রোহিতের সঙ্গে হাত মেলাতে জেতেই বিপদে পড়লেন রোহিত ভক্ত, জরিমানা গুনতে হল 6.5 লাখ টাকা

  • Post author:
  • Post category:IPL
  • Post comments:0 Comments
You are currently viewing রোহিতের সঙ্গে হাত মেলাতে জেতেই বিপদে পড়লেন রোহিত ভক্ত, জরিমানা গুনতে হল 6.5 লাখ টাকা

ক্রিকেট খেলা যে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা তা আর এক প্রমান করে দিল ভারতীয় ক্রিকেট ভক্ত রা। এবং ভারতীয় ক্রিকেটাররা দেশে বিদেশে যে কতটা জনপ্রিয় তা বোঝা গেল আর একবার।যেমন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ভক্ত শুধু যে ভারতে আছে তা কিন্তু নয় ।সারা দুনিয়া জুড়ে রোহিতের অগণিত কোটি কোটি ভক্ত আছে।

এই ভক্তরা হাজার ঝুঁকি নিয়ে তাদের প্রিয় খেলোয়াড় রোহিতের সঙ্গে একবার হাত মেলাতে চায় বা শুভেচ্ছা জানাতে চায়। কোনও বিপদকেই তারা ভয় করেন না।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ক্রিকেট ভক্তের সেই পাগলামি আবার দেখা গেছে জিম্বাবুয়ে ম্যাচে সময়। প্রিয় রোহিতের সঙ্গে দেখা করার জন্য এক তরুণ ভক্ত ম্যাচে ঢুকে পড়েন ।

তবে এই অতর্কিত ঘটনার জন্য ভাল রকমের মাশুল দিতে হচ্ছে এই তরুণ ভক্তকে ।সুত্রের খবর অনুযায়ী আইসিসি তাকে কয়েক লাখ টাকা জরিমানা করেছে ।

আসলে, ভারত-জিম্বাবুয়ের মধ্যে লাইভ ম্যাচ চলাকালীন, লাইভ ম্যাচে মাঠে এসেছিলেন এক ছোট ভক্ত। জিম্বাবুয়ের ইনিংসের মাঝখানে, এই তরুণ ভক্ত তার নায়ক রোহিত শর্মার সাথে দেখা করতে হাতে পতাকা ধরে মাঠে প্রবেশ করেছিলেন।

তবে রোহিতের সঙ্গে দেখা করতে পারেন নি, নিরাপত্তা কর্মীরা এই ভক্তকে ধরে আগেই মাঠ থেকে বের করে দেন। এখন লাখ টাকা জরিমানা দিয়ে তার খেসারত দিতে হবে এই ভক্তকে। খবরে বলা হয়েছে, মাঝমাঠের ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করায় এই ‘জাবরা ফ্যান’কে 6.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ICC T20 বিশ্বকাপ 2022-এ ভারত এক দুরন্ত ফর্মে চলছে, ভারত জেন যেকোনো দল কে যেকোনো দিন হারাতে পারবে। গত ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে সুপার 12 পর্বের শেষ খেলায় ভারতীয় দল জিম্বাবুয়ের ৭১ রানে উড়িয়ে দিয়েছে।

2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ভীষণ ভাল খেললে ও রোহিত-এর ব্যাট খুব ভাল কিছু করতে পারে নি। তিনি পাঁচ ইনিংসে 17.80 গড়ে মাত্র 89 রান যোগ করেছেন।

শেয়ার করুন -

Leave a Reply