এই ব্যবসা শুরু করলে আপনি সারা জীবন ধরে প্রচুর টাকা আয় করতে পারবেন, জেনে নিন কি এই ব্যবসা, কিভাবে করবেন ?

You are currently viewing এই ব্যবসা শুরু করলে আপনি সারা জীবন ধরে প্রচুর টাকা আয় করতে পারবেন, জেনে নিন কি এই ব্যবসা, কিভাবে করবেন ?

“যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?” আজকের  নিবন্ধে আমি যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসার কথা বলব ।2019 সালের ডিসেম্বর মাসের ভারত সরকরের নতুন যানবাহন আইন অনুযায়ী যদি কোনও গাড়ির মালিক বা চালককের কাছে গাড়ি চালানোর সময় গাড়ি সংক্রান্ত সব রকমের কাগজপত্র না পাওয়া যায়, তবে এই পরিস্থিতিতে চালক বা মালিক আইনি শাস্তির কবলে পড়তে পারে। আইনি শাস্তি ছাড়াও মালিককে বড় রকমের জরিমানা দিতে হতে পারে। এই কারনে গাড়ির দূষণ পরীক্ষা  করার প্রবণতা ভীষণ হারে বেড়ে গেছে। এবং এটা একটা বড় কারন বর্তমান প্রায় সমস্ত জায়গায় যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের চাহিদা ভীষণ হারে বেড়ে যাছে । তাই এখন সমস্ত প্রকার গাড়ির জন্য এই দূষণ পরীক্ষার শংসাপত্র রাখতে হবে। এবং আপনি যদি ভারতে এবং আপনার এলাকার গাড়ির সংখ্যা চিন্তা করেন তবে আপনি অবশ্যই যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা খুলতে পারেন, কারন এই ব্যবসায় অতি সহজে আপনি প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকার ও বেশী আয় করতে পারেন। আপনি এই “যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা” কীভাবে খুলবেন তা এই নিবন্ধে বিস্তৃতভাবে লিখেছি।

Table of Contents

দূষণ পরীক্ষা কেন্দ্র কি এটা কি কাজে লাগে?( What is the use of pollution test center in Bengali?)

দূষণ পরীক্ষা কেন্দ্র এক ধরনের পরীক্ষা কেন্দ্র যেখানে যেকোনো গাড়ির দূষণ পরীক্ষা করা হয়। 2019 সালের ডিসেম্বর মাসের ভারত সরকরের নতুন যানবাহন আইন অনুযায়ী যদি কোনও গাড়ির মালিক বা চালককের কাছে গাড়ি চালানর  সময় গাড়ি সংক্রান্ত সব রকমের কাগজপত্র না পাওয়া যায়, তবে গাড়ির মালিক আইনি শাস্তির কবলে পড়বেন সঙ্গে জরিমানা ও হতে পারে।এই কারনে সমস্ত গাড়িকে প্রতি বছর দূষণ পরীক্ষা কেন্দ্র থেকে গাড়িকে দূষণের শংসাপত্র নিয়ে যেতে হয়।

ভারত সরকারের নতুন মোটরযান আইন কি?( What is the new motor vehicle law of the Government of India in Bengali?)

2019 সালের ডিসেম্বর থেকে ভারত সরকার নতুন মোটর যান আইন কার্যকর করেছে। এই নতুন মোটর আইনে সমস্ত চালক এবং মালিকদের তাদের গাড়ির সমস্ত ধরনের নথি রাখা বাধ্যতামূলক করেছে। এই আইনের অধীনে যদি কোনো গাড়ির চালককের কাছ থেকে তার গাড়ি সংক্রান্ত কোনো কাগজপত্র না পাওয়া যায়, তবে তার বিরুধে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা  নেওয়া হবে ও তার  পাশাপাশি জরিমানাও করা হতে পারে। তাই এখন গাড়ির সঙ্গে গাড়ির চালকে সমস্ত কাগজ পত্র রাখতে হবে।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা করার জন্য দরকারি নিয়ম কানুন?( What are the rules and regulations required for vehicle pollution test center?)

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা করার জন্য আপনাকে নীচের নিয়মগুলি মানলে আপনি সহজেই এই ধরনের কেন্দ্র খুলতে পারবেন।

  • যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে আপনার কাছের RTO অফিস থেকে NOC শংসাপত্র নিতে হবে।
  • NOC পেয়ে গেলে আপনি যেকোনো পেট্রোল পাম্প অটো মোবাইল সার্ভিস সেন্টারে বা ওয়েট ব্রিজ-এর সঙ্গে এই পরীক্ষা কেন্দ্র চালু করতে পারেন।
  • প্রত্যক এক বছর অন্তর পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স কে পুনরায় নবীকরণ করতে হবে।
  • যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের কেবিনের রং হলুদ রঙের হতে হবে।
  • যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের কেবিনের আয়তন –দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 2 মিটার  হবে। যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের কেবিনে আপনার দূষণ পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স নম্বর লিখে রাখতে হবে।
  • আপনি আপনার পরীক্ষা কেন্দ্র থেকে গাড়ির চালক বা মালিককে একটি দূষণ শংসাপত্র দেবেন, এবং এই শংসাপত্রে  সরকারের দেওয়া স্টিকার আপনাকে লাগাতে হবে।
  • আপনার যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে আপনি যে সমস্ত যানবাহনকে সার্টিফিকেট দেবেন, সেই সমস্ত গাড়ির তথ্য আপনাকে  কমপক্ষে 1 বছর জমা রাখতে হবে।
  • যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স  যার নামে হবে সেই ব্যক্তিই কেবল গাড়ির দূষণ পরীক্ষা করতে পারবেন। এবং চালককে সার্টিফিকেট দিতে পারবেন।

কীভাবে যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করবেন? (How to start a vehicle pollution test business in Bengali?)

