ভারতীয় রেলের নতুন পরিষেবা- ট্রেনে রাতে ঘুমিয়ে পড়লেও গন্তব্য স্টেশনের আগেই জাগিয়ে দেওয়া হবে, বিস্তারিত জানুন

You are currently viewing ভারতীয় রেলের নতুন পরিষেবা- ট্রেনে রাতে ঘুমিয়ে পড়লেও গন্তব্য স্টেশনের আগেই জাগিয়ে দেওয়া হবে, বিস্তারিত জানুন

দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময় আমরা নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় , তবে রাত্রে যেটা বড় সমস্যা হয় সেটা হল যাত্রীকেই ঘুম নিয়ে । অনেকক্ষেত্রেই দেখা যায় যাত্রীরা ঘুমে অচেতন থাকার কারণে সঠিক স্টেশনে নামতে পারেননি। আবার এর ঠিক উলটো তা ও ঘটে , যাত্রীরা সঠিক স্টেশনের নামবেন বলে ঘুমোতেই পারেন না। যাত্রীদের এই সমস্ত সমস্যার সমাধান করতেই এবারে তৎপর হয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে এমন একটি পরিষেবা চালু করা হয়েছে, যার কারণে নির্দিষ্ট স্টেশন আসার আগেই ঘুম থেকে উঠে যেতে পারবেন যাত্রীরা।অর্থাৎ রাত্রে না ঘুমিয়ে থাকতে হবে না। এই পরিষেবার খবর জনসম্মুখে আসার পর থেকেই যাত্রীদের মধ্যে বারংবার প্রশ্ন উঠেছে যে কিভাবে এই পরিষেবা তারা পেতে পারবেন , বা কিভাবে ঘুম থেকে উঠিয়ে দেবে ভারতীয় রেলের কর্তৃপক্ষ। আজকের এই লেখাটি প্রড়ুন এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

কি এই পরিষেবা

ভারতীয় রেলের পক্ষ থেকে , রাতে যাত্রাকালে যাত্রীরা ঘুমিয়ে পড়লেও যাতে সঠিক স্টেশনের নামতে পারেন সেই জন্য যে কার্যকরী প্রকল্প নেওয়া হয়েছে তার নাম হলো ডেস্টিনেশন অ্যালার্ট ওয়েক আপ অ্যলার্ম। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেনে ঘুমিয়ে যাওয়ার কারণে যাত্রীদের স্টেশন মিস করার ঘটনা বারংবার ভারতীয় রেলের সামনে উঠে এসেছে। যার জেরে এইরূপ পরিষেবা চালু করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে ।

এই প্রকল্পে যেসকল যাত্রীরা এই পরিষেবার সুবিধা নেবেন ওই সকল যাত্রীদের গন্তব্য স্টেশন আসার ঠিক ২০ মিনিট পূর্বে অ্যালার্মের মাধ্যমে জাগিয়ে দেওয়া হবে। তবে এর জন্য আপনাকে অল্প কিছু টাকা ব্যয় করতে হবে। এর জন্য আপনাকে দিতে হবে মাত্র ৩ টাকা। রাত এগারোটা থেকে শুরু করে সকাল ৭ টা পর্যন্ত যেকোনো যাত্রী নূন্যতম ৩ টাকার বিনিময়ে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। এমনকি কখনও যদি ট্রেন লেট থাকে তবে ট্রেন যে সময়ে যাত্রীর গন্তব্য স্টেশনে পৌঁছোবে তার ঠিক ২০ মিনিট পূর্বে যাত্রীদের জাগিয়ে দেওয়া হবে বিশেষ অ্যালার্ম মারফত ।

কিভাবে নেবেন এই পরিষেবার সুবিধা ?

  • ডেস্টিনেশন অ্যালার্ট ওয়েক আপ অ্যালার্ম এর সুবিধা নেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনাকে IRCTC হেল্পলাইন ১৩৯ নম্বরে কল করতে হবে।
  • এরপর আপনাকে আপনার পছন্দসই একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করতে হবে।
  • ডেস্টিনেশন অ্যালার্ট অ্যালার্মের সুবিধা নেওয়ার জন্য প্রথমে আপনাকে ৭ এবং পরবর্তীতে ২ নম্বর প্রেস করতে হবে।
  • এরপর আপনাকে আপনার ১০ অঙ্কের PNR নম্বরটি সঠিকভাবে লিখতে হবে।
  • এরপর PNR নম্বরটি কনফার্ম করার জন্য ১ ডায়াল করলেই আপনি এই পরিষেবার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply