মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নতুন নিয়ম চালু করল সরকার ও পর্ষদ, সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ

You are currently viewing মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নতুন নিয়ম চালু করল সরকার ও পর্ষদ, সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতেই প্রতি বছর পরীক্ষার্থীরা নান রকমের সমস্যায় পড়েন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে আমরা প্রায় দেখি। তাই সরকার এবং পর্ষদ এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam 2023) প্রশ্নপত্র নিয়ে যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য সমস্ত দিক খতিয়ে দেখা শুরু করে দিয়েছেন। এবং তার জন্য নান রকমের পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই জন্য ইতিমধ্যে নান রকমের একাধিক নতুন নিয়ম ঘোষণা করেছেন। এবারে আবার গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মত কোন রকম সমস্যা না দেখা দেয় তা রুখতে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE HS Exam 2023).

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নতুন নিয়ম চালু করল সরকার ও পর্ষদ, সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩

প্রথমেই জানাই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ হবে মার্চ মাসের ১৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত।এবং এই পরীক্ষা ঘিরে কোন সমস্যা যাতে না হয় সেই বিষয়ে এখন থেকে ভীষণ সতর্ক সংসদ এবং সংসদ নানা সতর্কতা ইতিমধ্যেই জারিও করে ফেলেছেন।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সংসদের সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় এক নির্দেশিকা ঘোষণা করেছেন, যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সর্বমোট ২৬ টি নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা- ২০২৩ নতুন নিয়ম জেনে নিন –

নির্দেশিকায় বলা হয়েছে,
1) প্রতিটি পরীক্ষার দিন সংশ্লিষ্ট সেন্টার ইনচার্জ সকাল বেলায় সেন্টার সেক্রেটারি ও দুজন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট সংসদকর্মীর কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন।

এবং তার পর সেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার বা তাঁর মনোনীত কোনও শিক্ষক প্রতিনিধির হাতে দেবেন।
তবে এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে হবে পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে।

2) নির্দেশিকা তে আরও বলা হয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার ঠিক ৩০ মিনিট আগে ভেন্যু সুপারভাইজারদের নির্দেশ মেনে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

তার পরে প্যাকেটে থাকা প্রশ্নপত্রগুলো নিরীক্ষকদের উপস্থিতিতে ভাল করে পরীক্ষা করতে হবে। নিরদেশিকাতে বার বার বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের আগে যেন কোন ভাবেই প্রশ্নপত্রের প্যাকেটের সিল খোলা না হয়। আর আগে থেকে প্যাকেটের সিল খোলা থাকলেও সেটা হল সুপার কে জানাতে হবে।

3) বিষয় ভিত্তিক নির্দিষ্ট প্রশ্নপত্র সংসদ প্রেরিত খামে ঢুকিয়ে বন্ধ করে তা সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরীক্ষকদের স্বাক্ষর করানোর পর তাদের হাতে তুলে দিতে হবে।

৪) পরীক্ষার হলে কোন ভাবেই মোবাইল নিয়ে যাওয়া যাবে না, বা কোন ভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর আগেই এবং প্রশ্নপত্র খোলার আগে মোবাই হল সুপারের কাছে জমা দিতে হবে, এবং সেগুলো লকারে আটকে রাখতে হবে।

৫) এবারের নির্দেশিকাতে আরও বলা হয়েছে যে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ-এর কাজ সকাল দশটার আগে শুরু করা যাবে না।
এবং পর্ষদ যে এবারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে বিভিন্ন অসাধু কাজ যেমন টোকাটুকি ইত্যাদি আটকাতে ভীষণ কড়া পদখেপ নেবে তা বলাই বাহুল্য ।

যদিও পরীক্ষা শুরু হতে এখনোও বাকি দু মাস , তাই এর মধ্যে পর্ষদ নতুন আর কি নির্দেশিকা দেয় তা নিয়ে সবাই আলোচনা করছে।

আপনি কি ট্যাক্স রিটার্ন ফাইলের 31 ডিসেম্বরের সময়সীমা মিস করে গেছেন ? ভয় নেই , জেন নিন কি করতে হবে?

শেয়ার করুন -

Leave a Reply