eporcha / e porcha (ই পর্চা /ইপর্চা) – eporcha gov bd কি? কিভাবে লগইন, খতিয়ান ডাউনলোড, আবেদন, মালিকানা যাচাই করে নেবেন

You are currently viewing eporcha / e porcha (ই পর্চা /ইপর্চা) – eporcha gov bd কি? কিভাবে লগইন, খতিয়ান ডাউনলোড, আবেদন, মালিকানা যাচাই করে নেবেন

Table of Contents

eporcha /e porcha (ই পর্চা /ইপর্চা) – eporcha gov bd কি? কিভাবে লগইন, খতিয়ান ডাউনলোড, আবেদন, মালিকানা যাচাই করে নেবেন( What is eporcha / e porcha ? , How download , check login, khatian , application , ownership in Bengali of Bangladesh eporcha gov bd )

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) সম্পর্কে যেকোনো রকমের তথ্য পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট (eporcha.gov.bd)  এ গিয়ে আপনি খুব সহজে ভূমি সংক্রান্ত যেকোনো রকমের তথ্য জেনে নিতে পারবেন । ই-পর্চা (eporcha), ই পর্চা সেবা বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের একটি যুগান্তকারী পরিষেবা । বিশ্বের প্রায় সমস্ত উন্নত দেশ গুলি এই ধ্রনের পরিষেবা ব্যবহার করে।  www.eporcha.gov.bd ওয়েবসাইটে যে কোন খতিয়ান দেখা কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করা যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় সম্প্রতি ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) নামের নতুন একটি যুগান্তকারী পরিষেবা সাধারণ মানুষের জন্য শুরু করেছে । এ সেবার আওতায় অফ বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোন জমির খতিয়ান দাগ নম্বর খুব সহজেই অনলাইনে বের করা সম্ভব।

আমি জানি আপনি এই ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী, তাহলে আপনি এই নিবন্ধ ভাল করে পড়ে নিন। ই পর্চার ব্যপারে সমস্ত তথ্য আপনি পেয়ে জাবেন। ই পর্চায় নতুন প্রকাশ হওয়া ম্যাপ, খতিয়ান, মৌজা ও অন্যান্য আপডেট তথ্য পাওয়া যাচ্ছে।

আপনার জমি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান এই সেবার আওতায় সহজেই এবং সঠিক ভাবে আপনি পেতে পারেন। এবং এই সেবা পেতে গেলে আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। আপনার একটি কম্পিউটার বা যদি কম্পিউটার না থাকে তবে কেবল একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন।

সিএস, এস এ, আরএস সহ যে কোন খতিয়ান দেখা কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করা যাবে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট -এর পরিষেবা থেকে অল্পকিছু টাকার বিনিময়ে যে কোন খতিয়ানে অনলাইন কপি তাতক্ষণিকভাবে নিতে পারবেন।

www eporcha gov bd / ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha )

এই ওয়েবসাইট বাংলাদেশ সরকারের এই দুরন্ত পদক্ষেপ , এই ওয়েবসাইট ভিজিট করে আপনি খুব সহজে – আপনার জমির খতিয়ান, আপনার জমির দাগ, এবং মালিকানা নিমেষে জেনে নিতে পারবেন। তবে শুধু আপনার নয় আপনি যেকোনো জমির এই তথ্য পেতে পারবেন। www eporcha gov bd ওয়েবসাইট আপনি যেকোনো দেশ থেকেও ভিজিট করতে পারেবেন। সুতরাং আপনি যদি দেশের বাইরে থাকেন, সেখান থেকেও www eporcha gov bd ওয়েবসাইট ভিজিট করে তথ্যগুলো জেনে নিন।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) কি? ( What is eporcha /e porcha )

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) ভূমি সংক্রান্ত একটি সরকারি অনলাইন প্লাটফর্ম যেখানে যেকোনো ব্যক্তি খুব সহজেই জমির খতিয়ান সম্পর্কে জানতে পারবে ও ডাউনলোড করতে পারবে এবং মালিকানা যাচাই করতে পারবে। ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) সেবার মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আপনার জমির ই খতিয়ান যাচাই করতে পারবেন।বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়-এর এটি একটি ভূমি সংক্রান্ত একটি ডিজিটাল সেবা যা ব্যবহার করতে পারবেন যেকোন সময় যেকোন জায়গা থেকে।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) তে কি কি পেতে পারেন ? ( What you will get from ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) )

  • ই-পর্চা ভিজিট করে আপনি নিম্নলিখিত জিনিসগুলি সহজে জানতে পারবেন –
  • ই-পর্চা ভিজিট করে আপনি সহজেই জমির মালিকানা বের করতে পারবেন।
  • আপনার কাছে যদি জমির খতিয়ান নাম্বার থাকে বা দাগ নাম্বার থাকে সেটি দিয়ে সার্চ করে জমির মালিকানা যাচাই করতে পারবেন।
  • এছাড়াও ই-পর্চা ওয়েবসাইট এর আরেকটি সুবিধা আছে যেটি হচ্ছে জমির মালিকের নাম কিংবা মালিকের পিতার নাম ব্যবহার করেও মালিকের সবগুলো খতিয়ান বের করতে পারবেন।

eporcha gov bd খতিয়ান ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) খাতিয়ান

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) সেবাতে সহজ ভাবে বোঝার জন্য প্রতিটি খতিয়ানকে আলাদা আলাদাভাবে সনাক্ত করার জন্য খতিয়ানের জন্য ইউনিক নাম্বার স্থির করা হয়। ফলে খতিয়ান নম্বর দিয়ে সহজে খতিয়ান সনাক্ত করা যায়। সাধারণভাবে একটি মৌজার ভীতরে একজন মালিকের যতগুলো দাগের জমি থাকে সবগুলো একত্রিত করে একই খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। খতিয়ান নম্বর সাধারনত জমির মালিকে সহজে সনাক্ত করার জন্য ব্যবহৃত হয়।

খতিয়ান বা পর্চা কত প্রকার?

বাংলাদেশে সাধারণত চার ধরনের খতিয়ান রয়েছে।এই ৪ ধরনের খাতিয়ান কে নিচে উল্লেখ করে দিচ্ছি। 

  • সিএস খতিয়ান। (Cadastral Survey)
  • এসএ খতিয়ান । (State Acquisition Survey)
  • বিএস খতিয়ান/সিটি জরিপ। (City Survey)

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) তে কি করে লগ-ইন করবেন ? ( Log in in eporcha /e porcha Website)

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) ওয়েবসাইট ভিজিট করে “নাগরিক লগইন” অপশন থেকে লগইন করে আপনার আবেদনের তথ্য যাচাই করুন। আপনি ইতিমধ্যে আবেদন না করে থাকলে নাগরিক কর্ণার অপশন থেকে আবেদন করুন। লগ-ইন এর পদ্ধতি নিচে বিস্তারিত আছে নিচে দেখুন । এছাড়াও কোন তথ্য জানতে প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানান।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) লগ-ইন(Login) করার জন্য প্রথমে www.eporcha.gov.bd ওয়েবসাইট টি ভিজিট করুন।

আপনি চাইলে নিচে লিংক দেওয়া আছে সেখানে  ক্লিক করে কি পর্চা ওয়েব পোর্টালে লগিন করতে পারবেন।

আপনার রেজিঃ মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে বিস্তারিত তথ্য নিয়ে নিতে পারেন।

যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তবে ” পাসওয়ার্ড ভুলে গেছেন?” অপশন থেকে পাসওয়ার্ড কে আবার নতুন রিসেট করে নিতে পারবেন।

আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড পাওয়ার জন্য এই অ্যাকাউন্টটির ইমেল আইডি বা মোবাইল নম্বর দিতে হবে। নতুন পাসওয়ার্ড সেট করা হলে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিন এবং লগইন করে নিন।

eporcha / e porcha (ই পর্চা /ইপর্চা)

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) খতিয়ান: মালিকানা যাচাই অনলাইনে কিভাবে করবেন ?

