খেলনা তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start a Toy manufacturing business in Bengali?

You are currently viewing খেলনা তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start a Toy manufacturing business in Bengali?

Table of Contents

খেলনা তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন? ( How to start a Toy manufacturing business in Bengali?)

খেলনা তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন, কিভাবে তৈরি করবেন খেলনা, খেলনা তৈরির মেশিন কোথায় পাবেন , উপাদান কত হতে পারে, কারখানার জন্য স্পেস কত লাগবে, মোট কত খরচ হবে ,কত লাভ হতে পারে? (How to start a Toy manufacturing business, Raw Material’s, Machine, Space, investment, profit in Bengali?)

পৃথিবীর সমস্ত শিশুদের সবচেয়ে প্রিয় জিনিষ হল খেলনা। খেলনা নিয়ে খেলতে সমস্ত শিশুরা খুব পছন্দ করে। আগেকার দিনে মানুষ শিশুদের জন্য মাটি, কাঠ, লোহার ও স্টিলের খেলনা তৈরি করত । কিন্তু আজ প্রযুক্তির যুগে এখনকার শিশুদের হাতে  প্রযুক্তি জগতে গ্যাজেট, ব্যাটারিচালিত বিভিন্ন রকমের খেলনা এবং নান ধরনের প্লাস্টিকের ও নরম খেলনা তুলে দিছে।আর এই খেলনার ব্যবহার দিনে দিনে ব্যপক হারে বেড়ে চলেছে। ভারতে এর একটা আনেক বড় বাজার রয়েছে। ভারত প্রচুর পরিমাণ খেলনা আনান্য দেশ থেকে আমদানি করে, তার বেশিরভাগ আসে চিন থেকে।বর্তমান ভারত সরকার দেশীয় খেলনা তৈরির ব্যবসা করে মানুষকে স্বাবলম্বী হয়ার কথা বলছেন। এবং ভারত সরকার চায় ভারত একটি খেলনা তৈরির হাব হয়ে উঠুক। ভারতের সঙ্গে বাংলাদেশ ও চাইছে খেলনা রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা ইনকাম করতে ।তাই খেলনা তৈরির ব্যবসা ভারত ও বাংলাদেশে বেশী করে হয়া উচিৎ।

দেশীয় খেলনার শিল্পের বিস্তারের জন্য ভারতর সরকারের উদ্যোগ (Initiatives by the Government of India to expand the indigenous Toy industry in Bengali)

সম্প্রতি ভারত সহ বেশ কিছু দেশ চিনের তৈরি আনেক পণ্য ব্যবহার করা কমিয়ে দিয়েছে। সারা বিশ্ব খেলনা শিল্প থেকে $ 105.85 বিলিয়ন টাকার উপর ব্যবসা হয়, যার মধ্যে ভারতের অংশ নগণ্য। ভারতে প্রচুর  পরিমাণে বিদেশ থেকে খেলনা আমদানি করা হয়। সরকার চাইছে এই বিপুল পরিমাণ ব্যবসার কিছু অংশে ভাগ বসাতে ও বিদেশ থেকে যাতে কম পরিমাণে খেলনা আমদানি করতে। তাতে দেশের অভ্যন্তরীণ ব্যবসা অনেকটা বাড়বে ও দেশে  খেলনা তৈরির ব্যবসা বাড়লে দেশ খেলনা শিল্পে স্বনির্ভর হতে পারে এতে করে দেশের কর্মসংস্থান অনেকটা বাড়বে।

খেলনা তৈরির ব্যবসা-র চাহিদা কেমন?( What is the demand of Toy business in Bengali?)

সাধারনভাবে যে দেশে জনসংখ্যা যত বেশি হয়  সেই দেশে শিশুদের সংখ্যা অনেক বেশি হয় এবং খেলনাও বেশি বিক্রি হবে। ভারতের মত বিপুল জনসংখ্যার একটি দেশে তাই খেলনার মার্কেট অনেক বড়, ভারতে প্রাতি বছর প্রায় ১ বিলিয়ন US$ টাকার  খেলনার ব্যবসা হয় । তারমধ্যে কেবল ২০% ভারতে তৈরি হয় বাকি ৮০% খেলনা বিদেশ থেকে আমদানি করা হয় । তাই ভরতের যে সমস্ত নতুন ব্যবসায়ী এই খেলনা ব্যবসায় আসতে চায়  তাদের কাছে ও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মত দেশের কাছেও  এটা একটা বড় সুযোগ এই ব্যবসা করে ভারতের বিশাল বড় মার্কেটে বিক্রি করা।

ফোন পে মোবাইল অ্যাপ থেকে টাকা আয় করুন ২০২২

খেলনা তৈরির ব্যবসা কীভাবে শুরু করবেন?( How to start a Toy manufacturing business in Bengali?)

