কাগজের গ্লাস তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start a paper glass business in Bengali?

You are currently viewing কাগজের গ্লাস তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন? | How to start a paper glass business in Bengali?

Table of Contents

কাগজের গ্লাস তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন (How to start a paper glass business in Bengali?)

“কাগজের গ্লাস তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন” এই নিবন্ধে আজ আমি কাগজের গ্লাস তৈরির ব্যবসা সম্পর্কে বলব।আজকের দিনে  আপনি যদি নিজে  ছোট আকারে একটা ব্যবসা করতে শুরু করতে চান, তাহলে কাগজের গ্লাস তৈরির ব্যবসা আপনার জন্য একটি ভাল ব্যবসা হতে পারে। কাগজের কাপ বা গ্লাস তৈরির ব্যবসা একটা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য-বান্ধব ব্যবসা। কাগজের গ্লাস ও কাপ নষ্ট করা যায়, কিন্তু উল্টা দিকে  প্লাস্টিকের গ্লাস বা কাপকে নষ্ট করা যায় না। এবং এই প্লাস্টিকের গ্লাস বা কাপ স্বাস্থ্যের পক্ষে  ভীষণ  ক্ষতিকর সেই সঙ্গে সঙ্গে পরিবেষকে ও নষ্ট করে দেয়। আজকের দিনে কাগজের কাপে চা-কফি খাওয়ার স্টাইল যেকোনো ছোট দোকান থেকে স্কুল ,কলেজ, অফিস ক্যন্তিন এর পাশাপাশি বিয়ে বা অন্য কোন পার্টিতে কাগজের গ্লাসের এবং কাপের ব্যবহার দ্রুত বাড়ছে।এই সমস্ত কারণে আপনি এই ধরনের ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন।

কাগজের গ্লাস তৈরির ব্যবসার পরিকল্পনা কিভাবে ঠিক করবেন? (How to make a business plan for making paper glass in Bengali?)

ব্যবসা শুরু করার আগে একটা পরিকল্পনা করা প্রয়োজন। পরিকল্পনা যদি সঠিক থাকে তবে ব্যবসায় সফল হয়া যায় । যেমন আপনি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করবেন , উতপাদন ব্যয় কত হবে, কর্মচারীদের ব্যয় কত , ব্যবসার বিপণনের জন্য কত ব্যয়  করা যাবে ইত্যাদি। আমি আজ কাগজের গ্লাস তৈরির ব্যবসার  সমস্ত বিশয় স্টেপ বাই স্টেপ আলচনা করব।

কাগজের গ্লাস তৈরির ব্যবসা কাঁচামাল (Raw material of Paper Glass making Business in Bengali)

কাগজের গ্লাস তৈরির  কাঁচামাল হিসাবে “কাপ বোর্ড” পেপার কে নেওয়া হয়  এবং এই পেপার মাল্টি-প্লাই পেপার মেশিনে তৈরি করা হয়। জলরোধের জন্য একটি  আবরণ থাকে, এই ধরনের কাগজের গ্লাস তৈরি করতে উচ্চ দৃঢ়তা এবং শক্তিশালী ভেজা আকারের  কাঁচামালের দরকার হয় । অনলাইনে এই জিনিসের পেয়ে যাবেন। “https://dir.indiamart.com/impcat/paper-cup-raw-material.html”

কাগজের গ্লাস তৈরির ব্যবসার জন্য কি যন্ত্রপাতি লাগবে ও তার খরচ(What is the cost Machine of Paper Glass making Business in Bengla?)

কাগজের গ্লাস তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন?

