অনলাইন পত্রিকা ব্যবসা অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন অনলাইন পত্রিকা থেকে আয় করুন
অনলাইন পত্রিকা ব্যবসা কিভাবে শুরু করবেন? (How to start an online magazine business in Bengali?)
” অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ? “আজকের এই নিবন্ধে আমি অনলাইন পত্রিকা ব্যবসা কিভাবে শুরু করবেন এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করতে চান তবে ইএ নিবন্ধ শেষ পর্যন্ত পড়বেন ।
অনলাইন ম্যাগাজিন ব্যবসার খরচ, ভারতে সুবিধা (Costs, benefits of online magazine business in Bengali)
আমাদের দেশ মানুষের সংবাদপত্র এবং পত্রিকা পড়ার নেশা বহু বছরের পুরনো।সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সকালের চায়ের সঙ্গে খবরের কাগজ পড়ার একটা আলাদা নেশা আছে। তাই এখনকার উন্নত প্রযুক্তির যুগে এই ধরনের নেশা কে মাতানর জন্য অনলাইন পত্রিকা একটি ভালো মাধ্যম। এই সমস্ত কারনে অনলাইন পত্রিকার বাজার আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
অনলাইন পত্রিকায় কি সুবিধা আছে? (What are the benefits of online magazines in Bengali?)
অনলাইন পত্রিকাতে আপনি যখনি কোন তথ্য দেবেন তখনই আপনার পত্রিকা প্রকাশিত হবে।এবং এই পত্রিকা সব সময়ের জন্য সুরক্ষিত থাকে। গ্রাহক যে কোন সময় এই পত্রিকা উপভোগ করতে পারে।
অনলাইন পত্রিকায় বা ম্যাগাজিনে একটা খবরের সঙ্গে আরও অনান্য খবরের লিঙ্ক পাওয়া যায়, তাই আপনি অন্য খবরের জন্য খুব সহজেই অন্য সাইটে গিয়ে আপনি ওই খবর পড়তে পারবেন। এ ছাড়া অনলাইন পত্রিকায় অনেক খবরের ভিডিও ভারসান করা থাকে এতে খবর দেখতে খুব ভাল লাগে।
সাধারন চিরাচরিত পত্রিকায় কাগজ-এর উপর প্রিন্ট করে প্রাকশিত হয়। যার জন্য প্রচুর পরিমাণে কাগজের প্রয়োজন হয় এবং সাভাবিক ভাবে কাগজের তৈরির জন্য অনেক গাছ কাটা হয় , এবং এটা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর।তাই অনলাইন পত্রিকাকে আমরা পরিবেশ বান্ধব ও নিরাপদ বলতে পারি।
অনলাইন পত্রিকা প্রিন্টিং পত্রিকার থেকে অনেক কম খরচে প্রকাশ করা যায়। তাই অনলাইন পত্রিকার সাবস্ক্রিপশন খরচ অনেক কমে হয়ে যায়।
অনলাইন পত্রিকা ব্যবসা কিভাবে শুরু করবেন? (How to start an online magazine business in Bengali?)
অনলাইন পত্রিকা ব্যবসা কিভাবে শুরু করার আগে পরিকল্পনা (How to plan before starting an online magazine business in Bengali)
- যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে একটি সুনির্দিষ্ট এবং সঠিক পরিকল্পনা করতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ।যদি এই পরিকল্পনাতে কোন বহুল থেকে যায়, তবে ব্যবসাতে ব্যর্থতা আসতে পারে।
- আপনার পত্রিকার পাঠকদের সম্পর্কে তথ্য আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এর জন্য আপনাকে মার্কেট সারভে করা দরকার। আপনি আপনার যারা প্রতিপক্ষ তাদের ব্যপারে ও তথ্য নিতে পারেন এতে আপনি বাজার সম্পর্কে একটা সঠিক ধারনাও পেতে পারেন।
- অনলাইন পত্রিকা প্রকাশ কারার আগে আপনার পত্রিকার যা খরচ তা মূলধন আকারে জমা রাখতে হবে। এবং পত্রিকা প্রকাশ হয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসার ইনকাম ও প্রচুর আসবে না। এটা ধিরে ধিরে বাড়তে থাকে। তাই এই ব্যপারে আপনাকে খেয়াল রাখতে হবে ও পর্যাপ্ত মূলধন মজুত রাখতে হবে।
অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করার আগে , নাম , ডোমেন, সারভার নির্বাচন (Before starting an online magazine business, choose a name, domain, server in Bengali)
- অনলাইন পত্রিকা প্রাকাশ করার আগে সঠিক নাম নির্বাচন করতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা করার পর পত্রিকার নাম নির্বাচন করা দরকার। তবে এটা সব সময় মনে রাখতে হবে। নাম যাই হোক না কেন, পত্রিকার প্রকাশিত তথ্য পাঠকদের কাছে যেন সব সময় গ্রহনযোগ্য হয়।
- ডোমেইন নাম নির্বাচন করা : প্রতিটি ওয়েবসাইট তৈরি করতে হলে একটি ডোমেন নাম দরকার হয়। GoDaddy, Hostinger এর মতো অনেক ডোমেইন রেজিস্ট্রেশন করার মত কম্পানি আছে। এর যেকোনো একটি তে লগ ইন করে আপনাকে ডোমেইন নাম পছন্দ করে ডোমেইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। ডোমেইন নাম অনেক রকমের হয় এবং নামের উপর দাম ও নির্ভর করে। যেমন .com,.in,.net, .bd এবং .co.in, .xyz ইত্যাদি। এখান থেকে আপনাকে নাম পছন্দ করতে হবে। আপনি বছরে ১০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে ডোমেইন নাম পেয়ে যাবেন।
- ওয়েবসাইটের জন্য হোস্ট স্পেস: ডোমেইন নাম নির্বাচন করে নিলে এর পরে আপনাকে হোস্ট স্পেস কিনতে হবে। অনেক কোম্পানি যেমন GoDaddy, Hostinger হোস্ট পরিষেবা প্রদান করে। হোস্টিং পরিষেবায় আপনাকে আপনার ওয়েবসাইট এর জন্য সার্ভার স্পেস দেওয়া হয়। যেখানে আমরা ওয়েবসাইটকে স্টোর করে ব্যবসা শুরু করতে পারি। এই পরিষেবার খরচ বার্ষিক 900 থেকে 1500 পর্যন্ত হয়।
অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করার জন্য সঠিক টিম নির্বাচন।(Choosing the right team to start an online magazine business in Bengali)
আপনি যখন ব্যবসায়িক পরিকল্পনা, মূলধন, মার্কেট, গ্রাহক ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবেন। তখন আপনাকে একটি সঠিক টিম তৈরি করে নিতে হবে। সঠিক টিম ছাড়া এই ব্যবসায় সফল হওয়া যায় না। এই টিম তৈরির জন্য লেখক, সম্পাদক, প্রুফরিডার,ফটোগ্রাফার,ফটো এডিটর ইত্যদির দরকার পড়ে। এর সঙ্গে মার্কেটিং এর জন্য সেলস ম্যানেজার, মার্কেটিং এক্সপার্ট কে নিয়োগ করতে হবে।
পত্রিকার বিশয় তৈরি এবং পোস্টিং (Creating and posting magazine topics in Bengali)
লেখার বিষয়বস্তু: আপনি যেকোনো পত্রিকা শুরু তা অনলাইন পত্রিকা হোক বা অফলাইন, পাঠকের কাছে সবচেয়ে দরকারি জিনিস হল – আপনার প্ত্রিকায় প্রকাশিত বিশয়ে বা পোষ্টে যেন আকর্ষণীয় এবং সঠিক তথ্য দেওয়া থাকে। যে কোনো পত্রিকাকে জনপ্রিয় করে তুলতে প্রকাশিত তথ্যগুলো আকর্ষণীয়, মনোগ্রাহী ও সঠিক হওয়া প্রয়োজন। তাই পত্রিকার প্রধান কাজ লেখকের সঠিক কন্টেন্ট তৈরি করা। আপনি এই কাজের জন্য কোন ফ্রিল্যান্ন্সার কে নিয়োগ করতে পারেন বা কোন পার্মানেন্ট লেখকও রখতে পারেন।
প্রুফ রিডার : লেখক যখনই কোনো পোস্ট টাইপ করে আপনাকে দেবেন তাতে অনেক টাইপিংয়ে ভুল থাকতে পারে। এই ধরনের ভুল্কে সঠিক কারার কাজ হল প্রুফরিডারের। প্রুফ রিডার লেখকের কপি পাওয়ার পর তা পড়ে তা সংশোধন করে সম্পাদকের কাছে পাঠিয়ে দেন।
ফাইনাল প্রুফ ও সংশোধন : সম্পাদকের কাছে কপি আসার পরে। তা প্রকাশ হবে কিনা সম্পাদক তা স্তির করেন। সম্পাদক কোন বিশয়ে কিছু ঘাটতি বোধ করলে তা আবার লেখকের কাছে পাঠিয়ে দেন ও তা পুনরায় এডিট করা হয়।
পত্রিকা পোস্ট প্রাকাশের জন্য ছবি : পত্রিকা শুধুমাত্র লেখার উপর ভিত্তি করে প্রকাশ করলে তা বেশী আকর্ষণীয় হয় না। পাঠকদের আকর্ষণ করার জন্য এতে বিশয় অনুযায়ী রঙিন ছবি দরকার পড়ে। তাই প্রত্যেক পত্রিকায় একজন ফটোগ্রাফার থাকে যিনি এই ধরনের কাজ করে থাকেন । ফটোগ্রাফার পত্রিকার বিষয়বস্তু অনুযায়ী সঠিক ছবি বাছাই করে সম্পাদককে পাঠিয়ে দেন।
পত্রিকার ওয়েবপেজ ডিজাইন :অনলাইন পত্রিকার ডিজাইন একটা বড় ব্যাপার। বিষয়বস্তু এবং ফটোগ্রাফ এসে জাওয়ার পরে লেআউট ডিজাইনারের কাছে সমস্ত জিনিস পাঠানো হয়। তিনি সঠিক ভাবে একটি ডিজাইন প্রস্তুত করেন। যা গ্রাহকদের আপনার পত্রিকা কে আকর্ষণীয় করে তোলে।
পত্রিকা ডিজিটাইজেশন: পত্রিকার সমস্ত Content এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে বিভিন্ন সফ্টওয়্যার-এর (Word Press, Contentful) মাধ্যমে পত্রিকা কে ডিজিটাইজেশন করা হয়। এর মানে আপনার পত্রিকা ওয়েবসাইট রুপে পাবলিস্ট হয়ে যায়।
অনলাইন পত্রিকা ব্যবসা কিভাবে শুরু করার জন্য পারমিশন(Permission to start an online magazine business in Bengali)
আমদের দেশে প্রিন্ট নিউজ পেপার শুরু করতে হলে পারমিশন বা রেজিসট্রেশন করতে হয় এবং এতি একটি বেশ কঠিন ও সময় সাপেক্ষ কাজ । আমাদের দেশে সংবাদপত্র নিবন্ধক বা RNI সংবাদপত্র নিবন্ধন শংসাপত্র দেয়, কিন্তু অনলাইনে কোন পত্রিকা প্রকাশ করতে হলে এর কোন দরকার পড়ে না।আমরা যখন অনলাইনে একটি পত্রিকার নাম ওয়েবসাইট আকারে প্রকাশ করে দেই তখন আর কেউ সেই নাম ব্যবহার করতে পারে না।
অনলাইন পত্রিকা থেকে কিভাবে টাকা আয় করা যায় (How to make money from online magazines in Bengali)
- অনলাইন পত্রিকার ব্যবসায় টাকা আয়ের আনেক উপায় রয়েছে।পত্রিকার সাবস্ক্রিপশন বাবাদ মাসিক বা বার্ষিক-এর হিসাবে গ্রাহকরা টাকা জমা করে।
- তবে শুধু এটির উপর অনলাইন পত্রিকার ব্যবসায় আয় নির্ভর করে না, অনলাইন বিজ্ঞাপন থেকেও অনেক টাকা আয় করা যায়। পত্রিকায় বিজ্ঞাপনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ করা হয়।
- ওয়েবসাইট এ যদি অনেক ট্রাফিক বা গ্রাহক নিয়মিত ত্থাকে তবে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কম্পানি আপনার ওয়েবসাইট –এ কোম্পানির বিজ্ঞাপনের জন্য টাকা দেয়। এছাড়া গুগল-এর বিজ্ঞাপনের জন্য এড সেন্স থেকে অনেক টাকা পাওয়া যায়।
অনলাইন পত্রিকা ব্যবসা করার জন্য মূলধন। (Capital for doing online magazine business in Bengali)
আপনি যদি একটি ছোট অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করতে হলে আপনাকে মূলধন হিসাবে খুব বেশী টাকা খরচ করতে হবে না। আপনি যদি আপানার অফিস ও কর্মচারী (লেখক, ফটোগ্রাফার …) ইত্যাদি কে বাদ দেন তবে আপনাকে ডোমেইন নেম এবং হোস্ট স্পেস এর জন্য বছরে ৩০০০-৪০০০ টাকার মধ্যে হয়ে যায়। বাকি আপনাকে ওয়েবসাইট তৈরি ও নিয়মিত পোস্ট এর জন্য কর্মচারী বাবদ যা খরচ তা করতে হয়।
বিটকয়েনে বিনিয়োগ করার পদ্ধতি 2022?
অনলাইন পত্রিকা ব্যবসা লাভ কত হতে পারে ? (How Much Money Does an Online Magazine Business Make in Bengali?)
অনলাইন পত্রিকা ব্যবসা লাভ বা মুনাফা তাৎক্ষণিক পাওয়া যায় না। আপনি কতটা মুনাফা পাবেন তা নির্ভর করে বিষয়বস্তুর ওপর, পাঠকদের পছন্দের উপর । যদি আপনার তথ্য পাথকদের পছন্দ হয় তবে তারাও আপনার পত্রিকার সাবস্ক্রিপশান করাবেন। এবং পাথকদের পছন্দ হলে ট্রাফিক বাড়বে ও তার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন ও বাড়বে এবং আপনার আয় ও বাড়বে। এবং দেখা গেছে আপনি যদি দর্শকদের পছন্দ অনুযায়ী তথ্য পোস্ট করেন তবে ক্যেক মাসের মধ্যে আপনি প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন।
স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুরু করুন – ২০২২
অনলাইন পত্রিকা ব্যবসা মার্কেটিং (Online Magazine Business Marketing in Bengali)
প্রথাগত বিজ্ঞাপন বিভিন্ন উপায়ে আপনি করতে পারেন যেমন গাড়ির পিছনে পোষ্টার, সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে পারেন, পত্রিকা ও টিভি এর মাধ্যমে বিজ্ঞাপন।
সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিজ্ঞাপন দিতে পারেন । ফেসবুক বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে আপনি বআপনার পত্রিকার লিঙ্ক সেয়ার করতে পারেন। বিভিন্ন Whatsap গ্রুপে যুক্ত হয়ে পত্রিকার লিঙ্ক সেয়ার করতে পারেন। youtube চ্যানেল তৈরি করে আপনার পত্রিকা প্রচার করতে পারেন। এতে আপনার পত্রিকা খুব তারা তাড়ি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে।
Conclusion- আজকের এই নিবন্ধে অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করার জন্য যে যে প্রাধান বিশয়গুলি উপর নজর রাখতে হয় তা সম্পর্কে একটা ধারনা দিয়েছি। আপনি এই নিবন্ধ সম্পর্কে কোন রকম বক্তব্য থাকলে নীচে কমেন্ট করতে পারেন।আশাকরি এই নিবন্ধ আপনাদের কিছুটা কাজে লাগবে।
টি ব্যাগ তৈরির ব্যবসা শুরু করুন ২০২২?
Q. অনলাইন পত্রিকা ব্যবসা করার জন্য কোন পারমিশান-এর দরকার?
Ans- অনলাইন পত্রিকা ব্যবসা করার জন্য কোন পারমিশান -এর দরকার হয় না।
Q. অনলাইন পত্রিকা ব্যবসা করার জন্য কি দরকার?
Ans- ডোমেন নেম, ও সার্ভার স্পেস এর দরকার।
আরও পড়ুন –
কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?
বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?
সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন
যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?
কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া