৮টি সেরা মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ? করবেন ? (How to make money from 6 best mobile applications in Bengali?)
“৮ টি সেরা মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ?” আজকের নিবন্ধে আমি কিভাবে অতি সহজে মোবাইল অ্যাপ্লিকেশান থেকে টাকা ইনকাম করা যায় তা আপনাদের বলব। আপনার হাতে যদি প্রাতিদিন কিছুতা অতিরিক্ত সময় থাকে। আপনি যদি আপনার অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে কিছু অতিরিক্ত টাকা ইনকাম করতে চান তাহলে এই প্রবন্ধ ভাল করে পড়বেন। আপনি চাইলেই খুব সহজেই কিছু মোবাইল অ্যাপ্লিকেশান ব্যবহার করে কোন বিনিয়োগ ছাড়া সহজেই অনেক টাকা ইনকাম করতে পারেন।
আজকাল আমরা সবাই অনলাইন টাকা উপার্জন করতে চাই। কেননা এই ধরনের কাজ করতে আমাদের কঠোর শারিরিক পরিশ্রম করতে হয় না। কেবল আপাদের কিছু পদ্ধতি জানেতে হয়। বেশ কিছু অর্থ উপার্জনকারী মোবাইল অ্যাপ্লিকেশান মোবাইল গেম অ্যাপ আছে যেখান থেকে অর্থ উপার্জন করা যায়।
১। ySense মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?( How to make money from ySense mobile application in Bengali?)
প্রথম যে এপ-এর কথা বলব তা হল ySense। ySense একটি খুব ভাল এপ যেখান থেকে খুব সহজেই টাকা আপনি ইনকাম করতে পারবেন। এই অ্যাপস এবং ওয়েবসাইট থেকে সাইন আপ করে, সারভে করে, ভিডিও দেখে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমি নিজে এই অ্যাপস থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন পাচ্ছি। যদি আপনি আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে এই মোবাইল অ্যাপে সাইন আপ করেন, তবে আমি $0.10 থেকে $0.30 টাকা উপার্জন করতে পারব। তাই এই ভাবে অনেকে প্রাচুর টাকা ইনকাম করে। এটা কোন ভুল বা ফেক অ্যাপস নয়।
এই অ্যাপ থেকে আপনি USD (ডলার)তে ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি একটু পরিশ্রম করেন তবে প্রতিদিন 1,000 টাকা উপার্জন করতে পারবেন।
এই অ্যাপ থেকে যে টাকা ইনকাম করবেন তা আপনি PayPal, Payoneer বা Skrill এর মাধ্যম দিয়ে টাকা তুলে নিতে পারবেন।
২। TaskBucks মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? (How To Make Money From TaskBucks Mobile App in Bengali?)
এবার TaskBucks মোবাইল অ্যাপ্লিকেশান নিয়ে আলচনা করব। এটি একটি খুব ভাল টাকা ইনকাম করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশান ।এই মোবাইল অ্যাপ্লিকেশান টি Times Internet কম্পানি তৈরি করেছে। TaskBucks মোবাইল অ্যাপ্লিকেশানে বিভিন্ন রকমের টাস্ক বা কাজ থাকে , এবংএই কাজগুলো থেকে ককত টাকা পাওয়া যাবে তা ও দেওয়া থাকে। এবং যখন কাজটা সম্পূর্ণ করলে তখন পেমেন্ট পাওয়া যায়।
এই মোবাইল অ্যাপ্লিকেশানে যে কাজ গুলো থাকে সেগুল হল -অ্যাপ ইনস্টল করা, কুইজ খেলা, ভিডিও বিজ্ঞাপন দেখা, মজার গেম খেলা। এই মোবাইল অ্যাপ্লিকেশান থেকে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ থেকে রেফারেল-এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায়। এই অ্যাপের প্রতি রেফারেল থেকে 25টাকা আয় করতে পারবেন। এই অ্যাপ থেকে বিভিন্ন রকমের কাজ ও রেফারেল থেকে আপনি সহজেই 4 থেকে 5 ঘন্টার মধ্যে 500- 600 টাকা আয় করতে পারবেন। এছাড়া প্রতিদিন Contest-এ অংশ নিয়ে আপনি আর কিছু টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যত টাকা ইনকাম করবেন তার সমস্ত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেটিএম ওয়ালেট এবং মোবাইল রিচার্জ করেও নিতে পারবেন।
৩। Swagbucks মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?( How To Make Money From Swagbucks Mobile App in Bengali)
wagbucks মোবাইল অ্যাপ্লিকেশান থেকেও আপনি নান ভাবে টাকা ইনকাম করতে পারবেন। Swagbucks থেকে সারভে বা সমীক্ষা ও নান রকমের টাস্ক বা কাজ করে যেমন- ভিডিও দেখা, অনলাইন শপিং-এ ক্যাশব্যাক পেতে পারেন এবং ওয়েবে সার্চ করে টাকা আয় করতে পারবেন।
Swagbucks হল একটি আমেরিকান অনলাইন মানি আরনিং অ্যাপ তাই এই অ্যাপ থেকে আপনি মার্কিন ডলারে (USD) তে টাকা আয় করতে পারবেন। তাই এর পেআউট পেতে আপনার একটি পেপ্যাল অ্যাকাউন্ট থাকতেই হবে। এটি বিশ্বস্ত অ্যাপ এবং অনেকদিন ধরে এই অ্যাপটি কাজ করে আসছে। আপনি এখনে প্রচুর সারভে/সমীক্ষা এবং নান রকমের কাজ পাবেন , আপনি এই অ্যাপের মাধ্যমে সহজেই প্রতি দিন 1,000 টাকা উপার্জন করতে পারেন।
৫। RozDhan মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?( How To Make Money From RozDhan Mobile App in Bengali?)
