অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন 2023? | How to make money from Amazon 2023?

You are currently viewing অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন 2023? | How to make money from Amazon 2023?

amazon কিভাবে কাজ করে, অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? (How to make money from Amazon in Bengali?)

“অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন?” এই নিবন্ধে  আজ অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন আয় করা যায় তা আলোচনা করব।

আমরা প্রত্যকে জানি যে অ্যামাজন বিশ্বের বৃহত্তম ই-কমার্স কম্পানি। এবং অ্যামাজন ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনি কেনা কাটা করতে পারেন। কিন্তু আপনি কি জানেন অ্যামাজন থেকে থেকে শুধু কেনা কাটা  করা যায় না এখান থেকে আপনি অনেক টাকা আয় ও করতে আপনি  হয়ত জানবেন যে আজকের দিনে অ্যামাজন লাখ লাখ মানুষের জিবিকার প্রধান উৎস। এই এত মানুষ নানা ভাবে অ্যামাজন থেকে রোজকার করে তাদের জিবিকা নির্বাহ করে। পারবেন।আমি আজকের এই নিবন্ধে আপনাদের  বেশ কিছু অ্যামাজন থেকে আয়ের উপায় বলব যেখান থেকে আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অ্যামাজন ই-কমার্স –এর বাজারে খুচরা বিক্রেতা হিসাবে ২০২০ সালে প্রায় ৩৮৬  বিলিয়ন ডলারের নেট বিক্রয়ের পরিসংখ্যান রেকর্ড কর। আপনি যদি একজন ইকমার্স বিক্রেতা হতে চান এবং অ্যামাজন থেকে অর্থ উপার্জন করতে চান তবে এটা আপনার কাছে একটা ভাল সুযোগ

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? ( How to make money from Amazon in Bengali?)

অ্যামাজনের সবচেয়ে ভালো যে দিক হল অ্যামাজনের  জন্য কাজ করলে আপনি ঘরে বসে কাজ করে অ্যামাজন থেকে অনেক টাকা আয় করতে পারেন।  কারন  আমাজন তার এত বড় ব্যবসাকে বাড়ানোর জন্য প্রচুর ফ্রিল্যান্সার,ডিজিটাল মারকেটর, ব্লগার, ইউটিউবারদের উপর ভীষণ ভাবে নির্ভর করে।

আপনি চাইলে আপনার পছন্দের যে কোন কাজ নিম্নলিখিত উপায়ে ঘরে বসে টাকা আয় করতে পারবেন।

১। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন? (How To Make Money From Amazon Affiliate Marketing?)

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? – অ্যামাজন থেকে টাকা আয়ের সবচেয়ে ভাল পদ্ধতি হল অ্যাফিলিয়েট মার্কেটিং , অ্যাফিলিয়েট মার্কেটিং  এর মাধ্যমে আপনি যদি  অ্যামাজন-এর  পণ্য বিক্রি করেন তবে আপনি  20% থেকে 50% কমিশন পেতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার পছন্দের অ্যামাজন পণ্যের প্রচার আপনার ওয়েবসাই বা ব্লগ, আপনার ইউটিউব চ্যানেল,আপনার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার এবং অন্যান্য যে কোন মাধ্যম থেকে করতে পারেন।

অ্যামাজন বর্তমানে ১১টি দেশে তার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে ব্যবসা রান  করায়। আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ বা অন্য কোন মাধ্যমের দর্শকদের উপর নির্ভর করে আপনি যে কোন দেশে বা একাধিক দেশে এই ধরনের অ্যামাজন-এর  অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করতে পারেন।

এর জন্য আপনাকে ওই দেশের অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিসট্রেশান করে নিতে হবে। এর আপনি প্রত্যকটি পণ্যের জন্য আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক ব্যবহার করে যে ব্যক্তি ওই পণ্যটি কিনবেন আপনি তার কমিশন পেয়ে যাবেন।

এই ধরনের কাজে আপনি যত বেশি প্রচার করবেন আপনার ইনকাম তত বাড়তে থাকে।

২। অ্যামাজন mTurk থেকে  টাকা আয় করুন। (Make Money From Amazon mTurk in Bengali)

