Mobile App – এই 12 টি নিষিদ্ধ অ্যাপ মোবাইলে থাকলেই অবশ্যই ডিলিট করে দেবেন, না হলে ভীষণ বিপদ- জানুন বিস্তারিত

You are currently viewing Mobile App – এই 12 টি নিষিদ্ধ অ্যাপ মোবাইলে থাকলেই অবশ্যই ডিলিট করে দেবেন, না হলে ভীষণ বিপদ- জানুন বিস্তারিত

মোবাইল ছাড়া আমরা আমাদের জীবন প্রায় প্রায় অচল, তা সেই কোন বিল পেমেন্ট, কোন মার্কেটিং অথবা কোন চাকরির আবেদন, মোবাইল বর্তমানে যোগাযোগের পরিসীমা আরো বাড়িয়েছে, ফলে কমেছে প্রিয়জনদের থেকে দূরে থাকার কষ্ট । এছাড়া শিক্ষা থেকে ব্যবসা বা শপিং সবেতেই মোবাইল কার্যকরী হয়ে উঠেছে। কিন্তু এতসব ব্যবস্থা সত্ত্বেও মোবাইল ব্যবহারে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে।

বিশেষত মোবাইলের মাধ্যমে নানারকম কাজ সারতে ব্যবহার করা হয় নানা ধরণের অ্যাপসের। আবার অনেকে ফোন ক্লিন অ্যাপও ডাউনলোড করে থাকেন। কিন্তু সেটি একবার ইনস্টল করার পরে ফোনে বিজ্ঞাপন পাঠানো শুরু করা হয়। মূলত এখানে অ্যাপগুলিই বিজ্ঞাপন পাঠায় । সাথে ওই অ্যাপগুলি অন্য অ্যাপগুলিকে ব্লক করতে শুরু করে।

এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলি প্রায়শই নাম ও আইকন বদল করে। এমনকি Play Store থেকে ওই ধরণের অ্যাপগুলি নিষিদ্ধ , এবং ব্লক করে দেওয়া হয়েছে । কিন্তু তা হলেও অনেক ক্ষেত্রে আমরা এই অ্যাপগুলি ইন্সটল করেছিলাম কিন্তু আর ডিলিট করতে ভুলে গিয়েছি। এবং আমাদের মবাইলে এই অ্যাপগুলি রয়ে গেছে। সেই অ্যাপগুলি কি কি? চলুন দেখে নেওয়া যাক।

১) Junk Cleaner.
২) .Keep Clean
৩) Windy Clean.
৪) Power Doctor.
৫) Full Clean.
৬) Strong Clean.
৭) Fingertip Cleaner.
৮) Super Clean.
৯) Quick Cleaner.
১০) Carpet Clean..
১১) Cool Clean.
১২) Meteor Clean
উল্লেখ্য, Google এর তরফ থেকে পরামর্শ যে কোনো ব্যক্তির মোবাইলে যদি এই অ্যাপগুলি থাকে, তবে তা ডিলিট করে দেওয়াই ভালো। তার সাথে সাথে কিভাবে অ্যাপ ব্যবহার করা দরকার সেই সম্পর্কেও জানানো হয়েছে।

অ্যাপ ব্যবহারের নিয়ম –
১) Play Store থেকে অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ ভালো করে পড়ে নিতে হবে।
২) Play Store থেকে অ্যাপ ডাউনলোড না করে APK ইনস্টল করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সাবধানতার সাথে অ্যাপ ব্যবহার করা দরকার।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক, টেকনিকেল আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply