Sky কে এখন আটকানো প্রায় অসম্ভব, যে কোন বলকে ছয় মারবে, সূর্যকুমার নিয়ে বললেন প্রাক্তনরা

  • Post author:
  • Post category:IPL
  • Post comments:0 Comments
You are currently viewing Sky কে এখন আটকানো প্রায় অসম্ভব, যে কোন বলকে ছয় মারবে, সূর্যকুমার নিয়ে বললেন প্রাক্তনরা

ভারতের এই বিশ্বকাপ যাত্রার রথ দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। কোন টিম আর থামাতে পারছে না। আজ ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12-এর শেষ ম্যাচে জিম্বাবুয়েকে 71 রানে হারিয়েছে।

ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ 1-এর দ্বিতীয় নম্বর দল ইংল্যান্ডের বিরুধে। প্রথমে ব্যাট করতে নেমে ভারতে জিম্বাবুয়েকে 187 বিশাল রানের টার্গেট দেয়।এই লক্ষ্য তাড়া করতে গিয়ে অশ্বিন, মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়ার তীক্ষ্ণ বোলিংয়ের সামনে জিম্বাবুয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় এবং পুরো দল মাত্র 17.2 ওভারে 115 রানে গুটিয়ে যায়।

তবে আজকের খেলার নায়ক ছিলেন সূর্যকুমার, সূর্যকুমারের 24 বলে চারটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে অপরাজিত 61 রানে পাঁচ উইকেটে 186 রান করে ভারত। তার সঙ্গে ওপেনার রাহুলও ৩৫ বলে তিনটি ছক্কা ও চারের সাহায্যে ৫১ রানের ইনিংস খেলেন।

ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পান সূর্যকুমার যাদব। মাঠের কোনো কোনা ছাড়েননি সূর্য। সবদিকে দক্ষতার সাথে দুর্দান্ত সব শট খেলেছেন।

ভারতের এই মিডিল অর্ডার ব্যাটসম্যান কে এখন বিশ্বের সেরা তি২০ ব্যাটসম্যান বলা হয় । প্রাক্তন দের কথা অনুযায়ী সূর্যকুমার যেভাবে খেলে যাছে তাকে এক কথায় থামানো মুশকিল, যেকোনো বোলারের যেকোনো বল কে তিনি অবলীলায় মাঠের বাইরে ফেলে দিতে পারেন।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন। ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

skye এর কিছু শট –

শেয়ার করুন -

Leave a Reply