RozDhan হল একটি মাল্টি-ক্যাটাগরির অ্যাপ, এই অ্যাপ-এ আপনি গেম খেলে, Article পড়ে এবং শেয়ার করে, সার্ভে করে, ভিডিও বিজ্ঞাপন দেখে, প্রতিদিন অ্যাপে লগ ইন করে, কুইজ খেলে এবং বন্ধুদের ইনভাইট করে টাকা ইনকাম করতে পারবেন।
গুগুল -প্লেস্টোরে 1,00,00,000+ ফোনে ইনস্টলেশন করা হয়েছে এবং এর রেটিংও খুব ভাল – 4.0-স্টার, এটা একটা খুব বিশ্বাসযোগ্য মোবাইল অ্যাপ্লিকেশান ।
আপনি এই অ্যাপটিকে 2-৩ দিন ব্যবহারের পর থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। কিন্তু মনে রাখবেন এই অ্যাপের জন্য সর্বনিম্ন পেআউট হল 300 টাকা, আপনি Paytm অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তুলে নিতে পারবেন।
৬. CashKaro মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?( How To Make Money From CashKaro Mobile App in Bengali?)
CashKaro এক ধরনের একটি ই-কমার্স রেফারেল ওয়েবসাইট ও অ্যাপ, এই ওয়েবসাইট থেকে আপনি যেকোনো ই-কমার্স প্ল্যাটফর্মে প্রতিটি কেনাকাটায় আপনি নগদ টাকা ফেরত পেয়ে যাবেন। CashKaro এর সাথে যে সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্মগুলি যুক্ত সেগুলি তা হল Amazon, Flipkart, Ajio, Tata Cliq, Beardo, Mamaearth, Pharmeasy এবং অনেকগুলি ওয়েবসাইট এর সাথে যুক্ত।
Meesho মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? ( How To Make Money From Meesho Mobile App in Bengali?)
Meesho মোবাইল অ্যাপ্লিকেশান থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন?
