সুখবরঃভারতীয় রেল মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণের সুবিধা দিচ্ছে, জেনে নিন সুবিধার খুঁটিনাটি

You are currently viewing সুখবরঃভারতীয় রেল মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণের সুবিধা দিচ্ছে, জেনে নিন সুবিধার খুঁটিনাটি

আমরা বাঙালিরা ভ্রমণ পিপাসু, দূরে কোথাও ঘুরে আসতে সকলেরই মন চায় । সারা বছরের ভীষণ কাজের চাপের পর মন চায় কোথা থেকে ঘুরে আসতে। তাই অফিস বা কাজ থেকে একটু ছুটি পেলে ভ্রমণ করতে ছাড়েন না বেশীর ভাগ মানুষ । এবং ফ্লাইট নয়, বরং ট্রেনকেই বেছে নেন, এমন যাত্রীদের সংখ্যা বেশী। তবে ট্রেনকেই বিশেষত মহিলাদের জন্য বিশেষ সুখবর আছে।

আগে থেকে টিকিট বুকিং না করলে পাওয়া যায় না দূরপাল্লার ট্রেনের টিকিট (Indian Railways)। কিন্তু এবার থেকে ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে মহিলারা পাবেন বিশেষ সুবিধা। এবার থেকে ট্রেনে মহিলাদের জন্য থাকবে নির্দিষ্ট সংখ্যার সংরক্ষিত সিট।

মোট কত সিট সংরক্ষিত রাখা হবে?

রেলমন্ত্রী অশ্বিনী কুমার জানান, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে মহিলাদের জন্য মোট ৬ টি সিট সংরক্ষিত করা হবে। এছাড়া গরীব রথ, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এক্সপ্রেস ট্রেনের তৃতীয় এসি কোচেও (3AC ক্লাস) মোট ৬ টি সংরক্ষিত সিট রাখা হবে। 

কারা এই সুবিধা পাবেন ?

রেলমন্ত্রী অশ্বিনী কুমার জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনে মহিলাদের যাত্রা আরো আরামদায়ক করতেই নয়া পরিকল্পনা সরকার থেকে নেওয়া হয়েছে। বিশেষত গর্ভবতী ও প্রবীণ মহিলাদের (৪৫ বছরের উর্দ্ধে) কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ। প্রতিটি স্লিপার কোচে মোট ৬ থেকে ৭ টি লোয়ার বার্থ, 3AC কোচে মোট ৪ থেকে ৫ টি লোয়ার বার্থ ও 2AC কোচে ৩ থেকে ৪ টি লোয়ার বার্থ রাখা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনে নির্দিষ্ট ক্লাসের মোট কোচ সংখ্যার উপর ভিত্তি করে সংরক্ষিত সিটের সংখ্যা থাকবে।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply