কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া-2022 | The best business idea for women with low capital in Bengali

You are currently viewing কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া-2022 | The best business idea for women with low capital in Bengali

Table of Contents

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া | The best business idea for women with low capital in Bengali

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া (The best business idea for women with low capital in Bengali)

“কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া” এই নিবন্ধে আজ আমি মহিলাদের জন্য সেরা ক্যেক্তি ব্যবসার আইডিয়া দেব যেটা যেকোনো শিক্ষিত মহিলা শুরু করতে পারেন, এবং এই ব্যবসার জন্য বিশেষ কিছু মূলধনের দরকার পড়ে না।আজকের দিনে বিশ্বে মহিলারা উদ্যোক্তাদের সংখ্যা ভীষণভাবে। উন্নত দেশগুলিতে সবচেয়ে বেশি ভারতের মত উন্নয়নশীল দেশেও এটা কোন আঁশে কম নয়। 2019 সালের একটি রিপোর্ট অনুযায়ী সমস্ত মার্কিন ব্যবসার প্রায় 42% ব্যবসার মালিক মার্কিন মহিলারা। এই সমস্ত মার্কিন মহিলা মালিকানাধীন সংস্থা প্রায় 9.4 মিলিয়ন কর্মী নিয়োগ করেছে এটা খুব আনন্দের কথা যে এই সমস্ত সংস্থা প্রায় দেশের উন্নতির জন্য $1.9 ট্রিলিয়ন রাজস্ব তৈরি করেছিল। আপনি যদি মহিলা হন তবে অবশ্যই এই তথ্য টি বিবেচনা করতে পারেন । এবং মহিলারা যে ব্যবসায় কত ভাল সাফল্য পেতে পারে স্তাও চিন্তা করতে পারেন। এবং আপনি একজন শিক্ষিত ভারতীয় মহিলা হিসাবে একজন সফল ব্যবসায়ি হতে পারেন ।দিনে দিনে বিশ্ব যেভাবে পরিবর্তিত হয়েছে তার সুযোগ নিয়ে ব্যবসার ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখতে পারেন। বর্তমানে  আপনি অফলাইন এবং অনলাইন উভয় ব্যবসায় নিজেকে ফোকাস করতে পারেন, প্রত্যক বছর যেভাবে ই-কমার্স বিশ্ব ব্যবসা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এটা মহিলা উদ্দ্যগত্যাদের কাছে একটা বড় সুযোগ হতে পারে।

অনলাইন ব্যবসা আইডিয়া (Online business ideas in Bengali)

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার মধ্যে অনলাইন ব্যবসা মহিলাদের জন্য সবচেয়ে ভাল ব্যবসা। এই বারিতে বসে করা যায় , এই ব্যবসা আপনি যেকোনো সময় শুরু করতে পারেন। এই ব্যবসার জন্য বিশেষ মূলধনের দরকার পড়ে না।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ হিসাবে কাজ করতে পারেন । (Can work as a social media expert in Bengali)

সারা দুনিয়ায় মহিলাদের জন্য সোশ্যাল মিডিয়া পরামর্শদাতা একটি ক্রমবর্ধমান জনপ্রিয় ব্যবসা বা পেশা হয়ে দাঁড়িয়েছে।  সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই ব্যবসা ও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত কাজগুলি জানেন ও বোঝেন তবে এই ব্যবসা আপনার জন্য খুবই একটা ভাল ব্যবসা হতে পারে। আপনি অন্য যেকোন সংস্থার পণ্য কে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কে ব্যবহার করে Promote করতে পারেন।এর জন্য সংস্থা আপনাকে প্রাচুর অর্থ প্রদান করতে পারে। কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার মধ্যে এটা একটা ভাল উপায়।

ফ্রিল্যান্স মার্কেটিং ব্যবসা (Freelance marketing business)

