ছাগল পালনের ভুল ত্রুটি গুলো জেনে নিন, উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাগল পালনে প্রচুর লাভ করুন। | Know the mistakes of Goat Farming, Get a lot of benefits in Goat Farming in an advanced scientific way in Bengali

You are currently viewing ছাগল পালনের ভুল ত্রুটি গুলো জেনে নিন, উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাগল পালনে প্রচুর লাভ করুন। | Know the mistakes of Goat Farming, Get a lot of benefits in Goat Farming in an advanced scientific way in Bengali

ছাগল পালনের ভুল ত্রুটি গুলো জেনে নিন, উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাগল পালনে প্রচুর লাভ করুন। | Know the mistakes of Goat Farming, Get a lot of benefits in Goat Farming in an advanced scientific way in Bengali

“ছাগল পালনের ভুল ত্রুটি গুলো জেনে নিন, উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাগল পালনে প্রচুর লাভ করুন।“আজকের এই নিবন্ধে আমি  ছাগল পালনের ভুল ত্রুটি গুলো সম্পর্কে, এবং উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাগল কিভাবে পালন করবেন তা আপনাদের বিস্তারিত ভাবে আলচনা করব।আজকের দিনে পৃথিবীতে প্রায় প্রতিটি দেশে ছাগল পালন করা হয় । এবং বেশীরভাগ দেশে ব্যবসায়ী ভিত্তিতে এই ছাগলের পালন হয়। কারন ছাগলের মাংস খুব ভাল প্রোটিন উৎস। এবং এই মাংস অনেক দামে বিক্রি হয়। কিন্তু অল্প বিস্তর কিছু ভুল হয়ে গেলে ছাগল পালেনের ক্ষেত্রে অনেক লোকসানের মুখে পড়তে হয়। আজকের এই নিবন্ধে কিকরে এই ভুল গুলকে শুধরে নিতে পারবেন। তা আমি আপনাদের কাছে আলোচনা করব।

 ছাগল পালনের ভুল ত্রুটি গুলো জেনে নিন(Know the mistakes of Goat Farming in Benali)

ছাগল কেনার সময় সবথেকে প্রথম জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে। কোন ভাবেই অসুস্থ ছাগল কেনা যাবে না। অনেক সময় চাষিরা বাজার থেকে ভুল করে অসুস্থ ছাগল কিনে আনেন, এবং এই কারনে অনেক চাষিরা লোকসানের মুখে পড়েন। তাই ছাগল কেনার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে ছাগল সুস্থ আছে। তাই আপনাকে আপনার কোন বিশস্থ কোন ছাগল পালকের কাছ থেকে কেনাই সব সময় ভাল।

ছাগল পালনের প্রশিক্ষণ নিতে হবে

ছাগল পালনের ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই ছাগল পালনের প্রশিক্ষণ নিতে হবে। কেননা প্রশিক্ষণ ছাড়া ব্যবসা করলে আপনার লোকসানের সম্ভবনা অনেকটা বেড়ে যায়। সরকার ছাগল পালনের জন্য অনেক ছোট ছোট প্রশিক্ষণ শিবির করে। আপনি কোন খরচ ছাড়াই এই ধরণের প্রশিক্ষণ নিতে পারেন। এছাড়া ইন্টারনেটে অনেক ছাগল পালনের কৌশলের পদ্ধতি পাওয়া যায়। আপনি সে সমস্ত পদ্ধতি পড়েও অনেকটা ধারনা নিতে পারেন। এছাড়া আপনাকে কিছু ছাগল ফার্মের সঙ্গে কথা বলতে হবে বা আপনি কিছু ফার্ম ভিজিট করে ছাগল পালকদের সঙ্গে কথা বলে , ছাগল পালন সম্পর্কে অনেক তথ্য জোগাড় করতে পারেন। এই সমস্ত বিষয় গুলি আলোচনা করলে আপনার ধারনা অনেকটা বেড়ে যাবে।

বাজার বিশ্লেষণ করুন

 আপনি এক ধরণের ছাগল পালনের ব্যবসা শুরু করার আগে আপনাকে আপনার মার্কেট বিশ্লেষণ করতে হবে। আপনার বাজারে কোন ধরণের ছাগল বিক্রি হবে, ছাগলের চাহিদা আপনার বাজারে কেমন, আপনাকে কোথায় ছাগল বিক্রির জন্য নিয়ে যেতে হবে। এই সমস্ত তথ্য আপনাকে ব্যবসা শুরু করার আগে জোগাড় করতে হবে। কেননা পশু পালনের ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবে, অনেকের অনেক পয়সা লোকসান হয়ে গেছে।

পাস্তা তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন?

