Telegram New Feature:টেলিগ্রাম-এর নতুন আপডেট একগুচ্ছ নতুন দুরন্ত ফিচার নিয়ে এসেছে

You are currently viewing Telegram New Feature:টেলিগ্রাম-এর নতুন আপডেট একগুচ্ছ নতুন দুরন্ত ফিচার নিয়ে এসেছে

Telegram New Feature:টেলিগ্রাম-এর নতুন আপডেট একগুচ্ছ নতুন দুরন্ত ফিচার নিয়ে এসেছে

টেলিগ্রাম মেসেঞ্জার-এর ব্যবহারকারিদের জন্য খুব ভাল খবর দিয়েছে টেলিগ্রাম মেসেঞ্জার কোম্পানি । যদিও টেলিগ্রাম মেসেঞ্জার, এবং হোয়াটসঅ্যাপ হল দুই মূল প্রতিদ্বন্দ্বী।

নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে টেলিগ্রাম মেসেঞ্জার । এই নতুন ফিচারগুলির মধ্যে বেশ কয়েকটি ফিচার আপনাদের কে জানাচ্ছি।

মেসেজিং প্ল্যাটফর্মের নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রোফাইল পিকচার মেকার, ইমোজি বিভাগ এবং অন্যান্য। ব্যবহারকারীদের দুরন্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল “Translating Entire Chats feature”। নাম অনুসারে, “Translating Entire Chats feature” এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের ইচ্ছে অনুযায়ী অনুবাদ বারে আলতো চাপ দিলেই সম্পূর্ণ চ্যাট, গ্রুপ-এর ও সম্পূর্ণ চ্যাট এবং চ্যানেলগুলিকে রিয়েল-টাইমে অনুবাদ করার অনুমতি দেবে।

“Translating Entire Chats” বৈশিষ্ট্যটি -এর সমস্ত ফিচারগুলি শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উপলব্ধ তবে সমস্ত ব্যবহারকারী individual messages-কে নির্বাচন করে এবং ” Translate” ট্যাপ ক্লিক করে অনুবাদ করতে পারে৷

“প্রোফাইল ফটো মেকার” ব্যবহারকারীদের খুব একটা ভাল নতুন ফিচার এই ফিচার থেকেব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট, গ্রুপ বা চ্যানেলের জন্য দ্রুত যেকোন স্টিকার বা অ্যানিমেটেড ইমোজিকে প্রোফাইল ছবিতে পরিবর্তন করতে পারে। তবে প্রত্যেকেই যেকোনো এই ছবিগুলির জন্য অ্যানিমেটেড এবং কাস্টম ইমোজি খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারে, তবে এক্ষেত্রে তাদের টেলিগ্রাম-এর প্রিমিয়াম ভারসান না থাকলেও কোন অসুবিধা নেই।

এছাড়া ও টেলিগ্রাম মেসেঞ্জার সংস্থা নতুন ফিচার “”Emoji Categories”” নিয়ে এসেছে এই নতুন ফিচারে ব্যবহারকারীরা তাদের category অনুসারে স্টিকার এবং ইমোজি পেয়ে যাবেন।

তবে আপনাদের জানিয়ে রাখি যে যেকোনো টেলিগ্রাম ব্যবহারকারী এক মিলিয়নেরও বেশি বিভিন্ন স্টিকার এবং ইমোজি পাঠাতে পারে, তবে সঠিকটি বেছে নেওয়ার জন্য আপনার মত করে যত সময় পারেন তা ব্যয় করে এটি করতে পারেন।

টেলিগ্রাম মেসেঞ্জার সংস্থা নতুন ফিচার “Network Usage” । এই ফিচার ব্যবহারকারী নানা ভাবে সুবিধা দেবে, এই ফিচার এর ভিতর ব্যবহারকারীদের Wi-Fi এবং মোবাইল ডেটার জন্য বিশদ বিবরণ পাই চার্ট সহ টেলিগ্রাম দ্বারা কত ডেটা ব্যবহার করেছে তা দেখতে পেয়ে যাবেন, এবং এখানে বা এই ফিচারে আরও একটি দুরন্ত সুবিধা আচ্ছে যে ব্যবহারকারীদের ডেটা প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য করে করে Auto-Download সেটিংস করে নিতে পারেন।

PMKVY-4.0: বেকার যুবকদের জন্য অর্থমন্ত্রীর নতুন ঘোষণা PMKVY-4.0

LIC New Jeevan Shanti Plan 2023: এই প্ল্যানে মাত্র একবার বিনিয়োগ করুন এবং মাসে পেনশন পান 1,00,000 টাকার বেশি। জেনে নিন কীভাবে

LIC Jeevan Umang New Plan:এই প্ল্যানে 150 টাকা বিনিয়োগ করুন আর Maturity শেষে পান 10,00,000 টাকা

শেয়ার করুন -

Leave a Reply