Meesho একটি ই-কমার্স অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম। দুই আইআইটি স্নাতক বিদিত আত্রে এবং সঞ্জীব বার্নওয়াল ২০১৫ সালে Meesho-এর প্রতিষ্ঠা করেন। ব্যাঙ্গালোরে এর সদর দপ্তর। Meesho ছোট ব্যবসাই বা সংস্থাগুলিকে তাদের ডিজিটাল ই-কমার্স স্টোর তৈরি করতে এবং বিনামূল্যের তাদের পণ্যকে অনলাইনে বিক্রি করতে একটি প্ল্যাটফর্ম দেয়। ব্যবসাইরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তার পণ্যকে মার্কেটিং করতে পারে।
- Meesho থেকে আপনি হোয়াটসঅ্যাপ,টেলিগ্রাম এমন কি ফেসবুক থেকেও বাড়ির সমস্ত প্রতিদিনের দরকারি পণ্য এবং ছোট বড় সবার কাপড় বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। পুরো ব্যপারটি তিনটি পদ্ধতির মাধ্যমে করা যায়।
- আপনি যখন আপনার মোবাইলে বা ল্যাপটপে Meesho অ্যাপটি ওপেন করলে আপনি প্রচুর নতুন নতুন পণ্য এবং কম ও বেশি সব রকম দামে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দের একটি ক্যাটালগ তৈরি করুন।
- আপনার তৈরি করা পছন্দের ক্যাটালগ আপনি আপনার বন্ধুদের এবং পরিবারের বাকি সদস্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম, ফেসবুকের সাহায্যে শেয়ার করুন।
- ক্যাটালগ শেয়ার করলেই আপনার কাছে দাম বা মূল্যের জন্য আপনার বন্ধু ও আত্মীয় সজনরা জিজ্ঞাসা শুরু করবেন।
- Meesho একটা সুবিধা আছে আপনি আপনার মত কোন গ্রাহককে যেকোনো পণ্য আপনার fixed করা দামে বিক্রি করতে পারেন।
- যখন আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে পছন্দের জিনিসের অর্ডার পাবেন। তখন গ্রহকের জন্য অর্ডার প্লেস করার সময় COD পেমেন্ট মোড নির্বাচন করুন।
- পেমেন্ট মোড সিলেক্ট করার পর আপনাকে আপনার গ্রাহকের ডেলিভারি ঠিকানা অর্ডারে টাইপ করে দিতে হবে।
- এখানে আপনি আপনার লাভের মার্জিন ঠিক করে অর্ডার প্লেস করবেন। লাভের মার্জিন আপনার উপর নির্ভর করবে।
- আপনি কতটা লাভ করবেন তা ঠিক করে অর্ডার প্লেস করুন।
- এবার যেদিন Meesho আপনার গ্রাহকে পণ্য ডেলিভারি করে দেবে। এই ডেলিভারির 10 দিনের মধ্যে, Meesho আপনার লাভের মার্জিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
- আপনি আপনার পণ্য কোন বিনিয়োগ ছাড়াই Meesho প্ল্যাটফর্মে বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন।
- আপনি Meesho এর সঙ্গে সাপ্তাহিক টার্গেট পুরন করেন তাহলে আপনি প্রতি সপ্তাহে ৬০০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
Meesho download লিঙ্ক ।
Android -https://play.google.com/store/apps/details?id=com.meesho.supply&hl=en_IN&gl=US
Sheroes মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? ( How To Make Money From Sheroes Mobile App in Bengali?)
Sheroes একটি মহিলাদের অনলাইন Community প্ল্যাটফর্ম, এখানে মহিলারা খুব সহজেই তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে।
Sheroes ২০১৪ সালে সাইরি চাহাল প্রতিষ্ঠা করেছিলেন। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। সাইরী চাহাল হলেন Sheroes-এর সিইও এবং/প্রতিষ্ঠাতা ।
Sheroes থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন।
- আপনি যদি একজন মহিলা হন তবে, আপনি প্রথমে Sheroesতে নিজের Account register করুন এবং erpr আপনার দক্ষতা বা Skill অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারবেন অথবা আপনার পণ্য বিক্রি করে ও টাকা ইনকাম করতে পারবেন।
- Sheroes তে অনেক গুলো রাস্তা আছে কোন বিনিয়োগ ছাড়াই টাকা ইনকামের ।
- আপনার নিজে কোন পণ্য তৈরি করে তা বিক্রি করে ইনকাম করতে পারেন।
- আপনি কন্টেন্ট রাইটার হিসেবে অনলাইনে আয় করতে পারেন।
- ঘরে বসে অনলাইন ডেটা টাইপিং করে।
- অনলাইনে টিউশন করে ইনকাম করতে পারেন।
- অনলাইন গ্রাহককে নানা রকমের কাজে সহযোগীতা করে টাকা ইনকাম করতে পারেন।
- অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস করতে পারেন।
- ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন ।
- অনলাইন টেলিকলিং কাজ করতে পারেন।
- ব্লগ রাইটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং-এর কাজ করতে পারেন।
- অনলাইন গ্রাফিক ডিজাইনার এবং ডেভেলপার।
- সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসাবে কাজ করতে পারেন।
- একজন ব্লগার বা ইউটিউবার হিসাবে অনেক টাকা ইনকাম করতে পারেন।
- আপনি অনলিনে ই-বুক বিক্রি করে পারেন।
Sheroes download লিঙ্ক ।
Desktop – https://sheroes.com/
Android – https://play.google.com/store/apps/details?id=appliedlife.pvtltd.SHEROES&hl=en&gl=US
আরও পড়ুন –
বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?
কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?
বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?
সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন