হায়দরাবাদের নিজামের বিখ্যাত তলোয়ার ১১৭ বছর পর ব্রিটেন থেকে ভারতে ফিরে আসছে- বিস্তারিত পড়ুন 
গত শতাব্দীর শুরুর যখন আমাদের দেশে ব্রিটিশ রাজ চলছে তখন ‘সর্পাকৃতি’ ওই তলোয়ার নিজামের কাছ থেকে কিনে নিয়েছিলেন এক ব্রিটিশ সেনা অফিসার।এর পরে সেটি নিয়ে ইংল্যান্ড চলে যান তিনি। এবং অনেক হাত ঘুরে এই বিশেষ তলোয়ার স্থান হয় স্কটল্যান্ডের বিখ্যাত গ্লাসগো সংগ্রহশালায়। স্বাধীনতার ৭৫ বছর পর ফের সেই তলোয়ার স্কটল্যান্ডের থেকে ফেরত পাচ্ছে নয়াদিল্লি। টাইমস অব ইন্ডিয়ার খবর আনুজায়ি এই সমস্ত বিষয়ের কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের দেশ তার পুরনো বিখ্যাত জিনিসটি ফিরে পাবে।