T20 World Cup: সূর্য ও রাহুলের ধ্বংসলিলায় জিম্বাবুয়ের সামনে বিশাল টার্গেট রাখল ভারত
প্রথম দুটি ম্যাচে জেতার পর দঃ আফ্রিকার কাছে হারতে হয় ভারতকে তার পরে ভারতের জয়ের রথ অব্যাহত। বাংলাদেশ কে হারানোর পর ভারত কার্যত সেমিফাইনালের রাস্তা প্রসস্ত করে ফেলেছিল, দক্ষিণ আফ্রিকা হারার পর ভারত সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যায়।
তবে টি-২০ বিশ্বকাপের শুরুর ম্যাচে পাকিস্থানকে দুরমুশ করে ম্যাচ জিতেছিল ভারত।
আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিরুধে নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ১৮৫ রান ।

ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রোহিত তাড়াতাড়ি ফিরে যান, তবে রাহুল -এর মারাত্মক ব্যাটিং ভারতের বিশাল রান করতে সাহায্য করে।রাহুল করেন ৩৫ বলে ৫১ রান, বিরাট ২৬।
এর পর শুরু হয় সূর্য ঝড় তার ব্যাটিং এর সামনে কোন বোলার ই টিকতে পারে নি, তিনি করেন ২৫ বলে ৬১ রান । তার এই ইনিন্সে ছিল ৪তি ছয় এবং ৬ টি চার।
জিম্বাবুয়ের হয়ে উইলিয়ামস ২ টি উইকেট নেন।
পরে জিম্বাবুয়ের ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপের মুখে পড়ে , নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১১৫ রানে ১৭.২ ওভারে তাদের ইনিংস শেষ হয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভাল বল করেছেন, ভুবনেশ্বর কুমার, অশ্বিন, বাকি বোলরারা খুব ভাল বল করেছেন। অশ্বিন ৩ টি উইকেট , সামি এবং হর্ষদিপ ২ টি করে নেন। ভারত ৭১ রানে জয়লাভ করে।
কিন্তু প্রধান যে চিন্তা থেকে গেল তা হল ভারতীয় অধিনায়কের ফ্লপ শো , কবে তিনি রান পাবেন , এটাই ভারতীয় সমর্থক দের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।
পড়ুন – ভারতীয় অধিনায়কের ফ্লপ শো অব্যাহত, প্রিয় শটে আউট হলেন, কবে রান করবেন? সবাই চিন্তিত!
স্কোর বোর্ড দেখে নিন –