আপনি খুব সহজে জমির মালিকানা যাচাই করতে ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) তে কেবল দাগ নম্বর খতিয়ান নাম্বার থাকলে হবে। দাগ নম্বর খতিয়ান নাম্বার থাকলে আপনি বাংলাদেশ সরকার -এর ভূমি মন্ত্রণালয় কর্তৃক eporcha.gov.bd ওয়েবসাইটে দিয়ে জমির মালিকানা যাচাই করে নিতে পারবেন।

  • সর্বপ্রথম আপনাকে জমির মালিকানা যাচাই এর ক্ষেত্রে জমিটি কোন বিভাগে অবস্থিত সেটি নির্বাচন করতে হবে।
  • বিভাগ নির্বাচনের পথ চলা এবং ক্রমান্বয়ে উপজেলা নির্বাচন করতে হবে।
  • সর্বশেষ আপনাকে মৌজা নাম্বার নির্বাচন করে খতিয়ান এবং দাগ নং দিতে হবে।
  • খতিয়ান এবং দাগ নং দেওয়ার পর জমির মালিক এবং পিতার নাম উল্লেখ করতে হবে।
  • সর্বশেষে একটি ক্যাপচা কোড পূরণ করে অনুসন্ধান বাটনে ক্লিক করলেই আপনার জমির পূর্ণাঙ্গ ডিটেল পেয়ে যাবেন।
eporcha / e porcha (ই পর্চা /ইপর্চা)

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) খতিয়ান হোম ডেলিভারি সার্ভিসের (eporcha gov bd khatian)

আপনি যদি চান তবে আপনি খুব সহজেই ই পর্চা খতিয়ান যাচাই করে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তা ঘরে বসেই নিতে পারেন। ই পর্চা খতিয়ান হচ্ছে ই পর্চা ডিজিটাল সার্ভিসের প্রধান আকর্ষন যার মাধ্যমে বাংলাদেশি নাগরিক ঘরে বসেই ই পর্চা খতিয়ান সংগ্রহ করতে পারেন। আমরা আগেই বলেছি ৪ ধরনের খতিয়ান বিদ্যমান আছে বাংলাদেশে এবং সব ধরনের খতিয়ান সংগ্রহ করতে পারবেন ই পর্চা খতিয়ান থেকে।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) website এ খতিয়ান জমির দাগ নম্বর থেকে কিভাবে বের করবেন ?

আপনার জমির দাগ নাম্বার জানা থাকলে বিশ্বের যেকোন স্থান থেকে খতিয়ান বের করতে পারবেন অনলাইন থেকেই। এজন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। নিচে উল্লেখিত পদ্ধতি অনুসরন করে খতিয়ান বের করতে পারবেন মুহূর্তেই।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) ওয়েবসিতে-এ ই খতিয়ান যাচাই ও খতিয়ান অনুসন্ধান

  • প্রথমে ভিজিট করুন https://eporcha.gov.bd/khatian-search-panel 
  • বিভাগ নির্বাচনঃ আপনার নিজস্ব বিভাগ এখানে নির্বাচন করতে হবে।
  • জেলা নির্বাচনঃ আপনি কোন জেলার অন্তর্ভুক্ত তা এখানে নির্বাচন করুন।
  • খাতিয়ান টাইপ নির্বাচনঃ আপনি মুলত কোন ধরনের খতিয়ান বের করতে চান তা নির্বাচন করুন।
  • উপজেলা নির্বাচন করুনঃ আপনি কোন উপজেলার অন্তর্ভুক্ত তা এখানে নির্বাচন করুন।
  • মৌজা নির্বাচন করুনঃ আপনার মৌজার নাম কি তা নির্বাচন করুন।
  • খতিয়ান নংঃ আপনি যে জমির খতিয়ামটি বের করতে তা এখানে সিলেক্ট করুন।
  • দাগ নাম্বারঃ যদি আপনার জমির দাগ নাম্বারটি থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করুন।
  • মালিকানা নামঃ মালিকানা নাম যদি থাকে তাহলে এখানে মেনশন করুন
  • পিতা/স্বামীর নামঃ পিতা/স্বামীর থাকলে তা এখানে নির্বাচন করুন।
  • ক্যাপচা কোড লিখুনঃ এখানে উল্লিখিত ক্যাপসা কোডটির অনুরুপ ফাঁকা জায়গাতে টাইপ করুন।

