ছাত্র ছাত্রীদের জন্য সেরা ব্যবসার আইডিয়া – 2022 | Best Business Ideas for Students – 2022

You are currently viewing ছাত্র ছাত্রীদের জন্য সেরা ব্যবসার আইডিয়া – 2022 | Best Business Ideas for Students – 2022

Table of Contents

ছাত্র ছাত্রীদের জন্য সেরা ব্যবসার আইডিয়া ছাত্রদের জন্য সেরা ব্যবসার আইডিয়া ছাত্রীদের জন্য সেরা ব্যবসার আইডিয়া স্টুডেন্ট লাইফে ব্যবসা

ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া (Business Ideas for Students in Bengali)

“ ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া “ আজকের এই নিবন্ধে আমি ছাত্র ছাত্রীদের অল্প সময় ব্যয় করে নানা রকমের ব্যবসা করার আইডিয়া দেব। আজকাল ছাত্র ছাত্রীরা নানা ভাবে পার্ট টাইম কাজ করে রোজগার করতে চায়। ছাত্র ছাত্রীরা চায় নিজেদের হাত খরচ নিজেরা চালাতে। কিছু কিছু ছাত্র ছাত্রীরা আবার বাড়িতে কিছুটা বাবা মা  কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে পড়াশুনার ফাঁকে ফাঁকে কাজ করে কিছু ইনকাম করতে চায়।সাধারনভাবে বেশিরভাগ ছাত্র ছাত্রী যেকোনো রকমের পার্টটাইম চাকরি নিতে চেষ্টা করে। কিন্তু তাদের কাছে আরও একটা বড় রাস্তা আছে পার্টটাইম নিজের ব্যবসা শুরু করা। শুরুতে আপনার ব্যবসা ছোট হতে পারে, কিন্তু দিনে দিনে সেটাকে আপনি বড়ও  করতে পারেন এবং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারলে ভবিষ্যতে আপনাকে আর চাকরীর পেছনে না দৌড়ে  ফুল-টাইম আয়ের রাস্তা তৈরি করতে পারেন। তাই “ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া” নিবন্ধ ভাল করে পড়লে অনেক ভাল আইডিয়া পাবেন। যেকোনো ছাত্র বা ছাত্রী নিচের ব্যবসার আইডিয়া গুলি পড়ে ব্যবসা শুরু করতে পারেন।

ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া (Business Ideas for Students in Bengali)

এই নিবন্ধে যেহেতু আমি ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া গুলো বলছি , তাই  ছাত্র বা ছাত্রীদের  সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ যেমন পড়াশোনা এবং পরিবারের জন্য কিছুটা কাজ বাদ দিয়ে বাকি পার্ট টাইম  সময়ের উপর ভিত্তি করে যে সব কাজ করতে পারে সেই সমস্ত কাজগুলি উল্লেখ করছি। ছাত্র ছাত্রীরা অল্প সময় ব্যয় করে ব্লগিং,ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ফ্রিল্যান্সিং,অন লাইন মার্কেটিং, Youtube ক্রিয়েটর ইত্যাদি নানা রকমের ব্যবসা করতে পারেন।

আরেকটি খুবী গুরুত্বপূর্ণ বিষয়,ব্যবসার বাজেট , যেসমস্ত ব্যবসায় আপনাকে বেশী বিনিয়োগ করতে হবে সেগুলি না করাই ছাত্র বা ছাত্রীদের জন্য ভাল। তাই কম বাজেটে যেখানে ছাত্র ছাত্রীরা ব্যবসা শুরু করতে পারবে  আমি তাদের উপর বেশী জোর দিয়েছে।

তবে ব্যবসা শুরু করার আগে কিভাবে নতুন ব্যবসা শুরু করবেন সে সম্পর্কে ভাল ভাবে জেনে নিতে হবে ।

১। মোবাইল সারানো /মোবাইল এক্সেসারিজ/ মোবাইল রিচার্জ (Mobile Repair / Mobile Accessories / Mobile Recharge in Bengali)

ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া -এর ভেতর মোবাইল সারানর ব্যবসা ছাত্রদের জন্য একটা খুব ভাল ব্যবসার আইডিয়া হতে পারে। কম বিনিয়োগে শুরু করার জন্য এটা একটা খুব ভাল ব্যবসা। আমাদের দেশে যত দিন যাছে তত আরও  বেশী  মোবাইল নির্ভর হয়ে উঠছে।এবং মানুষ একাধিক ফোন ব্যাবহার করছে। এবং এই ব্যবসার ভবিষ্যত অনেক বড়। এই ব্যবসা আপনি বাড়ি থেকে শুরু করতে পারেন পরে আপনি বড় দোকানও শুরু করতে পারেন।

রিচার্জ এবং মোবাইল এক্সেসারিজ আপনি সঙ্গে রাখতে পারেন। মানুষ এখন রিচার্জ এবং মোবাইল এক্সেসারিজ জন্য যদিও অনেকটা অন লাইনের উপর নির্ভর করে কিন্তু এখনও এর একটা বড় বাজার আছে। আপনি জদি গ্রামে থাকেন এবং গ্রামে থেকেও ব্যবসা করতে চান তবে আপনি গ্রামের ব্যবসার আইডিয়া নিতে পারেন।

২। ব্লগিং (Blogging in Bengali)

ব্লগিং একটা ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া । এটা এক ধরনের অনলাইন আয়ের রাস্তা। ব্লগিং এর মুল কথা হচ্ছে আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে  ওয়েবসাইট তৈরি করে ব্লগ পোস্ট করুন। এবং বিজ্ঞাপন থেকে টাকা রোজগার করুন। ব্লগিং এর ভবিষ্যতের কোন শেষ নেই। সারা বিশ্ব জুড়ে এর মার্কেট। অন লাইন জত রকমের ইনকামের রাস্তা আছে। তার মধ্যে ব্লগিং সবথেকে সফল রাস্তা।  আপনাকে এই ব্যবসায় বিনিয়গের জন্য Domain and Hosting এর প্রয়োজন হয়। এর জন্য ৪০০০-৫০০০ বছরে খরচ হয়। এটা খুবই কম খরচে একটা ভাল পার্টটাইম বা ফুল টাইম কাজ হিসাবে করতে পারবেন।

৩। ইউটিউব( Youtube in Bengali)

ইউটিউব চ্যানেল ক্রিয়েটর একটি প্রথম সারির ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া । ইউটিউব এর ব্যবসা কিছুটা  ব্লগিং এর মত।এবং এই ধরনের ব্যবসা প্রচুর ছাত্র ছাত্রী করে থাকে। ব্লগিংএ text বা পাঠ্য ফর্ম্যাটে আপনার তথ্য কে ওয়েবসাইট এ প্রাকাশ করা। ইউটিউবে আপনাকে ভিডিও ফর্ম্যাটে তৈরি করতে হবে ও তা ইন্টারনেট ইউটিউব চ্যানেলের, মাধ্যমে তা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আপনাকে ভিডিও প্রকাশ করার জন্য কোন রকম খরচের ব্যপার থাকে না। তবে ভিডিও তৈরির জন্য আপনাকে সময় ও খরচ দুটোই দিতে হয়। তবে একটা স্মার্ট ফোন থাকলেই এটা সম্ভব। ।

৪। অনলাইন মার্কেটিং (Online marketing in Bengali)

ডিজিটাল মার্কেটিং আজকের দিনে সবচেয়ে ভাল একটা ব্যবসা। তবে সবার  জন্য করা সহজ জিনিস নয়, তবে যারা  ব্লগিং বা ইউটিউব চ্যানেল শুরু করেছেন তারা এই কাজটা খুব সহজে করতে পারে। আজকের দিনে বেশির ভাগ সংস্থা গুলি অনলাইনে তাদের ব্যবসার প্রচার করতে চাইছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং  এক্সপার্ট হতে চান তবে আপনাকে ডিজিটাল মার্কেটিংএর সমস্ত ব্যপারগুলি শিখে নিতে হবে। এবং আপনার আপনি কাজে পাগাতে পারেন।  কীভাবে ওয়েবসাইটগুলিতে বেশি করে  ট্রাফিক আনবেন।  কিভাবে ইউটিউব চ্যানেলে আরও ভিউ বাড়বে, কীভাবে বিভন্ন সোশ্যাল মিডিয়া পেজ গুলিতে আরও বেশি ফলোয়ার বাড়বে। এবং কম্পানিগুলির পণ্য আরও বেশি করে বিক্রি হবে।তাই অনলাইন মার্কেটিং একটা ভাল ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া । এবং আপনি ও এটা শুর করতে পারেন।

৫। বাগান পরিচর্যার ব্যবসা (Gardening business in Bengali)

ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া এর মধ্য বাগান পরিচর্যার ব্যবসা একটা ভাল রাস্তা আপনি যদি এমন মানুশ হন যে গাছপালা খুব ভালবাসেন তবে আপনার জন্য এই ব্যবসাটি একটি দুর্দান্ত ব্যবসা হতে পারে। আজকের দিনে পৃথিবীর সমস্ত মানুষ ভীষণ ব্যস্ত। তাই ছোট ছোট আনেক বিষয় কে নিয়ে ব্যবসা করতে পারেন। অনেকে বাড়িতে শখের বাগান করেন, কিন্তু সময়ের আভাবে তদারকি ঠিক ঠাক করতে পারেন না। আপনি সেই সমস্ত বাগানের দায়িত্ব নিতে পারেন। এতে আপনার কোন মূলধন নিয়গ করতে হয় না। আপনাকে কিছু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যারা বাগানের কাজ করে। আর তদারকি আপনাকে নিজেকে করতে হবে।  এটা একটা খুব ভাল  ব্যবসা হতে পারে।  

