ফুলের ব্যবসা : এই ব্যবসায় প্রথম মাস থেকে লাখপতি হতে পারবেন, জেনে নিন ব্যবসার সঠিক পদ্ধতি

You are currently viewing ফুলের ব্যবসা : এই ব্যবসায় প্রথম মাস থেকে লাখপতি হতে পারবেন,  জেনে নিন ব্যবসার সঠিক পদ্ধতি

“লাভজনক ফুলের ব্যবসা শুরু করুন” আজকের এই নিবন্ধে কিভাবে ফুলের ব্যবসা করে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।আজকের দিনে ফুলের ব্যবসা হল সেরা ব্যবসাগুলির মধ্যে একটি কারণ, ফুল ভাল বাসেনা এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। এখনকার দিনে শহর বা গ্রাম সমস্ত জায়গায় প্রচুর প্রমানে ফুলের কেনা বেচা হয়।

এবং এই ধরনের ব্যবসায় খুব বেশি প্রাথমিক বিনিয়োগের দরকার হয় না এবং এই ব্যবসা পুরুষ ও স্ত্রী সবাই ভীষণ সফলতার সঙ্গে করতে পারে। আসুন এখন আমরা কিভাবে ফুলের শুরু করব ও সেই ব্যবসা থেকে বিপুল মুনাফা লাভ করব তা নিয়ে আলোচনা করা যায়।

লাভজনক ফুলের ব্যবসা -এর পরিকল্পনা (Profitable Flower Business Plan in Bengali)

যেকোনো ব্যবসাকে লাভজনক করতে হলে একটা ভাল পরিকল্পনার দরকার। পরিকল্পনা হল যে কোন ব্যবসা শুরু করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এক্ষেত্রে আপনাকে সঠিক ভাবে ব্যবসা শুরু করতে হলে নিচের বিশয়গুলির উপর নজর দেওয়া দরকার –

  • আপনার দোকানের স্থান এক্ষেত্রে অনেক গুরুত্ব পূর্ণ, দোকান ছোট হলে খুব একটা খতি নেই  দোকান মেইন রাস্তার পাশে হলে খুব ভাল হয়।
  • ব্যবসার প্রয়োজনীয় জিনিষপত্র যেমন রেফ্রিজারেটর যাতে ফুলগুলিকে টাটকা রাখা যায়। এবং তাদের শেলফ লাইফ কিছুটা বাড়ানো যায় তার দরকার।
  • সেই ফুলগুলি চাষিদের কাছ থেকে সংগ্রহ করার পর তাকে ডেলিভারি করা পর্যন্ত কত খরচ হবে তার একটা হিসাব করে নিতে হবে।
  • আপনি কতটা জায়গা জুরে ডেলিভারি করতে পারবেন তার একটা ম্যাপ বানিয়ে ফেলুন।
  • চাষিদের কাছথেকে ফুল আনার পর তা বিভিন্ন ফর্মে ( যেমন মালা, তোরা, বুফে … ইত্যাদি ) করার জন্য আপনার মজুরির একটা হিসাব করে নিন।

লাভজনক ফুলের ব্যবসা –  কোন পরামর্শদাতাদের সাহায্য নিতে পারেন (Profitable Flower Business- Can take the help of any consultants in Bengali )

আপনি ফুলের ব্যবসা শুরু করার জন্য একটি স্পষ্ট কৌশলগত পরিকল্পনা তৈরি করতে সমস্যায় পড়েন তবে আপনি অর্থের বিনিময়ে কোন ভাল পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি কোন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কে এই ধরনের অফার করতে পারেন। এখন অনেক প্রতিষ্ঠান এই ধরনের কাজ করে থাকেন। ফুলের ব্যবসা শুরু করার জন্য টাটকা ফুল পাওয়ার জন্য  ফুল চষিদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

লাভজনক ফুলের ব্যবসা – এর লাইসেন্স (Profitable Flower Business – License in Bengali )

যেকোনো ব্যবসার মতোই একটি ফুলের ব্যবসারও একটি ব্যবসায়িক লাইসেন্সের প্রয়োজন হয়। আপনাকে  ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স করিয়ে নিতে হবে।

লাভজনক ফুলের ব্যবসা -এর জন্য সৃজনশীল হতে হবে (Must be creative for profitable flower business in Bengali )

লাভজনক ফুলের ব্যবসা থেকে প্রচুর মুনাফা করার জন্য আপনাকে সৃজনশীল হওয়া খুব দরকার। ফুল সুন্দরের প্রতীক আজকের দিনে ফুল দিয়ে নানা রকমের চোখ ধাঁধানো সাজসজ্জা তৈরি করা হয় যা যা কেবল উপভক্তদের মুগ্ধ বা আনন্দের জন্য। আপনি এই সব দিক থেকে এগিয়ে থাকেন তবে আপনি অন্যদেরকে এই কাজে টেক্কা দিতে পারবেন। আজকাল ফুল কে কেন্দ্র করে নান রকমের item তৈরি করা হয়, বিবাহের ফুলের সজ্জা, বুটোনিয়ারস, পূর্ণাঙ্গ বাগানের সজ্জা, সুউচ্চ অফিস সজ্জা, নানা রকমের পার্টীর সজ্জা এবং অন্যান্য পরিষেবা থাকে। এবং এই সমস্ত কাজ করার জন্য সঠিক জ্ঞান, প্রচুর পরিশ্রম, সঠিক উপকরণ ও টাকার ও দরকার হয়।

লাভজনক ফুলের ব্যবসা – চাষিদের সঙ্গে যোগাযোগ (Profitable Flower Business – Communication with farmers in Bengali )

ফুলের ব্যবসা করতে হলে ফুল চাষিদের সঙ্গে আপনার বিশ্বস্ত যোগাযোগ থাকা খুব জরুরী। শারা বছ্র কোন কোন ফুল ভাল ও দাম কেমন হয়, ফলন কেমন হয়েছে তা আপনাকে আপনার বিশ্বস্ত চাষিই ব্লতে পারে। তাই এদের সঙ্গে ভাল যোগাযোগ রাখতে হবে।

লাভজনক ফুলের ব্যবসা – মূলধন কত লাগবে লাভ কত হবে? (Profitable Flower Business – How Much Capital , Profit in Bengali ?

ফুলের ব্যবসার জন্য খুব বেশী মূলধনের দরকার পড়ে না। আপনি যদি একটা দকানের ব্যবস্থা করতে পারেন। তবে ৫০০০০-৬০০০০ টাকার মধ্যে আপনি ব্যবসা শুরু করতে পারবেন।ফুল ব্যবসা লাভের পরিমাণ খুব বেশী থাকে। এখানে আপনার সৃজনশীলতার উপর আপনার লাভের অঙ্ক নির্ভর করে। তাই আপনি খুব কম মূলধনেও প্রচুর টাকা আয় করতে পারবেন।

লাভজনক ফুলের ব্যবসা – মার্কেটিং (Profitable Flower Business- Marketing in Bengali )

ফুলের ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথেমে আপনার কাজের স্কিল আপনার গ্রাহককে দেখাতে হবে। গ্রাহকের একবার পছন্দ হয়ে গেলে গ্রাহক আপনার পরিসেবাই সব সময় নিতে চাইবে। প্রথম প্রথম আপনাকে আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের  পার্টি বা যেকোনো আনুস্থানের ফুলের অর্ডার নেওয়ার  চিন্তা করতে হবে। এবং এই পার্টিগুলি আয়জনের মাধ্যমে আপনি নতুন গ্রাহক অবশ্যই পাবেন . এখান থেকে আপনি আপনার ব্যবসার পরিধি বাড়াতে পারবেন।  

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

শেয়ার করুন -

Leave a Reply