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার মধ্যে একটি হল  ফ্রিল্যান্স মার্কেটিং ব্যবসা।  আপনি যদি মার্কেটিং টাকে পেশা হিসাবে উপভোগ করেন এবং এই মার্কেটিং সেক্টরে আল্প বিস্তর অভিজ্ঞতা ও জ্ঞান থাকে, তাহলে আপনি আপনার নিজের দক্ষতাকে আপনার নিজের ব্যবসার ক্ষেত্রে  লাগাতে পারেন। আমরা প্রত্যকেই আমরা নিজের দক্ষতাকে চাকরি করতে গিয়ে অন্য কোন সংস্থার উন্নতির জন্য ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে এই দক্ষতায় আপনি আপনার নিজের ব্যবসাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। ফ্রিল্যান্স মার্কেটিং অনেক বড় সেক্টর এটা বিভিন্ন ধরনের টপিক কে কভার করে। তাই এই ধারনার উপর কাজ করলে আপনি প্রচুর জিনিস নিয়ে কাজ করতে পারবেন।ব্যবসা শুরু করার জন্য, প্রথমে আপনি আমাদের দেশের বেশকিছু ফ্রিল্যান্স মার্কেটিং ওয়েবসাইট ভিজিট করুন ও সেখান থেকে আপনার একটা আইডিয়া আসবে। ফ্রিল্যান্স মার্কেটিং সাইটগুলির একটাই কাজ যেকোনো কোম্পানির প্রোডাক্ট আপনি মার্কেটিং করছেন। আপনি নিজের একটা ফ্রিল্যান্স মার্কেটিং ওয়েবসাইটগুলি সেট আপ করবেন ও  সেখান আপনি আপনার পরিষেবাগুলি সুন্দর করে পরিবেশন করবেন এবং বিভিন্ন কোম্পানি কে আপনার পরিসেবার ব্যাপারে প্রস্তাব দিতে পারেন। এখান থেকেই ব্যবসা শুরু করতে পারেন৷এই ধরনের ব্যবসা মহিলাদের জন্য একটি দুর্দান্ত ব্যবসা এবং এর জন্য মূলধন বলতে আপনার একটি কম্পিউটার লাগবে।

আপনি একটি ব্লগ শুরু করতে পারেন (You can start a blog in Bengali)

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার মধ্যে অনলাইনে মহিলাদের আর একটা ভাল ব্যবসা হল  নিজস্ব ব্লগ। আপনি আপনার একটি নিজস্ব ব্লগও শুরু করতে পারেন। আপনি যদি লেখালেখিতে দক্ষ হন তবে আপনি যেকোনো একটি বিষয়ে ব্লগিং করতে পারেন। ব্লগিং এর মানে হল একটা ওয়েবসাইট তৈরি করে যেকোনো বিষয়ে লেখা। আপনি যেকোনো একজন ওয়েবসাইট ডিজাইনার কে দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করুন তার পর আপনার পছন্দের বিষয়ে লিখতে শুর করুন। এতে আপনি  বিভিন্ন কম্পানি থেকে বিজ্ঞাপন বাবদ ভাল ইনকাম করতে পারবেন। আপনার ব্লগের পাঠক যত বাড়বে আপনার ইনকাম তত বাড়বে।

ডিজিটাল পণ্য বিক্রি করার ব্যবসা শুরু করুন (Start a business selling digital products in Bengali)

অনলাইনে নান রকমের ডিজিটাল জিনিস বিক্রি হয় যেমন ডিজিটাল প্রিন্ট, যেকোনো কোর্স  আপনি তা বিক্রি করতে পারেন। অনলাইনে ডিজিটাল পণ্য বিক্রি করা মহিলাদের জন্য একটা খুব ভাল ব্যবসা এবং এখান থেকে খুব ভাল উপার্জন হয়। তবে প্রথম প্রথম একটু আসুবিধা হতে পারে , পরে রাস্তা খুজে পেয়ে গেলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনার কিছু দক্ষতার প্রয়োজন।  যেমন আপনি যদি কোন বিষয়ের উপর ভীষণ দক্ষ, ধরুন নান রকমের রান্না আপনি ভাল জানেন্ তবে রান্নার উপর একটা কোর্স / বুক আপনি যেকোনো অনলাইন প্লাটফর্ম-এ ( এমাজন, ফিল্পকার্ট) পাবলিস্ট করে অনেক ইনকাম করতে পারেন। তাই কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার মধ্যে এটা একটা ভাল উপায়।  

অফলাইন ব্যবসার আইডিয়া(Offline business ideas in Bengali)

মহিলাদের সফল ব্যবসাই হয়ার জন্য প্রচুর অফলাইন ব্যবসা রয়েছে। আমি কিছু আইডিয়া নিছে দিলাম –

