গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start a Gas Agency Dealership Business?

You are currently viewing গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start a Gas Agency Dealership Business?

Table of Contents

গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন?( How to start a Gas Agency Dealership Business in Bengali ?)

“গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন?” আজকের নিবন্ধে LPG Gas ডিলারশিপ ব্যবসা নিয়ে আলোচনা করবো। আপনি যদি চাকরি না করে নিজের একটা ভাল ও স্মমান জনক ব্যবসা করতে চান তবে LPG Gas বা রান্নার গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারেন। যে গ্যাস দিয়ে আপনারা বাড়িতে রান্না করেন।সেই গ্যাসের আপনি ডিলার হতে পারবেন। এটা একটা দুর্দান্ত ব্যবসার আইডিয়া। এই ব্যবসা এমন এক ধরনের ব্যবসা যার চাহিদা দিনে দিনে বাড়ছে, এবং এতাও ঠিক এই ব্যবসার চাহিদা বা গ্যাসের চাহিদা কোন দিন কমবে না। এটা একটা প্রচুর টাকার ব্যবসা। এই ব্যবসা করে আপনি প্রচুর টাকা মুনাফা নিতে পারবেন।

গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন?( How to start a Gas Agency Dealership Business ?)

যদি আপনি গ্যাস এজেন্সি ডিলারশিপ নেবেন বলে স্থির করেছেন আথবা, কিভাবে গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা শুরু করতে হয় জানতে চান তবে এই নিবন্ধ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন আমি এই নিবন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

ভারতে কতগুলি এলপিজি গ্যাস কোম্পানি আছে?( How many LPG companies are there in India in Bengali?)

আমাদের দেশে মুলত  ৩টি সরকারি সুপরিচিত গ্যাস কোম্পানি আছে যারা এলপিজি গ্যাস এজেন্সির ডিলারশিপ দেয়। এই সমস্ত কোম্পানির কাছ থেকে আপনি যদি এজেন্সির ডিলারশিপ পেয়ে যান তবে আপনি গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা করে প্রচুর টাকা আয় করতে পারবেন। এই কোম্পানিগুলি হল –

  • এইচপি গ্যাস,
  • ইন্ডেন গ্যাস
  • ভারত গ্যাস ।

এলপিজি গ্যাসের এজেন্সি কিভাবে পাবেন?( How to get LPG Gas Agency in Bengali ?)

আমাদের দেশে আপনি চাইলে যে কোন একটি গ্যাস কোম্পানির এজেন্সি নিতে পারেন। কিন্তু গ্যাস এজেন্সি নেওয়ার জন্য আপনাকে অনেক টাকা জমা রাখতে হয়,এছাড়া বেশ কিছু প্রক্রিয়া আছে যা একটু শক্ত । কিন্তু আপনার সমস্ত প্রক্রিয়া যদি সঠিক থাকে তবে এবং গ্যাস কোম্পানি যদি আপনি যেখানে চাইছেন সেখানে এজেন্সি খুলতে চায় তবে আপনি খূব সহজে এটা পেয়ে যেতে পারেন। কোন গ্যাস কোম্পানি এজেন্সি চাইলে প্রথমে তাদের ওয়েবসাইটে সমস্ত জনগণকে জানিয়ে দেয়।

এলপিজি গ্যাস এজেন্সি নিতে হলে কী যোগ্যতার দরকার? (What qualifications are required to take LPG Gas Agency in Bengali ?)

  • এলপিজি গ্যাস এজেন্সি নিতে হলে আপণাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
  • গ্যাস এজেন্সি নিতে হলে আপনার  কমপক্ষে ক্লাশ ১০ পাস সার্টিফিকেট থাকতে হবে।
  • পুরুষ বা মহিলা যে কেউ এই এজেন্সি নেওয়ার জন্য  আবেদনপত্র  পূরণ করতে পারবেন।
  • গ্যাস এজেন্সি নিতে হলে আপনার বয়স 21 বছর থেকে সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে হতে হবে।  যিনি আবেদন করবেন তার বীরুধে কোনো রকমের  ফৌজদারি মামলার রেকর্ড যেন না থাকে ।
  • যিনি আবেদনপত্র পূরণ করবেন তার পরিবারের কোনো সদস্য যেন যে কোন রকমের তেল কোম্পানিতে কর্মরত না থাকে।
  • যিনি গ্যাস এজেন্সি নিতে চান আবেদন করার আগে গ্যাস সিলিন্ডার রাখার জন্য একটি গোডাউনের ব্যবস্থা করে রাখতে হবে। এই গোডাঊনের ব্যবস্থা না থাকলে আবেদন পত্র খারিজ হয়ে যাবে।

এলপিজি গ্যাস এজেন্সির নেওয়ার জন্য অনলাইনে আবেদন কীভাবে করবেন? (How to apply for LPG Gas Agency online in Bengali ?)