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? – অ্যামাজন Amazon Mechanical Turk নামে একটি প্রোগ্রাম পরিচালনা  করায় ।এই প্রোগ্রাম-এর মাধ্যমে অ্যামাজন অনেক  ফ্রিল্যান্সারদের নান রকমের কাজ দেয়। কেননা প্রযুক্তির যতই উন্নতি হোক কৃত্রিমতা দিয়ে সমস্ত কাজ কারা যায় না। তাই যারা Amazon mTurk সদস্য আছেন তারা অ্যামাজন এর সাথে যুক্ত বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকেন। এই সমস্ত সদস্যরা ডুপ্লিকেট পণ্যের সন্ধান,বিভিন্ন পণ্যের জন্য তথ্য সংগ্রহ, সোশ্যাল মিডিয়ায় প্রাচারের জন্য ভিডিও তৈরি করে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এবং  পুরানো পোস্টকে ওয়েব থেকে মুছে ফেলা  মতো কাজ।

অ্যামাজন mTurk এ যারা কাজ করেন তারা অডিও ডেটা ট্রান্সক্রিপশন এবং ডেটা এনালাইসিস কাজে সহায়তা করে। এছাড়া আপনি যদি সফটওয়্যার ডেভলাপার টিমে কাজ করেন তবে আপনি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে সহায়তা করতে পারেন।

আপনি  যদি অ্যামাজন-এর সঙ্গে এই সমস্ত কাজ করতে রাজি থাকেন তবে আপনি অ্যামাজন mTurk এ যোগ দিতে পারেন এবং অ্যামাজন থেকে অনেক টাকা উপার্জন করতে পারেন।

৩। অ্যামাজন Kindle এর থেকে কিভাবে আয় করবেন ? (How To Make Money From Amazon Kindle in Bengali?)

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? – আপনি যদি সাহিত্যকার হন বা আপনি যদি লেখক হন বা কবি অথবা কোন ব্যপারে বিশেষজ্ঞ আপনি যদি আপনার যোগ্যতা কে সবার কাছে ডিজিটাল ভাবে পৌঁছাতে চান তবে আপনি অ্যামাজন Kindle এর সাহায্য নিতে পারেন।

আপনি  আপনার লেখা বা অভিজ্ঞতা কে অ্যামাজনের সাহায্যে সারা বিশ্বের মানুষের সাথে ভাগ করে নিতে পারেবেন। আথবা আপনি যেকোনো পেশাদার মানুষের হয়ে তার বক্তব্য বা লেখাকে অ্যামাজন Kindle এর সাহায্য লাখ লাখ মানুষের কাছে প্রাকাশ করতে পারবেন।

অ্যামাজন Kindle Direct Publishing এর সাহায্যে, আপনি যেকোনো বই ডিজিটাল ভাবে  লিখে  ৫  মিনিটের মধে অনলাইনে প্রকাশ করতে পারেন। এবং আপনার এক বইটি অ্যামাজনের গ্লোবাল নেটওয়ার্কে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অ্যামাজনের ই-কমার্স এর মাধ্যমে অনলাইনে প্রচুর মানুষের কাছে বিক্রির জন্য প্রস্তুত হবে৷

আপনি নিজে Amazon KDP-এর সাহায্যে সাহিত্য, উপন্যাস, ফিকশন, নন-ফিকশন, কমিকস,টেকনো, এডুকেশন, সায়েন্স ফিকশন, রোম্যান্স, ফ্যান্টাসি, টিন এবং ইয়াং এডাল্ট ইত্যাদির নান রকমের বিভিন্ন ক্যাটাগরির বই প্রকাশ করতে পারেন। আর এই ক্ষেত্রে আপনি নিজেই আপনার বই এর দাম ঠিক করতে পারবেন। এবং বই বিক্রির টাকা  আপনার পেপ্যাল ​​বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

৪।অ্যামাজন Seller হয়ে টাকা আয় করবেন কিভাবে? (How To Make Money As An Amazon Seller in Bengali?)