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করার জন্য আমাদের খুব বেশী বিনিয়োগের দরকার পড়ে না।  যদি ব্যবসার জন্য একটি ভাল জায়গা থাকে তবে খুব কম বিনিয়োগে এই ধরনের ব্যবসা সহজে শুরু করতে পারি ও ভাল অর্থ উপার্জন করতে পারি।

একটি যানবাহন দূষণ কেন্দ্র খুলতে প্রথমে আমাদের একটি ভাল জায়গার দরকার যেটি গাড়ি চলাচলের রাস্তার পাশে হলে তবে ভাল। আর তার সঙ্গে কিছু সরঞ্জামের কিনতে হবে।

এর পরে  আপনার  কাছের RTO অফিসে গিয়ে যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স  নিতে হবে, এবং এর পরে যানবাহন দূষণ কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার দূষণ কেন্দ্র  Registration করার জন্য অনলাইনে  আবেদন করতে হবে।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা করতে হলে কি কি যন্ত্রপাতির দরকার ?( What equipment is needed to do business of vehicle pollution test center in Bengali?)

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা খোলার জন্য আপনাকে বেশ কিছু  জন্ত্রপাতির দরকার হবে,এই সব যন্ত্রপাতি ব্যবহার করে আপনি গাড়ির দূষণ পরীক্ষা করতে পারবেন ও শংসাপত্র গাড়ির চালক বা মালিক কে দিতে পারবেন। যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা খোলার জন্য নীচের যন্ত্রপাতিগুলি লাগবে।

একটি কম্পিউটার বা ল্যাপটপ।

হাই স্পীড ইন্টারনেট সংযোগ ।

USB ওয়েবক্যাম ।

পাওয়ার সাপ্লাই কানেকসান।

একটি ধোঁয়া পরীক্ষা যন্ত্র বা স্মোক অ্যানালাইজার এর দরকার হবে।

একটি প্রিন্টার ।

এই সমস্ত যন্ত্রপাতির সাহায্য নিয়ে আপনি একটি যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করতে পারবেন।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করতে হলে কি যোগ্যতা লাগে ?( What are the qualifications required to start a vehicle pollution test center business?)

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করতে গেলে আপনার কিছু যোগ্যতা ও শংসাপত্র থাকতে হবে, তাহলে আপনি যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করতে পারবেন, না হলে আপনার আবেদন খারিচ হয়ে যাবে। আপনি যদি নীচের যেকোনো একটি যোগ্যতার আধিকারি হন তবে আপনি সহজেই এটি করতে পারবেন। 

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট

মোটর মেকানিক সার্টিফিকেট

শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রত্যয়িত শংসাপত্র

অটো মেকানিক্স সার্টিফিকেট

স্কুটার মেকানিক্স সার্টিফিকেট

ডিজেল মেকানিক্স সার্টিফিকেট

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করার জন্য লাইসেন্স ও রেজিস্ট্রেশন কি ভাবে করবেন ?( How to get license and registration to start business of vehicle pollution test center?)

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করার জন্য লাইসেন্স ও রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী RTO অফিসে যেতে হবে এবং এর সম্পর্কে সমস্ত বিবরণ দিতে। আপনি দূষণ পরীক্ষা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে ও নিবন্ধনের প্রক্রিয়াটি পেয়ে যাবেন ।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করার জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন?(How to apply online to start a vehicle pollution test center business?)

যানবাহন দূষণ কেন্দ্রের অনলাইন  আবেদনের জন্য প্রথমে জাতীয় সড়ক পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে https://vahan.parivahan.gov.in/puc/views/RegisterUser.xhtml ভিজিট করতে হবে ও  আবেদন করতে হবে।

ন্যাশনাল স্টেট রোড ট্রান্সপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেলে  “Register New/Old PUC Center” নামে একটি অপসান  দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

আপনার সামনে দেখবেন আপনি একটি আবেদনপত্র আছে, সমস্ত তথ্য দিয়ে এই আবেদন প্রত্র টি পূরণ করুন ও  ভাল করে পুনরায় চেক করে “Register” এর অপসানে ক্লিক করুন। এবং আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করার জন্য কত খরচ হবে?(How much cost to start a vehicle pollution test center business?)

আমাদের দেশের প্রতিটি রাজ্যে গাড়ির দূষণ পরীক্ষা কেন্দ্র খোলার সরকারি ফি আলাদা আলাদা হয়, যেমন দিল্লি এনসিআরের ক্ষেত্রে সিকুরিটি ফি 5 হাজার এবং লাইসেন্স ফি 5000। অর্থাৎ,মোট আপনাকে মাত্র 10 হাজার টাকা খরচ করলে দিল্লি এনসিআর-এর যে কোনও জায়গায় যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্র খুলতে পারবেন। এবং ভারতের বাকি প্রায় সমস্ত রাজ্যের এই ফি  ৫ থেকে ১০ হাজার টাকা এর মধ্যে থাকে।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা থেকে কত লাভ পেতে পারেন ?(How much profit can you get from vehicle pollution test business?)

আপনি যদি একটি যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা শুরু করেন তবে এক্ষেত্রে আপনার লাভের পরিমাণ আপনি কি পরিমাণ গাড়ির সার্ভিস দিচ্ছেন তার উপর নির্ভর করে। তাও একটি যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রে সারাদিনে সহজেই এক থেকে দুই হাজার টাকা এবং মাসে 40 থেকে 50 হাজার টাকা মত আয় করে নিতে পারবেন।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

শেয়ার করুন -

Leave a Reply