এলপিজি গ্যাসের এজেন্সি নেওয়ার জন্য আবেদন করতে গেলে আগে ভারতের যে তিনটি বড় গ্যাস কোম্পানি আছে তাদের আপনি কোন কোম্পানির ডিলারশিপ নিতে চান শেটী ঠিক করতে হবে। প্রতিটি কোম্পানি তাদের এজেন্সি দেওয়ার আগে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন জারি করে, বা অনেক সময় অফ লাইন বা অনলাইন পত্রিকা তে বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ধরণের বিজ্ঞাপন থাকলে দেখতে পারেন। এই বিজ্ঞাপন থেকে আপনি জানতে পারেন কোন কোম্পানি কত টাকার ডিপোজিটে এই ডিলারশিপ দিচ্ছে। এর পরে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার পধতি নিচে দেওয়া হল –

  • অনলাইন আবেদনের জন্য, আপনি যে কোম্পানি থেকে ডিলারশিপ নিতে চান সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলে ওপেন করুন।
  • প্রথমে আপনি আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে ওয়েবসাইটে রেজিসট্রেসান করুন।
  • এর পরে, আপনি আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি ওটিপি  আসবে। এর মধ্য দিয়ে আপনি আপনার মোবাইল নম্বর এবং মেল আইডি যাচাই করতে করে নিতে পারবেন।
  • মোবাইল নম্বর এবং মেল আইডি যাচাই  হয়ে যাওয়ার পর গ্যাস কোম্পানির ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা যাবে। তার পরে  আপনি অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন।
  • আবেদন করার সময়, আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আবেদনের ফি  জমা দিতে হবে,এই ফি আপনি   ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে মাধ্যমে জমা করতে পারেন।

এলপিজি গ্যাস এজেন্সির নেওয়ার জন্য অনলাইনে কত ফি লাগবে ?( How much does it cost to get an LPG Gas Agency online in Bengali ?)

যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে আবেদন করার সময় কিছু পরিমাণ টাকা জমা করতে হবে। তবে একটা জিনিস আপনি মনে রাখবেন।আবেদনপত্র গৃহীত হোক বা না হোক জমা দেওয়া টাকা আপনি ফেরত পাবেন না। নিচে কত ফি লাগে তা জেনে নি –

  •  প্রথমে জানি শহর অঞ্চলের ফি কত, শহর অঞ্চলের জেনারেল ক্যাটাগরির লোকদের আবেদনের সময় 10000 টাকা জমা দিতে হবে।
  • যদি আবেদনকারী ওবিসি ক্যাটাগরির অধীনে আসেন, তাহলে তাকে 5000 টাকা দিতে হবে।
  • আর যদি আপনি ST-SC ক্যাটাগরির অধীনে আসেন, তবে তাকে 3000 টাকা দিতে হবে।

কিন্তু  গ্রামাঞ্চলে এই ফিএর পরিমাণ অনেক কম , আপনি যদি গ্রামাঞ্চলে গ্যাস এজেন্সির নিতে চান তবে আবেদনের সময় –

  • জেনারেল ক্যাটাগরির লোকদের আবেদনের সময় 8000 টাকা জমা দিতে হবে।
  • যদি আবেদনকারী ওবিসি ক্যাটাগরির অধীনে আসেন, তাহলে তাকে 4000 টাকা দিতে হবে।
  • আর যদি আপনি ST-SC ক্যাটাগরির অধীনে আসেন, তবে তাকে 2500 টাকা দিতে হবে।

 এলপিজি গ্যাস এজেন্সি নেওয়র জন্য সিকিউরিটি ডিপোজিট কত দিতে হয় ?(How much security deposit is required to take LPG gas agency in Bengali?)

আবেদনকারীর যদি আবেদনপত্র গৃহীত হয়ে যায়, তবে এর পরে আবেদনকারিকে সমস্ত কাগজপত্র জমা দিবে হয়। এবং এই কগজপত্রের সঙ্গে সিকিউরিটি ডিপোজিট  রাখতে হয় যা কোনও পরিস্থিতিতে আপনি ফেরত পাবেন না। শহর এলাকার ক্ষেত্রে এজেন্সির নেওয়ার জন্য আপনাকে 5 লক্ষ টাকা জমা করতে হয় কিন্তু গ্রামিন এলাকার জন্য কিছুতা কম হয় গ্রামীণ এলাকায় 4 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হয়।

এলপিজি গ্যাস এজেন্সি নেওয়ার সময় নীচের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর নজর রাখবেন।

একটি এলপিজি গ্যাস এর ডিলারশিপ নিতে হলে , আপনার কাছে এই ব্যবসা জন্য মোট প্রায় 17 লক্ষ টাকা থাকা দরকার।

আবেদনপত্র পূরনের সময় বার বার পরীক্ষা করে নেবেন যাতে কোন ভুল তথ্য না পুরন হয়ে যায়।

আপনি একটি রাজ্যের বিভিন্ন বিভিন্ন এলাকাতে  ডিলারশিপের জন্য আবেদন করতে পারেন , তবে আপনাকে সমস্ত আলাদা আলাদা যায়গার জন্য পৃথক পৃথকভাবে টাকা জমা রাখতে হবে।

Conclusion – একটি LPG গ্যাস এজেন্সি খুলতে পারলে  যে কেউ প্রতি বছর একটা ভাল অর্থ উপার্জন করতে পারবে।  এবং  এই ব্যবসা কোন দিন বন্ধ হবে না ও ব্যবসায় লোকসানের আশঙ্কা নেই । আমার এই নিবন্ধ সম্পর্কে কোন রকম মতামত থকলে নিচে কমেন্ট করতে পারেন।

FAQ

এলপিজি গ্যাস এজেন্সি নেওয়র জন্য সিকিউরিটি ডিপোজিট কত দিতে হয়

শহর এলাকাতে ৫ লক্ষ টাকা, গ্রামীণ এলাকাতে ৪ লক্ষ টাকা

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?

GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST?

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?

শেয়ার করুন -

Leave a Reply