কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন? | How to start a new business?

You are currently viewing কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন? | How to start a new business?

Table of Contents

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন? (How to start a new business in Bengali?)

কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন নিচের ১০ ধাপে –( 10 steps to start a new business in Bengali?

1.ব্যবসার একটি ভাল আইডিয়া খুজে বার করুন (Find a good business idea in Bengali)

ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে একটা ভাল ব্যবসার আইডিয়া বার করতে হবে। এবং এটা সব সময় খেয়াল রাখতে হবে যে , – যে ধরনের ব্যবসাকে আপনি মন থেকে ভাল বাসবেন সেই ব্যবসাই আপনি শুরু করুন, তাতে এই ব্যবসার প্রতি আপনার একটা প্যাসান থকবে, এবং এতে আপনার ব্যবসার ভাল চলার সম্ভাবনা খুব বেশী। অন্যান্য  যেকোনো সফল ব্যবসায়ির মত  আপনাকেও  নিশ্চিত করতে হবে যে আপনার কাছেও একটি সফল ব্যবসা করার মত একটি ভাল ধারণা আছে, এবং সেই ধারনা থেকে আপনি একটি পণ্য বা পরিষেবা তৈরি করতে পারবেন ও খুব সহজেই উপভক্তাদের চাহিদা মেটাতে পারবেন।কারন আপনি আপনার অবসর কাটানোর জন্য ব্যবসা করুন অথবা বেশী টাকা রোজগারের জন্য ব্যবসা করুন। আপনার ব্যবসার আইডিয়া ঠিক থাকলে , ব্যবসায় লগ্নি করে ব্যবসাকে বড় করতে খুব একটা আসুবিধা হবে না।

2.আপনার ব্যবসার আইডিয়া সম্পর্কে মার্কেট রিসার্চ করুন (Do market research about your business ideas  in Bengali)

যখন আপনি স্থির করে ফেলতে পারবেন যে আপনি কোন ব্যবসা  শুরু করবেন। তার পরবর্তী পদক্ষেপটি হল  এই ব্যবসা সম্পর্কে মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ এর মানে  বাজার গবেষণা। আপনি  যেখানে বা যে উপভোক্তাদের পণ্য বেচবেন সেই উপভোক্তা বা বাজার-এর প্রয়োজনীয়তাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। তার সঙ্গে আপনার  ব্যবসার যারা প্রতিযোগী তাদেরকেও বিশ্লেষণ করতে ভুলবেন না।

মার্কেট রিসার্চ বেশ কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে করতে হবে –

আপনার পণ্যের টার্গেট গ্রাহকদের কে তা চিহ্নিত করুন: (Identify who the target customers of your product in Bengali)

আপনার পণ্য থেকে  কোন ধরনের মানুষ বা কে উপকৃত হবে তা থেকে এটা আপনাকে স্থির করতে হবে। আপনার ব্যবসার লোকেসান , গ্রাহকদের বয়স, তাদের ঝোঁক এই সমস্ত বিশয়গুলি দেখতে পারেন।

আপনার গ্রাহকদের আপনার পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করুন |( Try to attract your customers to your product in Bengali)

আপনার টার্গেট গ্রাহকরা কারা তা যখন আপনি বুঝে যাবেন, তখন তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করুন এবং আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করতে হবে। এই  ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আপনাকে খুব ভাল সাহায্য করতে পারে। এবং এদের সঙ্গে সর্বদা সম্পর্ক  রাখার চেষ্টা করতে হবে।

আপনার ব্যবসার প্রতিযোগীদের বিশ্লেষণ করুন (Analyze your business competitors in Bengali)

আপনার ব্যবসার প্রতিযোগীদের পণ্য বা পরিষেবাগুলি বিশ্লেষণ করলে আপনার বাজার ও পণ্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা হয়ে যাবে।এটা আপনাকে আপনার পণ্যকে আরও উন্নত করার  উপায় খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে। আপনি এই ধরনের পণ্য তৈরিতে ঠিক কতটা ব্যয় করতে হবে ও পণ্য বা পরিষেবার দুর্বলতাগুলি লক্ষ্য করে তাকে উন্নত করতে সহায়তা করবে। আবার এর সঙ্গে আপনার পণ্যের দাম ও নির্ধারণ করতে সাহায্য করবে।

3. একটি বিজনেস প্ল্যান তৈরি করুন । (Make a Business Plan in Bengali)

আপনার বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনা আপনার বর্তমান এবং ভবিষ্যতের যে লক্ষ্যগুলি আছে তার একটা মানচিত্র তৈরি করে। সমস্ত সফল ব্যবসায় ব্যবসায়ীরা তাদের ব্যবসার বেশ কয়েক বছরের বিজনেস প্ল্যান  তৈরি করে রাখে।। একটি বিজনেস প্ল্যান তৈরি করার জন্য নীচের  বিষয়গুলিকে  অন্তর্ভুক্ত করতে পারেন –

টাইটেল পেজ এবং বিষয়বস্তু (Title page and content in Bengali)

আপনি যদি কোন বড় লক্ষ নিয়ে ব্যবসা শুরু করছেন এবং ব্যবসাকে অনেক বড় করতে চান , তবে আপনার ব্যবসায় পূঁজি লাগানোর জন্য ইনভেসটারের দরকার হয়।টাইটেল পেজ এবং বিষয়বস্তু দেখে বিনিয়োগকারীরা আপনার কোম্পানির সম্পর্কে একটা আইডিয়া পেতে পারে।