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? – অ্যামাজন Seller হয়ে আপনি আপনার পণ্য বিক্রি করে অ্যামাজন থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি কোন রকমের পণ্য তৈরি করেন। তা আপনি অ্যামাজন-এর মাধ্যমে বিক্রি করতে পারবেন। এই ধরনের কাজ বাড়ির যে কোন সদস্য করতে পারেন। যেমন  –

  • আপনি যদি মাটির জিনিস তৈরি করেন  তবে আপনি আপনার জিনিস আমাজনে বিক্রি করতে পারেন।
  • আপনি যদি জামা কাপড়  তৈরি করেন  তবে আপনি আপনার জিনিস আমাজনে বিক্রি করতে পারেন।
  • আপনি যদি হস্তশিল্প , পেনটার হন তবে আপনি আপনার জিনিস আমাজনে বিক্রি করতে পারেন।
  • অথবা আপনি যদি এসব কিছুই তৈরি করতে জানেন না তবে আপনি অন্য কারুর কাছ থেকে সংগ্রহ করে আমাজনে বিক্রি করতে পারেন।

আপনাকে যা করতে হবে তা হল অ্যামাজনে  –

  • বিক্রেতা হিসাবে একটি অনলাইন রেজিসট্রেশান করতে হবে।
  • এবং আপনার প্রোডাক্ট এর বিস্তারিত বিবরণ, ছবি প্রভৃতি অ্যামাজনে জমা করতে হবে।
  • আপনাকে GST রেজিসট্রেশান করতে হবে।

যদি আপনার একটি দোকান বা শোরুম থাকে, তবে আপনি এই দোকানকে – অ্যামাজনে এ listing করে অফলাইনের পাশাপাশি অনলাইন গ্রাহকদেরকে আপনি পণ্য বিক্রি করতে পারেন।

অ্যামাজনে কেবলমাত্র আপনার কাছ থেকে কিছু কমিশন নেবে।

৫।অ্যামাজন-এর  ডেলিভারির করে টাকা আয় করবেন কিভাবে?( How To Make Money With Amazon Delivery in bengali?)

অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন? – আমাদের দেশে ই-কমার্স ও অনলাইন শপিং খুবই  দ্রুত বাড়ছে।  কারণ হল অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থাগুলি অনেক কম দামে অনলাইনে পণ্য বিক্রি করছে।

এছাড়া এখন গ্রামে গঞ্জে মানুষের কাছে স্মার্টফোন পোঁছে গেছে । তাদের অনলাইনে পণ্য অর্ডার করতে আর কোন অসুবিধা হয় না। এক সমীক্ষা অনুযায়ী ভারতে ৫৫% এর বেশি কেনাকাটা মোবাইল ফোনের মাধ্যমে করা হয়। এই কারনে অ্যামাজন সেলাররা প্রচুর উপার্জন করতে পারেন।

অ্যামাজন-এর এই প্রচুর পণ্য  ডেলিভারি করার জন্য প্রচুর পরিমাণে  ডেলিভারি ডিলার এর দরকার পড়ে। এছাড়াও অ্যামাজন বিভিন্ন স্থানে ডেলিভারির জন্য ছোট-বড় লজিস্টিক এবং কুরিয়ার সংস্থা এর সাথে চুক্তি করেছে।

অ্যামাজন পণ্য সরবরাহ সঠিক ভাবে করার জন্য ডেলিভারি  এজেন্টদের নিয়োগ করছে। যারা তাদের নিজের এলাকায় অর্ডার দিতে পারবে।

আপনি যদি এই ধরনের কাজ করতে সক্ষম হন, তাহলে আপনি একজন অ্যামাজন ডিলার হয়ে ভালো আয় করতে পারবেন। এই ধরনের  কাজ কমিশন ভিত্তিক হয়। অর্থাৎ আপনি যত সংখ্যা ডেলিভারি করবেন তত বেশী আয় করবেন।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

Summary
অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন 2023? | How to make money from Amazon 2023?
Article Name
অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন 2023? | How to make money from Amazon 2023?
Description
অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করবেন 2023? | How to make money from Amazon 2023?
Author
Publisher Name
businessinbangla
Publisher Logo
শেয়ার করুন -

Leave a Reply