 খেলনা তৈরির করার ব্যবসা শুরু করতে হলে আপনাকে নতুন নতুন ধরনের শৈল্পিক আইডিয়া থেকে নতুন ধরনের  ধরনের খেলনা তৈরি করতে হবে। কিন্তু আপনাকে যে ভীষণ উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে তা না আপনাকে একেবারেই উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই কিন্তু খেলনা তৈরির ক্ষেত্রে আপনাকে খুব ভাল দক্ষ হতে হবে। তার সঙ্গে সঙ্গে বাচ্চারা কি ধরনের খেলনা বেশি পছন্দ করে বা করবে  সেদিকে বেশি করে খেয়াল রাখতে হবে।  এখানে মার্কেটিং ও একটা বড় ব্যপার কিন্তু বাজার এত বড় যে ব্যবসার মার্কেটিং করতে খুব একটা আসুবিধা হয় না।

খেলনা তৈরির ব্যবসা জন্য প্রয়োজনীয় কাঁচামাল(Raw materials for Toy making Business in Bengali)

খেলনা তৈরির ব্যবসায় খেলনা তৈরির কাঁচামালের কথা বলতে  গেলে প্রথমে বলতে হয় , আপনি কী ধরণের খেলনা তৈরি করতে চাইছেন-

প্লাস্টিক

সফট টয়

গ্যাজেট

ব্যাটারিচালিত খেলনা।

এই সমস্ত খেলনা সম্পর্কে ভাল করে জানতে হবে। আর এদের মধ্যে আপনি যেকোনো এক ধরনের খেলনা তৈরি শুরু কারুন পরে আপনি বাকি অন্য ধরনের খেলনা শুরু করতে পারেন। আর যে ধরনের খেলনা শুরু করবেন সেই অনুযায়ী পাইকারি বাজার থেকে কাঁচামাল কিনতে হবে।

আপনি যদি কেবল সফট-টয় ধরনের খেলনা তৈরি করতে চান তবে আপনাকে খুবই সাধারন মানের কাঁচামাল হলেই হয়ে যাবে যেমন – কাটা কাপড়ের টুকরো, স্টাফিংয়ের জন্য ফাইবার, সেলাই মেশিন, টয়-এর চোখ এবং নাক চিমটি। আর আপনি যদি ইলেকট্রনিক খেলনা বা প্লাস্টিক বডির খেলনা তৈরিতে কথা ভাবছেন তা হলে একটি খেলনা তৈরির মেশিন ও তার কাঁচামাল কিনতে হবে ।

অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?

খেলনা তৈরির ব্যবসায় খেলনা তৈরির জন্য কি কি যন্ত্রপাতি লাগবে?( What machinery need to make Toys in Bengali?)

 সফট-টয় ধরনের খেলনা তৈরি করার জন্য  সেরকম কোন বড় যন্ত্র পাতির দরকার পড়েনা। কেবল একটা সেলাই মেশিন, চিমটি, হাত সেলাই করার সুচ ও সুতো এই সব হলেই আপনি শুরু করতে পারবেন। কিন্তু আপনি যদি প্লাস্টিক বডি বা ইলেক্ট্রনিক্স খেলনা তৈরি করতে চান তাহলে একটি ইউনিট সেট-আপ করতে হয়। এবং এর জন্য বেশ কিছু মেশিনের দরকার হয়।  যেমন –

ডিজিটাল Multimeter

ড্রিলিং মেশিন

এনালগ মিটার

এলসিআর মিটার

টুল কিট

ইলেকট্রনিক স্ক্রু ড্রাইভার সেট

সোল্ডারিং ডিসোল্ডারিং স্টেশন

উচ্চ গতির মিনি ড্রিল সেট

ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ

টুলস, ডাইস, ইত্যাদি

এছাড়া আপনাকে আপনার ইউনিটকে আগুন থেকে রক্ষা করার জন্য অগ্নি সুরক্ষা ব্যবস্থা রাখতে হবে।

খেলনা তৈরির ব্যবসার জন্য কতটা জায়গা লাগবে?( How much space does a Toy Business need in Bengali?)

খেলনা তৈরি করার ব্যবসার সব সময় মূল বাজার বা শহর থেকে কিছুটা দূরে হওয়া উচিত। বাজার থেকে দূরে না হলে খেলনা তৈরির মেশিন স্থাপনের আপনি এনওসি পাবেন না।কারখানার জন্য জন্য 1000 বর্গ মিটার বা তার থেকে বেশি হলে ভাল হয়। এ ছাড়া খেলনা তৈরির যন্ত্রপাতি, খেলনা তৈরির কাঁচামাল, এবং তৈরি মাল  মজুদ রাখার জন্যও বড় জায়গা থাকতে হবে।

খেলনা কোম্পানি থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা (Business with franchises from Toy companies in Bengali)

ভারতে আজ অনেক খেলনা কোম্পানি খুলেছে, যারা নিজেরা প্রচুর পরিমাণে খেলনা তৈরি করছে এবং এদের আনেক ফ্র্যাঞ্চাইজি ও খুলেছ। আপনি এইসব কোন কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়েও খেলনা ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া আপনি এদের জন্য খেলনাও  প্রাস্তুত করতে পারেন।ভারতের কিছু খেলনা কম্পানির নাম –