চাইল্ড কেয়ারের ব্যবসা (Child care business in Bengali)

আপনি যদি শহর বা শহরের আসে পাসে থাকেন এবংশিশু যত্নের  অভিজ্ঞতা রয়েছে এবং শিশুদের সঙ্গে থাকতে ভাল বাসেন ,তাহলে আপনি অবশ্যই চাইল্ড কেয়ার পরিষেবা দেওয়ার কথা অবশ্যই চিন্তা করতে পারেন। এই ধরেনের পরিসেবা দেওয়ার ব্যবসা মহিলাদের জন্য শুরু করার সেরা ব্যবসাগুলির মধ্যে একটি। শহরে এই ধরনের ব্যবসার চাহিদা খুব বেশী। শহরে বেশিরভাগ বাবা মা অফিসে কাজ করেন , তাই তাদের সন্তানদের ডে-কেয়ারের জন্য অভিজ্ঞ চাইল্ড কেয়ার স্পেশালিষ্ট খোঁজ করতে থাকেন।  আপনার যদি বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করার অভিজ্ঞতা থাকে তবে  এই ধরণের কাজ করতে পারেন। এই ধরনের ব্যবসায় আপনার সেট-আপ এর প্রয়োজন। বাচ্চাদের ডে-কেয়ারের ব্যবস্থা বলতে বাবা মা রা সকালে বাচ্চা কে রেখে যাবে এবং অফিস থেকে ফেরার সময় বাচ্চাকে নিয়ে চলে যায়।এই সারাটা দিন আপনাকে বাচ্চাকে সঠিক ভাবে রাখতে হবে।

বিউটি পার্লার সম্পর্কিত ব্যবসা (Beauty Parlor related Business in Bengali)

আপনার যদি সৌন্দর্যের প্রতি ভালবাসা থাকে এবং অন্যকে সাজিয়ে তুলতে ভালবাসেন তবে আপনি বিউটি পার্লার \সেলন এর ব্যবসা শুরু করতে পারেন। এটি একটি দুর্দান্ত ব্যবসা। এবং এই ব্যবসার বাজার  দিনে দিনে গ্রাম থেক শহরে এর পরিধি বেড়েই চলেছে। তবে এই ব্যবসা শুর করার আগে এই সেক্টরে কিছু অভিজ্ঞতা দরকার ও আপনার ভাল কোন সংস্থা থেকে ট্রেনিং নেওয়া দরকার।

এর সঙ্গে আপনি আপনার নিজস্ব কিছু পণ্যের পরিসর তৈরি করতে পারেন। এবং এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন।

ইভেন্ট প্ল্যানার ও পার্টি আয়োজন করার ব্যবসা(The Business of organizing Event Planners and Parties)

ইভেন্ট প্ল্যানার এর কাজ করতে আগ্রহী থাকেন তবে আপনি খুব ভাল একটা ব্যবসা শুর করার দিকে যাচ্ছেন । আজকের দিনে এই ধরনের ব্যাবসার সম্ভাবনা অসীম। এখন জন্মদিন থেকে বিবাহ পর্যন্ত যে কোনও পার্টি বা অনুষ্ঠানে ইভেন্ট প্ল্যানার স্পেশালিষ্ট এর খোঁজ পড়ে। সামাজিক এবং কর্পোরেট সব ক্ষেত্রেই আপনি নান রকমের বিভিন্ন ইভেন্ট সংগঠন করতে পারেন। এই ধরণের ব্যবসায় প্রচুর পরিমাণে অর্থ রয়েছে , আপনাকে এই ব্যপারে একজন স্পেশালিষ্ট হতে হবে।  মহিলাদের জন্য এতি একটি দুর্দান্ত ব্যবসা, আপনি এই ব্যবসা নিয়ে অবশ্যই চিন্তা করতে পারেন।

Conclusion- এই সমস্ত ব্যবসা ছাড়াও আরও আনেক রকমের ব্যবসা মহিলারা করতে পারেন। এই নিবন্ধের বিষয়ে আপনি যেকোনো রকমের কমেন্ট নীচে করতে পারেন। অনেক ছাত্র ছাত্রী এই ধরনের ব্যবসা করতে পারেন

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

শেয়ার করুন -

Leave a Reply