৬। পেট শপ(Pet Shop in Bengali)

পেট শপ ব্যবসা একটা খুবই ভাপ ব্যবসা । এতে বিনিয়োগ কম  করে শুরু করতে পারেন বা বেশি বিনিয়গে ও শুরু করতে পারেন। শুরুতে  অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়ামএর জিনিস পত্র  এবং রঙ্গিন মাছ দিয়ে শুরু করতে পারেন এবং এই ব্যবসা অঙ্ক বড় হতে পারে। এই ব্যবসাতে আপনাকে একটা ছোট্ট দোকানের ব্যবস্থা করতে হবে। এই ব্যবসার খারাপ দিক হল আপনাকে  খুবই সতর্ক থাকতে হবে যেন পোষামাছ বা  প্রাণীর স্বাস্থ্য সঠিক থাকে। ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া এর ভেতর পেট শপ ব্যবসা একটা ভাল ব্যবসার ভেতর পড়বে।

৭। পার্টি অরগানাইজ-এর ব্যবসা (Party Organize Business in Bengali)

পার্টি অরগানাইজ-এর ব্যবসা কে একটা ভাল ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া হিসাবে ধরতে পারেন। আপনি যদি কোন শহর বা শহরের আসে পাসে থাকেন তবে আপনি পার্টি অরগানাইজ-এর ব্যবসা খুব সহজেই করতে পারেন। আজকের দিনের মানুষ চায় তারা কিছু সময়ের জন্য কোন পার্টি করবে এবং সেই পার্টি কে সুন্দর ভাবে অরগানাইজ করতে হবে। এই ধরনের কাজ আপনি খুব সহজেই করতে পারেন। আপনি ভেন্যু ডিজাইন করে দেবেন, উপহার প্যাক করে দেবেন, এবং পার্টিকে আরও ভালো করে তুলতে  দুর্দান্ত সব থিম দিয়ে  গ্রাহকদের সাহায্য করবেন। তবে এই ধরনের কাজ করতে হলে আপনাকে আরও বেশি সৃজনশীল হতে হবে ও নতুন নতুন পরিকল্পনা বাস্তব রুপ দিতে হবে।

৮। এড্রেস ভেরিফিকেশান পরিষেবা(Address Verification Service in Bengali)

ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া গুলির ভেতর “এড্রেস ভেরিফিকেশান পরিষেবা ” একটা ভাল ব্যবসা । বিভিন্ন ব্যাংক, ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থা, ঋণ প্রদানকারী সংস্থা প্রায়ই প্রতারণা এড়াতে গ্রাহকের প্রকৃত ঠিকানা যাচাই করার জন্য ঠিকানা ভেরিফিকেশনের জন্য  কিছু মানুষ কে কন্ট্রাক্ট –এ দায়িত্ব দিয়ে দেয়। আপনি এই ধরনের কন্ট্রাক্ট ও নিতে পারেন।

৯। সুগন্ধি মোমবাতি তৈরির ব্যবসা(The business of making perfume candles)

সুগন্ধি মোমবাতি তৈরির ব্যবসা একটা কম সময়ের কম মূলধনের একটা ভাল ব্যবসা। আমাদের দেশে সুগন্ধি মোমবাতি বিভিন্ন উৎসবে এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবভার করা হয়। এবং এর চাহিদা ও খুব ভাল । তাই এই ধরনের ব্যবসা আপনি করতে পারেন। তাই সুগন্ধি মোমবাতি তৈরির ব্যবসা কে ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া গুলির ভেতর একটা ভাল আইডিয়া হিসাবে ধরতে পারেন।

১০। হস্তশিল্প-এর ব্যবসা (Handicraft business)

আপনি যদি সৃজনশীলতা  হন  ও আপনার যদি হস্তশিল্প –এর ব্যপারে ভাল জ্ঞান থাকে তবে অবশ্যই আপনি এই ধরনের পণ্য ঘরে বসে তৈরি করতে পারেন। আর আপনি অনলাইন থেকে আরম্ভ করে বিভিন্ন স্টলে এই ধরনের পণ্য খুব সহজেই বিক্রি করতে পারেন। এটা ভীষণ ভাল একটা ব্যবসা। কিন্তু এই  বিশয়ের উপর ভাল দক্ষ হতে হবে। ভাল পণ্য তৈরি  করলে পণ্য বিক্রিতে কোন অসুবিধা হয় না। আর এই ব্যবসায় মূলধন খুব কম  লাগে।

১১। টি-শার্ট ডিজাইনিং –এর ব্যবসা (T-shirt Designing Business)

আপি যদি কম্পিউটার ডিজাইনিং এর কাজ খুব ভাল জানেন , তবে আপনার জন্য  টি-শার্ট ডিজাইনিং একটা খুব ভাল ব্যবসা হতে পারে।এটি একটি সৃজনশীল ব্যবসা এই ব্যবসা আপনি আপনার বাড়ি থেকেই খুব সহজেই করতে পারবেন। এটি  পুরোপুরি অনলাইন ব্যবসা, আপনাকে কম্পিউটারে ফটোশপের ডিজাইনিং দক্ষতা খুব ভাল থাকা দরকার এবং সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং ও করতে হবে। বর্তমানে অনেকগুলি  ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলিতে আপনাকে আপনার ডিজাইন আপলোড করতে হবে।  এবং যখন কেউ আপনার ডিজাইন সহ শার্ট কিনবেন,তখন আপনি একটি কমিশন পেয়ে যাবেন। এখানে আপনার বিনিয়োগ কিছু থাকে না। এখানে কিছু ভাল ডিজাইন করতে হবে যা লোকেরা কিনতে আকৃষ্ট হতে পারে, সোশাল মিডিয়াতে আপনাকে খুব ভাল করে প্রচার করতে হবে।

১২। ভিডিও এডিটিং ( Video Editing Business in Bengali)

ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া গুলির ভেতর ভিডিও এডিটিং একটা খুব ভাল আইডিয়া। আজকের দিনে ভিডিও এডিটিং এর কদর খুব বেশী। সমস্ত রকমের অনুষ্ঠান গুলিতে ভিডিও রেকর্ডিং অর এডিটিং করা হয় , সমস্ত সোশ্যাল মিডিয়া প্রচুর প্রিমানে ভিডিও এডিটিং হয়। আপনি যদি ভিডিও এডিটিং -এর কাজটা ভাল করে রপ্ত করে নিতে পারেন। তবে আপনার কাছে প্রচুর পরিমাণে কাজের অর্ডার আসবে। আর যে পার্টি আপনার কাছ থেকে একবার ভাল কাজ পাবে সে সব সময় আপনার কাছ থেকে কাজ করাবে। আজকের দিনে ইন্টারনেটে প্রচুর পরিমাণে youtube চ্যানেল আছে। এবং তারা প্রতি নিয়ত ভিডিও এডিটিং করায়। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করলে । প্রচুর কাজ পেতে পারবেন। আর এই কাজটাও খুব একটা কঠিন কাজ নয়। আপনাকে ভাল করে কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার জানতে হবে। যেমন –

13. কন্টেন্ট রাইটিং -এর ব্যবসা

ছাত্রদের জন্য কন্টেন্ট রাইটিং এর ব্যবসা খুব ভাল ব্যবসা। যদি আপনার লেখা লেখি করার দক্ষতা থাকে । তাহলে আপনি কন্টেন্ট রাইটিং এর ব্যবসা করতে পারেন। অনলাইনে ফ্রী লেন্সার ওয়েবসাইট আছে যেখানে কন্টেন্ট রাইটিং এর জন্য প্রচুর পরিমাণে ডিমান্ড আসে । যে সব ব্যাক্তিদের কন্টেন্ট রাইটিং করার দরকার পড়ে তারা ওই সমস্ত ওয়েবসাইটে কন্টেন্ট রাইটার দের খোঁজ করেন ও কন্টেন্ট রাইটার দের হায়ার করেন। আপনি যদি বাংলা, ইংরেজি, হিন্দি যে ভাষায় সাবলীল ভাবে কোন বিষয়ের উপর লিখতে পারেন , তাহলে এই সমস্ত ফ্রীল্যান্স সাইট গুলিতে গিয়ে নিজের প্রোফাইল তৈরি করে , কাজ গুলি নিতে পারেন।

নিচে কিছু Freelancing ওয়েবসাইটের নাম দেওয়া হল –

Fiverr

Upwork

Thumbtack

Freelancer.com

Behance

Flexjobs

Q. ছাত্র ছাত্রীদের জন্য বা স্টুডেন্ট লাইফে সেরা বিজনেস আইডিয়া গুলো কি হবে পারে?

Ans.- পার্ট টাইম ব্যবসা, কন্টেন্ট রাইটিং -এর ব্যবসা , ভিডিও এডিটিং -এর ব্যবসা , টি-শার্ট ডিজাইনিং –এর ব্যবসা , হস্তশিল্প-এর ব্যবসা , ব্লগিং

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

শেয়ার করুন -

Leave a Reply