প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY), যোগ্যতা কি, কিভাবে করবেন অনলাইনে আবেদন । Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY), what are the eligibility , how to apply online in Bengali

You are currently viewing প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY), যোগ্যতা কি, কিভাবে করবেন অনলাইনে আবেদন । Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY), what are the eligibility , how to apply online in Bengali

Table of Contents

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2022 প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY), যোগ্যতা কি, কিভাবে করবেন অনলাইনে আবেদন, pdf download প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বেনিফিসারির গাইডলাইন (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY), what are the eligibilities , how to apply online in Bengali)

“প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY), যোগ্যতা কি, কিভাবে করবেন অনলাইনে আবেদন” আজকের এই নিবন্ধে আমি আপনাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY) সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। কিভাবে আপনি এই প্রকল্প-এর লাভ নিতে পারেন, কিভাবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY) তে আবেদন করতে পারবেন, আপনি বা বেনিফিশারি কত ভর্তুকি পাবেন, কিকরে এই প্রকল্পকে কে  implement  করবেন। এছারা আপনি যদি এই প্রকল্প নিতে চান তবে আপনার কি কি যোগ্যতা থাকা দরকার। তবে এটা জেনে রাখবেন ভারতের সমস্ত বাসিন্দা এই প্রকল্প গ্রহণ করতে পারেন।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY) কবে শুরু হয়েছে?( When did the Pradhan Mantri Matsya Sampada Yojana Start in Bengali)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 september, 2020 তে ক্যাবিনেট মন্ত্রীদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  এই প্রকল্প ঘোষণা করেছিলেন। এবং এই প্রকল্পে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ পর্যন্ত ২০০৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং এই ২০০৫০ কোটি টাকা –এর ভেতর সামুদ্রিক সেক্টরে ১২৩৪০ কোটি টাকা এবং ইনলেন্দ ফিসারি ও মাছ চাষের জন্য ও পরিকাঠামো গঠনের জন্য ৭৭১০কোটি টাকা ব্যয় করা হবে।

এই প্রকল্পের জন্য সরকারের প্রধান লক্ষ্যগুলি হল –

প্রকল্প শুরু হওয়ার পরবর্তী ৫ বছরের ভেতর, ২০২৫সাল পর্যন্ত অতিরিক্ত ৭০ লাখ টন  মাছ উৎপাদন বৃদ্ধি করা,

মাছের রপ্তানিতে আরও আয় ১ লাখ কোটি টাকা বৃদ্ধি করা,

মাছ চাষিদের আয় দ্বিগুণ করা।

মাছ চাষে চাষিদের ক্ষতির পরিমাণ  ২৫% থেকে ১০% পর্যন্ত কমানো।

মৎস্য সেক্টরে এই বিশাল কর্মকাণ্ডের জন্য অতিরিক্ত প্রায় ৫০-৫৫ লাখ নতুন কাজের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগ তিরি করা।

 প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা(PMMSY) প্রকল্প মুল্য (Project cost of Pradhan Mantri Matsya Sampada Yojana in Bengali)

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার” অধীনে ইতিমধ্যে ২০০০০ কোটি টাকার প্রকল্পর ঘোষণা করে দিয়েছেন। এই টাকা মূলত মাছ চাষের যে মৌলিক জিনিস গুলি কে সঠিক ভাবে রুপায়ন করার জন্য খরচ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর কথা অনুযায়ী এই ২০০০০ কোটি টাকার ভেতর ১১০০০ কোটি টাকা সামুদ্রিক ও আভন্তরিন মাছ চাষের উন্নতির জন্য এবং বাকি ৯০০০ কোটি টাকা হারবার অর কোল্ড চেন উন্নতি সাধন করার জন্য।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমের উদ্দেশ্য গুলি কি কি ? (Pradhan Mantri Matsya Sampada Yojana main Goals in Bengali)

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা –এর মুল উদ্দ্যেশ্য গুলি নিচে দেওয়া হল ।