সর্বশেষে, উপরোক্ত তথ্য গুলো দিয়ে পুরোন করা হলে অনুসন্ধান অপশনে ক্লিক করুন।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) ওয়েবসাইটে দাগ নাম্বার থাকলে জমির মালিকের নাম জেনে নিতে পারবেন –

বানলাদেশ সরকারের নতুন এই পরিষেবা -এর মাধ্যমে আপনি এখন থেকে আপনি ঘরে বসেই জমির দাগ নাম্বার দিয়ে জমির আসল মালিকের নাম জেনে নিতে পারবেন । সার্চ প্যানেল থেকে আপনি খুব সহজেই জমির আসল মালিকের নাম বের করতে পারবেন দাগ নাম্বার দিয়ে।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) ওয়েবসাইটে জমির পর্চা ডাউনলোড: ঘরে থেকেই সার্টিফাইড কপি সংগ্রহ করুন

ই পর্চা সেবা থেকে আপনার জমির দাগ নম্বর খতিয়ান নম্বর সহ একটি পর্চা কিভাবে দেখবেন জানতে পারলেন।এটি কিন্তু সার্টিফিকেট নয় , এর সাহাজ্যেই আপনি সাধারণ মানের অনেক কাজ করতে পারবেন। তবে কোট আদালত এই সমস্ত ক্ষেত্রে ই পর্চা যথেষ্ট পরিমান সুবিধা আপনাকে দিতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে টাকার বিনিময় এই পর্চার হুবহু অরজিনাল কপি ভূমি মন্ত্রণালয় থেকে বের করে আনতে হবে। এখানেও আপনি এই ওয়েবসাইট থেকে আপনার বাড়িতে সার্টিফাইড কপি টি ভূমি মন্ত্রণালয় ডাকযোগে পাঠিয়ে দেবে।

জমির খতিয়ান পাওয়ার আবেদন করার সময় আবেদন ফরম উল্লেখিত খতিয়ান পাওয়া অপশনটি বেছে নিতে হবে। খতিয়ানের যদি জরুরি প্রয়োজনে হয়ে থাকে তাহলে ওয়েব পোর্টালের জরুরী সেবা গ্রহণ করতে পারেন।তবে এর জন্য আবেদন ফরমের পরিদর্শনের টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনার উল্লেখিত পরিমাণ টাকা পেমেন্ট করলে আপনাকে নির্দিষ্ট সময় পর বাসায় সার্টিফাইড কপি পৌঁছে দিবে ভূমি মন্ত্রণালয়।

ই পর্চা /ইপর্চা (eporcha /e porcha ) ভূমি সেবার হটলাইন নাম্বার 

বাংলাদেশ সরকার প্রায় সমস্ত ক্ষেত্রে ডিজিটালাইজেশনের পথে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সব কিছু ডিজিটালাইজেশনের ফলে হাতের নাগালে পাওয়া যায়। ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও এটি সমান ভাবে প্রযোজ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ভূমি অফিসের সাধারণ জনগণের চেয়ে হয়রানি সে কথা মাথায় রেখে তাদের হটলাইন নাম্বার চালু করেছে। এর আওতায় ভূমি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য হটলাইন নাম্বার হল 16122 এ নাম্বারে কল দিয়ে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি খুব সহজেই পেতে পারেন।

শুভ নববর্ষ শুভেচ্ছা বার্তা ও ছবি, শুভ নববর্ষ

শেয়ার করুন -

Leave a Reply