পণ্যের বিস্তারিত বিবরণ (Product details in Bengali)

আপনি আপনার প্রতিটি পণ্যের বিস্তারিত বিবরণ এবং আপনার পণ্য আপনার গ্রাহকেকে কি লাভ দিতে পারে তা সঠিকভাবে বর্ণনা করতে হবে।

মার্কেট এনালাইসিস (Market analysis  in Bengali)

আপনার পণ্যের বাজার সম্পর্কে সঠিক একটা গ্রাফ করতে হবে। যেখানে আপনার পণ্যর বিক্রির আবস্থা, গ্রাহকের রেসপন্স, আপনার টার্গেট।

ব্যবসার প্রতিযোগীদের সম্পর্কে স্বচ্ছ ধারনা (Clear ideas about business competitors in Benali)

আপনার ব্যবসার প্রতিযোগীদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা থাকা খুব দরকার।

4. ব্যবসায় পুঁজির পরিমাণ ঠিক করুন (The amount of business capital in Bengali)

বিজনেস প্ল্যান করলে আপনি আপনার ব্যবসায় কত টাকা লাগতে পারে সে সম্পর্কে একটা ভাল আইডিয়া এসে যাবে। এরপরে  আপনি মোট মূলধনের জন্য চিন্তা করতে পারবেন। যদি আপনার নিজস্ব থাকে তবে লাগাবেন , আর যদি না থাকে তবে কোন বিনিয়োগকারী কে প্রস্তাব দিতে পারবেন। আথবা কোন লোণ করতে পারেন।

5. ব্যবসার জন্য জায়গা ঠিক করুন (Find a place to do business in Benglai)

আপনার ব্যবসা বড় হোক বা ছোট ব্যবসার জন্য জায়গা ঠিক করা একটা আনেক বড় সিধান্ত। এটা আপনার ব্যবসা কি ধরনের তার উপর নির্ভর করে।এছাড়া সরকারী ট্যাক্সের ক্ষেত্রে জায়গা উপর নির্ভর করে ট্যাক্স অনেকটা বাড়ে বা কমে। তাই আপনাকে অনেক ভেবে চিন্তে ব্যাবসার স্থান ঠিক করতে হবে।

6.আপনার ব্যবসার জন্য নাম ঠিক করে নিন (Get the name right for your business in Bengali)

যেকোনো ব্যবসার নাম একটা অনেক বড় ব্যাপার। আর কোন ব্যবসার নিখুত নাম দেওয়া অনেক ঝামেলার ব্যপার। কেননা আপনার ব্যবসার নাম থেকে আপনার ব্যবসার পণ্য বা পরিসেবা সম্পর্কে জানা যায়। তাই সর্বদা চেষ্টা করতে হবে নামের ব্যপারে যতটা সম্ভব নিখুত হতে হবে। এসব ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তবে কোন Business Cosultent এর সাহায্য নিতে পারেন।

7. আপনার ব্যবসা রেজিসট্রেসান পক্রিয়া সম্পন্ন করুন (Complete your business registration process in Bengali)

যখন আপনি আপনার ব্যবসার নাম নিখুত ভাবে স্থির করে নিতে পারবেন। এরপরে আপনাকে আপনার রাজ্য সরকারের পদ্ধতি অনুযায়ী রেজিসট্রেসান করে নিতে হবে। রেজিসট্রেসান না করলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু পরবর্তী সময়ে নানা ঝামেলায় পড়তে হয়। এবং রেজিসট্রেসান না করলে আপনি নানারকম সরকারী সহযোগিতার জন্য আবেদন করতে পারবেন না। তাই ব্যবসা শুর করার আগেই রেজিসট্রেসান করে নিতে হয়।

8.ব্যবসার জন্য লাইসেন্স ও পারমিট করিয়ে নিতে হবে।(license and a permit for Business in Bengali)

ব্যবসার রেজিসট্রেসান-এর পর বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন রকমের লাইসেন্স ও সার্টিফিকেট নিতে হয় সেব্যাপারে আপনাকে নজর দিতে হবে। ব্যবসার ক্ষেত্র ও শিল্প বিশেষে বিভিন্ন রকমের পারমিট নিতে হয় সে ব্যপারেও নজর দিতে হবে। এবং পরামর্শের জন্য আপনি আপনার জেলার শিল্প আধিকারিকের সঙ্গে দেখা করতে পারেন।

9.ব্যাঙ্ক খাতা তৈরি করতে হবে। (Create a bank account in Begali)

ব্যবসার রেজিসট্রেসান ও লাইসেন্স এর পর আপনাকে ব্যাঙ্কের কাজ শেষ করা উচিত।ব্যবসার ক্ষেত্রে বিজনেস ব্যাঙ্ক খাতা (Business Bank Account) করা খুব দরকার।  এই ধরনের ব্যাঙ্ক খাতা থাকলে আপনার ব্যবসার লেন দেন-এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে।  

Conclusion –  আজকের এই নিবন্ধে ব্যবসা শুরু করার জন্য যে যে প্রাধান বিশয়গুলি উপর নজর রাখতে হয় তা সম্পর্কে একটা ধারনা দিয়েছি। আপনি এই নিবন্ধ সম্পর্কে কোন রকম বক্তব্য থাকলে নীচে কমেন্ট করতে পারেন।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

শেয়ার করুন -

Leave a Reply