  • এই প্রকল্পে খুদ্র মাছ চাষি থেকে একজন খুচরা বিক্রতা সবাই সমান ভাবে উপকৃত হবেন।
  • এই প্রকল্পে দেশের আমিস খাদ্দ্যের উৎপাদন অনেক বেড়ে যাবে।
  • এই প্রকল্পে দেশের কর্মসংস্থান ও আর্থিক বিকাশ বহু অংশে বেড়ে যাবে।
  • এই প্রকল্পে মাছ চাষের সঙ্গে যুক্ত শ্রমিকদের বেতন বাড়াতে সাহায্য করবে।
  • এই প্রকল্পে বাগান চাষের পর যে প্রচুর জৈব পদার্থ নষ্ট হয় তা মাছ চাষের কাজে লাগানো যাবে।
  • এই প্রকল্পে-এর মাধ্যমে মাটি ও জলের মাছ চাষে যথাযথ ব্যবহার করা।
  • প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মানের মাছ চাষের খেত্র তৈরি করা।
  • মাছ চাষের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের দক্ষতা বাড়ানো।
  • সমগ্র মাছ শিল্পের খেত্রকে আধুনিকি করন করা।
  • এই প্রকল্পে-এর মাধ্যমে জত সম্ভব নতুন নতুন ফিসারি কে তৈরি করা।
  • জেলে এবং মাছ চাষীদের জন্য সামাজিক, শারীরিক এবং আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করা।
  • Autometic ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কাঠামোর উন্নতি করন করা।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিম কত রকমের হয় –

  • Central sector scheme
  • Centrally sponsored scheme

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কিভাবে বাস্তবায়ন হবে? ( How to implements Pradhan Mantri Matsya Sampada Yojana in Bengali)

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রতিটি প্রকল্প কেন্দ্রিয় সরকার, রাজ্য সরকার ও বেনিফিসারির টাকায় বাস্তবায়ন হয়।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার 2020 সালের 30শে জুন যে অপারেশনাল নির্দেশিকাগুলি প্রকাশ করা হয়েছে, তাতে  কেন্দ্রীয় সরকার 9407 কোটি টাকা বিনিয়োগ করেছে, রাজ্য সরকার 4,880 কোটি টাকা ও বাকি টাকা 5763 কোটি টাকা বেনিফিসারিদের বিনিয়গ করতে হবে। নিচে নির্দেশগুলি দেওয়া হল –

  • প্রতিটি স্কিম বাস্তবায়ন বা implementation এর জন্য ছোট ছোট  ক্লাস্টার বা আরিয়া ভিত্তিক পদ্ধতি কাজ শুরু করা হবে। এবং সরাসরি বা এন্ড-টু-এন্ড  বেনিফিসারির সঙ্গে কাজ করে ভাল  ফলাফল সহ সর্বোত্তম ফলাফল পেতে হবে।
  • ফসলের উৎপাদন বৃদ্ধির ও উৎপাদনশীলতা বৃদ্ধির, গুণগতমান বৃদ্ধির, বর্জ্যভূমির ব্যবহার ও জলের কম ব্যবহার করে   ফলাফল করতে হবে। এবং এর জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন রি-সারকুলেসান অ্যাকুয়াকালচার সিস্টেম, বায়োফ্লক, অ্যাকোয়াপনিক্স, পেন কালচায় এর মাধ্যমে মাছ চাষ কে এগিয়ে নিয়ে যেতে হবে।
  • কিছু কিছু জায়গার উপর যেমন জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তর-পূর্ব ভারত-এর  জেলাগুলিতে  উন্নয়ন পরিকল্পনার সাথে মৎস্য চাষে মনোযোগ দেওয়া হবে।
  • লোনা জলের মাছের চাষের উপর একটি বিশেষ নজর দেওয়া হবে। ঠান্ডা জলের মৎস্য চাষের ( Cold water fish Farming )  উন্নয়ন-দিকে বেশী করে নজর দেওয়া হবে।
  • বেশী মাত্রায় কর্মসংস্থান বাড়ানোর জন্য নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টির জন্য,Mariculture, সামুদ্রিক শৈবাল চাষ এবং রঙিন মাছের চাষের মতো কাজকে বেশী করে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
  • এই প্রকল্পে উপকূলীয় মাছ ধরার গ্রামগুলিতে উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নয়ন সামগ্রিকভাবে প্রয়োজনীয় পরিকাঠামোকে আধুনিক ভাবে গড়ে তোলা হবে।
  • Fish Farmer Producer Organizations কে তৈরি করে মাছ চাষিদের ভেতর সমষ্টিকরণ
  •  করা হবে।
  • এই প্রকল্পের অধীনে নান জায়গায় অ্যাকোয়াপার্ক তৈরি করা হবে।
  • এই প্রকল্পের অধীনে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রেই ফিশারিজ ইনকিউবেশন সেন্টার (FICs)অর্থাৎ মাছ্রের বাচ্চা তৈরি করার সেন্টার তৈরি করা হবে।
  • পরিষেবাগুলিকে সঠিক ভাবে পরিচালিত করার জন্য কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগ (DARE) এবং ICAR-এর সাথে প্রয়োজনীয় যোগাযোগ তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবে ? ( Who can apply Pradhan Mantri Matsya Sampada Yojana in Bengali)

দেশের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত মৎস্যজীবীরা এই প্রকল্পের লাভ নিতে পারবেন। দেশের সমস্ত  মৎস্যজীবী

এবং সমস্ত প্রকারের মৎস্য ক্ষেত্রে এই প্রকল্প লাগু থাকবে। দেশের যেকোনো মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পেতে পারে।

প্রকল্প অনুযায়ী নিচের দেওয়া যেকোনো ব্যক্তি এই প্রকল্পের আওতায় আসবে –

  • মৎস্যজীবী
  • মাছ চাষি
  • মৎস্য খেত্রের শ্রমিক ও মাছ বিক্রেতারা
  • State Fisheries Development Boards (SFDB)
  • মৎস্য উন্নয়ন কর্পোরেশন
  • SCs/STs/Women/Differently abled persons
  • মৎস্য খাতে স্বনির্ভর গোষ্ঠী (এস এইচ জি)/যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী (জে এল জি)
  • মৎস্য সমবায়
  • মৎস্য ফেডারেশন
  • Fish Farmers Producer Organizations/Companies (FFPOs/Cs)
  • উদ্যোক্তা এবং প্রাইভেট ফার্ম
  • State Governments/UTs and their entities including
  • Central Government and its entities

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পে আবেদন করবেন কিভাবে ?

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মূল উদ্দেশ্য হল মৎস্য ক্ষেত্রে উন্নয়ন করা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে প্রায় 29টি সুবিধা নেওয়ার সুযোগ আছে। এই প্রকল্পগুলিতে মোট প্রকল্প খরচের 60%  SC, ST, এবং মহিলাদের জন্য প্রদান করা হবে যেখানে অন্যান্যদের মোট প্রকল্প খরচের 40% ভর্তুকি হিসাবে দেওয়া হয়। আপনি যদি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার জন্য আবেদন করতে চান তবে  বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

বেনিফিসারিদের  বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং লগ ইন করে ফর্ম ফিল-আপ করে জমা দিতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

বেনিফিসারিদের প্রত্যেক প্রকল্পের জন্য SCP-DPR  তৈরি করতে হবে। ফর্ম ফিলাপের সময় এই DPR জমা করতে হবে। ডিপিআর প্রস্তুত করার জন্য টেমপ্লেটটি বা স্যাম্পল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন।

pdf download প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বেনিফিসারির গাইডলাইন

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের জন্য ভারত সরকার যে গাইডলাইন তৈরি করেছে তা আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে download করতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া হল।

 বেনিফিসারির গাইডলাইন – https://pmmodiyojana.in/wp-content/uploads/2020/07/OPERATIONAL-GUIDELINES.pdf

Conclusion – – প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ভারতের সমস্ত মৎস্য চাষের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের জন্য একটি খুব ভাল প্রকল্প, এই নিবন্ধ সম্পর্কে যদি কোন বক্তব্য থাকে তা নিচে comments করে বলতে পারেন। আশা করি আপনাদের নিবন্ধটি আপনদের কাজে লাগবে।

এক নজরে “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা” (Pradhan Mantri Matsya Sampada Yojana in one table in Bengali)

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা
বেনিফিসারিমাছ চাষি ও মাছ সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি।
কে প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই প্রকল্পের প্রধান উদ্দেশমাছের উৎপাদন বাড়ানো ও মাছ চাষিদের আয় বাড়ানো।
অফিসিয়াল ওয়েবসাইটhttp://dof.gov.in/pmmsy
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা

আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে কি করে জানবেন?

শেয়ার করুন -

Leave a Reply