট আপ করুন।

ইন্টারনেট ব্যবহার করার সময় আপনার ব্রাউজারে কি কি ক্রা উচিত এবং কি করা উচিত নয় তা জেনে নিন।

 এগুলি ছাড়াও, আপনার অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারনেট ব্রাউজ করার সময় প্রাথমিক ভাবে কি কি করণীয় এবং কি কি করণীয় নয় তা জেনে নিন ৷

Conclusion – আশাকরি আমার এই নিবন্ধ আপনাদের কিছুটা কাজে লাগবে। আপনি আমার এই লেখা বা এই ওয়েবসাইটের অন্য লেখা এর সম্পর্কে কোন রকমের মন্তব্য থাকলে নিচে কমেট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। যদি নতুন কোন বিষয়ে জানতে চান তা ও জানাবেন।

একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন?

শেয়ার করুন -

Leave a Reply