  • ব্রেনস্মিথ
  • বাডিজ
  • ক্লেভার কিউব
  • শিনসেই
  • Funcorp.in.
  • দা স্টোরি মার্চেন্ট
  • ভার্ণম ক্রাফট কালেকশন।

খেলনা তৈরির প্রক্রিয়া (Toy making process in Bengali)

আপনি সফট টয় বা প্লাস্টিক বডি টয় যেকোনো ধরনের খেলনা তৈরি করুন আপনি যদি কোন সংস্থা থেকে  ট্রেনিং নেয় তবে সমস্ত প্রক্রিয়াটা ভাল ভাবে করতে পারবেন । তবে এখন প্রচুর বেসরকারি সংস্থাও ট্রেনিং করায় , সরকারি তরফে ও ট্রেনিং করান হয় তবে এর জন্য আপনাকে জেলার শিল্প দপ্তরে যোগাযোগ করতে হবে।

খেলনা তৈরির ব্যবসার জন্য কি কি লাইসেন্স-এর দরকার (What kind of license is required for toy making business in Bengali?)

খেলনা তৈরির ব্যবসার জন্য নিচের লাইসেন্সগুলি নেওয়া খুবি জরুরী –

  • ট্রেড লাইসেন্স:আপনার ব্যবসার একটি ব্র্যান্ড নাম দিতে আপনাকে একটি ট্রেড লাইসেন্স পেতে হবে।
  • ব্যবসা রেজিস্ট্রেশন: আপনাকে আপনার ব্যবসা কে  উদ্যোগ আধার বা MSME এর অধীনে রেজিস্ট্রেশন করাতে হবে, এর ফলে আপনি ভারত সরকারের দ্বারা অনেক রকমের আর্থিক সহায়তার সুবিধা পাবেন।
  • GST রেজিস্ট্রেশন: -আপনার ব্যবসাকে GST করাতে হবে ।
  • NOC:- খেলনা তৈরির কারখানা চালু করতে হলে দূষণ বোর্ড থেকে NOC নেওয়া বাদ্ধতামুলক। আপনাকে আপনার রাজ্য বা জেলার দূষণ বোর্ড থেকে NOC নিতে হবে।

খেলনা তৈরির ব্যবসার জন্য কতজন কর্মচারীর প্রয়োজন? (How many employees are needed for the toy making business in Bengali?)

আপনি কতবড় খেলনা তৈরির কারখানা স্থাপন করবেন তার উপর নির্ভর করবে আপনি কতজন কর্মী নেবেন। তবে মেশিন চালানর জন্য , প্যাকেজিং করার জন্য ও মার্কেটিং এর জন্য কিছু কর্মচারী লাগবে।

তৈরি করা খেলনা কোথায় বিক্রি করবেন বা মার্কেটিং কি ভাবে করবেন  ?( Where to sell made toys or how to do marketing)

তৈরি করা খেলনা আপনাকে পাইকারি দোকানে বিক্রি করতে পারেন। প্রতিটি  শহরে খেলনার পাইকারি দোকান রয়েছে, এবং প্রতিটি শহরে খেলনার  পাইকারি  বাজার রয়েছে, আপনি এই সমস্ত জায়গায় বিক্রি করে এই ব্যবসা থেকে  প্রচুর উপার্জন করতে পারেন।এছাড়া আপনার শহরে বড় বড় শপিং মলে আপনার খেলনা বিক্রি করতে পারেন। সোশ্যাল মিডিয়া তে প্রমশান করতে পারেন। ডিজিটাল মার্কেটিং করতে পারেন।

খেলনা তৈরির ব্যবসাইয় মূলধন কত লাগবে ?( How much capital does a toy making business need in Bengali?)

খেলনা তৈরির ব্যবসায়, যদি আপনি সমস্ত রকমের মেশিন পত্র নিয়ে তৈরি করেন তবে সমস্ত রকমের কাঁচামাল মেশিন পত্র নিয়ে 3 থেকে 5 লাখ টাকা আপনার খরচ হতে পারে । তবে এই ব্যবসার জন্য  আপনি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারেন,সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আপনি নিতে পারেন। এতে আপনার খরচ অনেকটা কমে যাবে ।

খেলনা তৈরির ব্যবসায় লাভ কত হতে পারে ? (Profit of toy making business in Bengali?)

খেলনা তৈরির ব্যবসার লাভের হার অনেক বেশী থাকে। একটা খেলনা বানাতে আপনার 100 টাকা খরচ হলে ওই খেলনাটি আপনি 150 থেকে 200 টাকায়ও বাজারে বিক্রি করতে পারেন।এবং দিনে দিনে এই ব্যবসা খুব দ্রুত হারে বেড়ে চলেছে।  ব্যবসাকে যদি বাড়িয়ে নিয়ে যান তবে পরে শুধু লাখে নয় কোটিতেও আয় করতে শুরু করবেন। 

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

শেয়ার করুন -

Leave a Reply