কাগজের গ্লাস তৈরির ব্যবসার জন্য আপনাকে মেশিন কিনতে হবে, কারন মেশিন দিয়েই কাগজের গ্লাস তৈরি করা হয়।

কাগজের গ্লাস তৈরি করার জন্য সাধারনভাবে  দুই ধরনের মেশিন ব্যবহার হয়।

একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন – এই ধরনের মেশিন থেকে  মিনিটে 50 থেকে 60টি গ্লাস তৈরি করা যায়। এই ধরনের মেশিনের দাম 9,00,000 টাকা মত হয়।

অপরটি সেমি অটোমেটিক মেশিন। এই ধরনের মেশিনের দাম 5,50,000 টাকা পর্যন্ত হতে পারে,

তবে ভিন্ন ভিন্ন  কম্পানির মেশিনের দাম ভিন্ন  ভিন্ন হতে পারে।

কোথায় কিনবেন কাগজের গ্লাস তৈরির মেশিন (Where to buy paper glass making machine in Bengali)

কলকাতার বড়বাজার  এলাকায় ওল্ড চিনামার্কেটে এই ধরনের মেশিনের ডিলার আছে। এছাড়া অনলাইনের মাধ্যমে মেশিন এবং কাঁচামাল পেয়ে যাবেন , আমি কয়েকটা লিঙ্ক দিছি এখানেও খুজতে পারেন –

কাগজের গ্লাস তৈরির ব্যবসা শুরু করার জন্য কতটা জায়গার দরকার?( How much space do you need to start a paper glass business in Bengali?)

কাগজের গ্লাস তৈরির ব্যবসা শুরু করার জন্য  খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। এমন কি যদি আপনার বাড়িতে বড় ফাঁকা জায়গা থাকে তবে বাড়িতেই এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন।সাধারনভাবে ৫০০-৬০০ বর্গফুট জায়গা হলে এই ব্যবসা শুরু করতে পারবেন।

কাগজের গ্লাস তৈরি করার পদ্ধতি (How to make Paper Glass in Bengali)

কাগজের গ্লাস তৈরি ২টি স্টেপে করতে হয়।

প্রথম ধাপে গ্লাসের মাপ অনুযায়ী কাটিং পলি-কটেড পেপার মেশিনে দেওয়া হয়, পেপার একটি গোলাকার শঙ্কু তৈরি করে ।

দ্বিতীয় ধাপে, শঙ্কুর নীচের অংশে গোলাকার তল তৈরি করা হয়।  এবং গ্লাস তৈরি হয়ে যায়।

তৃতীয় ধাপে প্রতিটি গ্লাস কে চেক বা পরীক্ষা করা হয় ।এবং এই প্রক্রিয়া শেষে সমস্ত গ্লাসকে এক জায়গায় রাখা হয়।

পেপার গ্লাস প্যাকেজিং কিভাবে করবেন ?( How to do paper glass packaging in Bengali?)

আপনি যদি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন কেনেন তবে এই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমেই  গ্লাসের প্যাকিং এবং গণনা বা কাউন্তিং করা হয়ে যায়। আর যদি আধা স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হয় তবে গ্লাস তৈরির পরে শ্রমিকদের দিয়ে ১০০ কাপের এক একটা বান্ডিল করে বড় প্লাস্টিকের প্যাকেটে একসঙ্গে অনেক বান্ডিল রাখা হয়।

কাগজের গ্লাস তৈরির ব্যবসায় মূলধন কত লাগবে ?( How much capital does a paper glass business need in Bengal?)

জিনিষ পত্রমুল্য
গ্লাস তৈরির মেশিন৫৫০০০০.`০০
পলি-কটেড পেপার৮০০০০.০০
কাগজ প্রিন্টিং  ইত্যাদি ব্যয়  ১৫০০০০.`০০
প্যাকিং এর সরঞ্জাম২০০০০.০০
বিদ্যুৎ ও জল৩০০০.০০
অন্যান্য খরচ যেমন  ফোন বিল, মেরামত, পরিবহন খরচ  ১৫০০০.০০
কর্মচারী বেতন    ১৪০০০.০০
মোট খরচ832000.00

 কারখানার জন্য জায়গার খরচ আপনার এলাকার ঘর ভাড়ার উপর নির্ভর করে , জায়গার খরচ নিজে বসিয়ে নেবেন।

কাগজের গ্লাস তৈরির ব্যবসার জন্য কর্মচারী নিয়োগের খরচ পরিকল্পনা (Employee cost planning for the paper glass making business in Bengali)

কাগজের গ্লাস তৈরির ব্যবসা শুরু  করার জন্য আপনাকে কমপক্ষে ২জন কর্মচারীর প্রয়োজন হবে। এই ব্যবসায় একজন দক্ষ এবং একজন অদক্ষ কর্মচারী নিয়োগ করলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন।মার্কেটিং আপনি নিজে করতে পারেন , না হলে মার্কেটিং এর জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে।

কাগজের গ্লাস তৈরির ব্যবসার জন্য কি কি লাইসেন্স দরকার? (What kind of license is required for the business of making paper glass in Bengali?)

ব্যবসা শুরু করার জন্য ট্রেড লাইসেন্স করাতে হবে ।

ব্যবসা করার জন্য একটি আইনি লাইসেন্স প্রাপ্ত করা প্রয়োজন। এর জন্য, আপনি যে জায়গা থেকে ব্যবসা করতে যাচ্ছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন।

বিদ্যুৎ সরবরাহ না থকলে ডিজেল জেনারেটরের সরবরাহ করতে চাইলে স্থানীয় জেলা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া দরকার হবে।

কাগজের গ্লাস তৈরির ব্যবসায় তৈরি গ্লাস কোথায় বিক্রি করবেন ?( Where to sell glass made in the business of making paper glass in Bengali?)

কাগজের গ্লাস ভারতে সব জায়গায় প্রচুর পরিমাণে বিক্রি হয়। আপনি আপনার পণ্য বিক্রির জন্য নিচে দেওয়া তথ্য অনুস্রন করতে পারেন –

আপনার শহর বা আশে পাশের শহর বা গ্রামের সমস্ত কাগজের সামগ্রি দোকান গুলিতে যোগাযোগ করতে পারেন।

আপনার শহর বা আশে পাশের শহর বা গ্রামের পাইকারি দোকান গুলিতে যোগাযোগ করতে পারেন ।

আপনি টিভি চ্যানেল, সংবাদপত্র এবং ব্যানারের মাধ্যমে আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসার মার্কেটিং করতে পারেন।

আপনি বড় কোল্ড ড্রিঙ্কস এর কম্পানি যেমন কোকা-কোলা, পেপসি ইত্যাদির মতো বড় কোম্পানিতে যোগাযোগ করতে পারেন পারেন এবং তাদের কাছে আপনার তৈরি পণ্যগুলি বিক্রি করতে পারেন৷

কাগজের গ্লাস তৈরির ব্যবসায় কত লাভ করতে পারবেন ?( How Much Money Does a Paper Glass Business Make in Bengali?)

কাগজের গ্লাসের কোয়ালিটি ও টেক্সচার, সাইজ এর উপর গ্লাসের দাম নির্ভর করে। সাধারনভাবে ভাল মানের প্রিন্টেড পেপারের প্রতি গ্লাস আপনি  ১ টাকায় বাজারে বিক্রি করতে পারবেন, যার উতপাদন খরচ ৬০ প্যসার বেশি হয় না। আর আপনি যদি সাধারণ কাগজের গ্লাস তৈরি করেন, তাহলে প্রতি গ্লাসের দাম ৩০পয়সার বেশি হয় না।আর এই ধরনের গ্লাস আপনি ৭০-৮০পয়সায় বিক্রি করতে পারেন।

Conclusion – কাগজের গ্লাস তৈরির ব্যবসা একটা খুবই লাভজনক ব্যবসা আপনি এই ব্যবসা করে অনেক টাকা মুনাফা নিতে পারবেন। আমি এই ব্যবসা সম্পর্কে সমস্ত রকমের তথ্য দেওয়ার চেষ্টা  করেছি। আপনি কাগজের গ্লাস তৈরির ব্যবসা নিয়ে নীচে কমেন্ট করতে পারেন ।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

শেয়ার করুন -

Leave a Reply