ছাগল পালনের জন্য সঠিক জাত নির্বাচন করতে হবে।

ছাগল চাষের ক্ষেত্রে ছাগলের জাত একটা খুব বড় ব্যপার। কেননা সব পরিবেশে সব রকমের ছাগল চাষ লাভজনক হয় না। তাই ছাগল চাষের ক্ষেত্রে আপনাকে আগে সঠিক জাত নির্বাচন করতে হবে।এই ব্যাপারে সঠিক সিন্ধান্ত নেওয়ার জন্য আপনি আপনার নিকটবর্তী সরকারী প্রানি পালন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ছাগলের খাওয়ানোর দিকে নজর দিন।

প্রতিটি পশু পালনের ক্ষেত্রে খাদ্য একটা বড় ব্যাপার। সঠিক খাদ্যের প্রয়োগ না হলে সেই পশু পালনে লাভ পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে।সঠিক খাদ্য পেলে পশুদের বাড় ও খুব ভাল হয়। ছাগল সাধারন ভাবে সবুজ ঘাস, ঘাছ পালার পাতা অথাবা খড় ও খায় ।এছাড়া আপনি এদের পশু খাদ্য খাওয়াতে পারেন। একটি প্রাপ্ত বয়স্ক ছাগল প্রতিদিন ৩০০-৪০০গ্রাম পর্যন্ত খেতে পারে।

ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন 2022?

ছাগলের ফার্মে জায়গা

ছাগলের ফার্মে ছাগলকে হাঁটতে দেওয়ার জন্য খোলা মাঠের দরকার পড়ে। তাই আপনাকে ছাগলের ফার্ম তৈরি করার সময় কিছুটা ছাগলের জন্য চারন ভূমির জন্য জায়গা রাখতে হবে। না হলে ছাগলের বাড় অনেকটা কম হবে। এছাড়া ফার্মকে সর্বদা লোকালয় থেকে একটু দূরে রাখবেন। ভীষণ লোকালয়ের ভিতর ছাগলের ফার্ম করলে তা খুব একটা ভাল লাভ করা যায় না।

ছাগলের পালনের ক্ষেত্রে সঠিক সময়ে টিকা দিতে হবে।

ছাগল পালনের ক্ষেত্রে মাঝে মাঝে নানা রকমের রোগ ব্যাধি দেখা দেয়। এই সমস্ত রোগ ব্যাধি থেকে ছাগলকে সুরক্ষিত করার জন্য ছাগলদের নিদিষ্ট সময়ে টিকার ব্যবহার করতে হবে। নাহলে বড় ধরণের লোকসান হতে পারে।

পাঁপড় তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন -2022?  

ছাগলের ফার্মের চারিদিকে প্রাচীর

ছাগলের ফার্মের চারিদিকে প্রাচীর তৈরি করতে হবে। এই প্রাচীর ছাগলের সুরক্ষার জন্য ভীষণ দরকার। অন্য জানয়ার বা শিকারিদের থেকে ছাগলকে রক্ষা করার জন্য এটা খুব কাজ করে।

ছাগলের বেশ কিছু জাত –

ছাগলের বেশ কিছু ভাল জাতের মধ্যে রয়েছে সিরোহি, বারবারি, মারোয়ারি, মেহসানা, কাছি, গোহিলওয়াড়ি এবং জলওয়াড়ি।কিছু দেশে বিদেশী জাতের ছাগল যেমন বোয়ার, আলপাইন এবং অন্যান্য পাওয়া যায়।

পাঁপড় তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন -2022?

Conclusion -আজ এই পোস্টে আমি এই নিবন্ধ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনার এই পোস্ট সম্পর্কে যেকোনো রকমের কমেন্ট নীচে কমেন্ট বক্স-এ করতে পারেন।

শেয়ার করুন -

Leave a Reply