Cricket T20 World Cup: বিশ্বকাপের ! ক্রিকেট ইতিহাসে প্রথম, ৫ বলে ওভার শেষ হয়ে গেল, মারাত্মক ভুল আম্পায়ারদের, জানুন কি করে ঘটল

  • Post author:
  • Post category:IPL
  • Post comments:0 Comments
You are currently viewing Cricket T20 World Cup: বিশ্বকাপের ! ক্রিকেট ইতিহাসে প্রথম, ৫ বলে ওভার শেষ হয়ে গেল, মারাত্মক ভুল আম্পায়ারদের, জানুন কি করে ঘটল

Cricket T20 World Cup: বিশ্বকাপের ! ক্রিকেট ইতিহাসে প্রথম, ৫ বলে ওভার শেষ হয়ে গেল, মারাত্মক ভুল আম্পায়ারদের, জানুন কি করে ঘটল

৫ বলে কি ওভার হয়? না আমরা সবাই জানি এক অভারে ৬ টি বল হয়। কিন্তু বিশ্বকাপের আসরে সেই রকম একটি ঘটনা ঘটে গেল।

আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ছয় নয়, এক ওভারে পাঁচটি বল ই হল । এমনই অভিযোগ তুললেন নেটিজেনরা। নেটিজেনরা দাবি করছেন , শুক্রবার অস্ট্রেলিয়ার ইনিংসে চতুর্থ ওভারে পাঁচটি বল করেন নবীন-উল-হক। তারপরই ওভার ডেকে দেন অনফিল্ড আম্পায়ার।

তবে নেটিজেনদের দাবি যে খুব একটা অমূলক নয় তা হিসেব টা দেখলে বোঝা যাবে । এবার জেনে নি কি ঘটেছিল সেই ওভারে ।

শুক্রবার অ্যাডিলেডে আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন নবীন। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রথম দুটি বলে ব্যাটসম্যান এক রান নেন। তৃতীয় বলে মিচেল মার্শ চার মারেন । চতুর্থ বলে আফগানিস্তানের ফিল্ডারদের গাফিলতিতে তিন রান পেয়ে যায় অস্ট্রেলিয়া। পঞ্চম বলে কোনও রান হয়নি। আর তারপরই ওভার শেষ হয়ে যায়। দুই অনফিল্ড আম্পায়ার পাকিস্তানের আলিম দার এবং জিম্বাবোয়ের ল্যাংটন রুসেরে কিছু বলেননি।

বিষয়টি নিয়ে সরব হন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘যদি একটি বল কম খেলা হয়, তাহলে সেটার প্রতিকার কী? কীভাবে কারও নজরে পড়ল না যে (এক ওভারে) মাত্র পাঁচটা বল হয়েছে? যাই হোক, প্রথম প্রশ্নটা থেকে গেল।’ সঙ্গে তিনি বলেন, ‘আর আম্পায়ারের প্রতিটি ভুলই যে ষড়যন্ত্র হবে, এমন নয়। এরকম ভুল বড় দলের পক্ষে এবং বিরুদ্ধে হচ্ছে। ঐতিহাসিকভাবে কী হয়েছে, সেটা আমরা এড়িয়ে যেতে পারব না। আলিম দার অন্যতম সেরা আম্পায়ার।’

অপর এক নেটিজেন বলেন, ‘শুধুমাত্র পাঁচটি বল হয়েছে।’ একজন বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে মাত্র পাঁচটি বল হয়েছে। এবার টুর্নামেন্টে বাজে আম্পায়ারিং হচ্ছে।’ একইসুরে অপর একজন বলেন, ‘কীভাবে একটি বল ভুল করে গেলেন আম্পায়ররা? অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে মাত্র পাঁচটি বল হয়েছে।’

এই নিয়ে বিতর্ক এখন চরমে উঠেছে ।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন। ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply