জিও পার্টনার হয়ে বাড়ি থেকে কাজ করুন! মোবাইল থেকে কাজ করে অনেক টাকা আয় করুন

You are currently viewing জিও পার্টনার হয়ে বাড়ি থেকে কাজ করুন! মোবাইল থেকে কাজ করে অনেক টাকা আয় করুন

আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, যাদের সঙ্গে পার্টনার হয়ে আপনি অনেক টাকা আয় করতে পারেন। এই সমস্ত কোম্পানিতে পার্টনারশিপে জয়েন করে আপনি ঘরে বসে অনেক আয় করতে পারবেন। কিন্তু আমারা সাধারন মানুষরা জানি না কিভাবে এই কোম্পানীতে যোগ দিয়ে টাকা আয় করা যায়, তার সঠিক পদ্ধতি কি। আজ এই লেখাতে আপনি কীভাবে Jio এর সাথে আপনার ব্যবসা শুরু করবেন এবং টাকাও আয় করবেন তা বিস্তারিত বলব। কেবল মাত্র একটা মোবাইল থাকলে আপনি মোবাইলে কাজ করে অনেক টাকা আয় করতে পারেন। আপনাকে আর বেকার থাকতে হবে না।

জিও পার্টনার হয়ে কি ভাবে ব্যবসা শুরু করবেন-

Jio-এর মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে হলে আপনাকে Jio Pos Lite অ্যাপ সম্পর্কে জানতে হবে। এবং এটা যে কেউ করতে পারেন। আপনি এই অ্যাপের সাহায্যে Jio-এর সাথে আপনার ব্যবসা শুরু করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক, এই অ্যাপসের সাহায্যে আপনি কী ধরনের ব্যবসা শুরু করতে পারবেন।

আপনি Jio এর সাথে যোগ দিয়ে কি কি কাজ করতে পারবেন

আপনি – Jio Jio Pos Lite অ্যাপে যোগদান করে নিম্নলিখিত কাজগুলি করতে পারবেন –

  • আপনি লোকেদের রিচার্জ,
  • জিও নিউ সিম অ্যাক্টিভেশন,
  • জিও ফাইবার লিড ক্যাপচার,
  • সিম হোম ডেলিভারি,
  • ডিভাইস সলিউশন ইত্যাদি সুবিধা দিতে পারেন।

আর এই সব কাজগুলি আপনি কেবল একটি মোবাইল থেকেই করতে পারবেন। তাই এই কাজে আপনি মূলধন খুব বেশি লাগবে না।

জিও পার্টনার হওয়ার জন্য কি কি জিনিস লাগবে –

একটি Jio পার্টনার হতে,-

  • আপনার একটি Jio সিমের পাশাপাশি একটি ভাল কন্ডিশনের স্মার্টফোন থাকতে হবে৷
  • এছাড়াও, আপনার আধার কার্ড (মোবাইল নম্বর আধারে লিঙ্ক করা উচিত),
  • প্যান কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে।

আপনি যদি এই কটা জিনিস জোগাড় করতে পারেন তবে আপনি জিও পার্টনার হতে পারবেন।

Jio-এ যোগ দিয়ে আপনি কত টাকা আয় করতে পারেন-

Jio Pos Lite অ্যাপের মাধ্যমে কাউকে রিচার্জ করেন, তাহলে বিনিময়ে আপনাকে 4% কমিশন পাবেন।

আপনি যদি একজন গ্রাহককে 200 টাকা রিচার্জ করেন, তাহলে আপনি 8 টাকা কমিশন পাবেন।

আর যদি আমরা নিউ সিম অ্যাক্টিভেশনের কথা বলি, তাহলে আপনি যদি ১টি সিম অ্যাক্টিভেট করেন বা পোর্ট করেন, তাহলে আপনি 150 টাকা পর্যন্ত কমিশন পাবেন।

এছাড়া আরও অন্যান্য কাজে আলাদা আলাদা কমিশন পাবেন।

কিভাবে JioPOS Lite-এর সঙ্গে কাজ শুরু করবেন-

আপনি নিজেই JioPOS Lite- মোবাইলে ইন্সটল করে তার থেকে বাকি তথ্য নিতে পারেন। এছাড়া আপনি নীচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। ভিডিওতে আপনি Jio পার্টনার হওয়ার বিষয়ে সম্পূর্ণ তথ্য পাবেন।

ব্যবসা-বাণিজ্য , প্রকল্প সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply